ETV Bharat / state

বাসকিউল ব্রিজে যান্ত্রিক ত্রুটি, বন্ধ যান চলাচল - kolkata

যান্ত্রিক ত্রুটির জেরে খিদিরপুরের বাসকিউল ব্রিজে বন্ধ যান চলাচল । যদিও ব্রিজ কর্তৃপক্ষ জানিয়েছে, চলছে মেরামতির কাজ । যে কোনও মুহূর্তে স্বাভাবিক হবে ব্রিজ ।

বাসকিউল ব্রিজ
author img

By

Published : Jun 26, 2019, 2:52 PM IST

কলকাতা, 26 জুন : ফের যান্ত্রিক ত্রুটি খিদিরপুরের বাসকিউল ব্রিজে । যার জেরে বন্ধ যান চলাচল । সমস্যায় যাত্রীরা । ফলে খিদিরপুরে তৈরি হয়েছে যানজট । শুধুমাত্র হেঁটে পার হতে দেওয়া হচ্ছে ব্রিজ । যদিও ত্রুটি মেরামতের প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর ।

bascule bridge
বাসকিউল ব্রিজ, খিদিরপুর

এমনিতে জাহাজ চলাচলের সময় খুলে দেওয়া হয় বন্দর এলাকার ওই ব্রিজ । জাহাজ চলে গেলে যান্ত্রিকভাবে তা জুড়ে যায় । এটাই বাসকিউল ব্রিজের বৈশিষ্ট্য । গতকালও একটি জাহাজ চলাচলের সময় খুলে দেওয়া হয়েছিল ব্রিজটি । জাহাজটি যাওয়ার সময় ধাক্কা লেগে ব্রিজের গুরুত্বপূর্ণ একটি অংশ ভেঙে যায় । তখন থেকেই পুরোপুরি জোড়া লাগেনি ওই ব্রিজ । যার জেরেই বন্ধ করে দেওয়া হয় যান চলাচল । অভিযোগ, প্রায় 24 ঘণ্টা পার হয়ে গেলেও মেরামত করা যায়নি ওই অংশটি ।

খিদিরপুরের ওই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন প্রচুর গাড়ি চলাচল করে । অনেকেই ওই পথে অফিস যাতায়াত করেন । ফলে গতকাল বিকেল ও আজ অফিস টাইমে সমস্যায় পড়েন বহু মানুষ । অনেকটা ঘুরে খিদিরপুরের কার্ল মার্কস সরণি দিয়ে যাতায়াত করতে হচ্ছে । এমনিতেই ওই রাস্তার গাড়ির চাপ বেশি । তার উপর বাসকিউল ব্রিজটি বন্ধ থাকায় যানজট তৈরি হয়েছে । যদিও ব্রিজ কর্তৃপক্ষ জানিয়েছে, চলছে মেরামতির কাজ । যে কোনও মুহূর্তে স্বাভাবিক হবে ব্রিজ ।

কলকাতা, 26 জুন : ফের যান্ত্রিক ত্রুটি খিদিরপুরের বাসকিউল ব্রিজে । যার জেরে বন্ধ যান চলাচল । সমস্যায় যাত্রীরা । ফলে খিদিরপুরে তৈরি হয়েছে যানজট । শুধুমাত্র হেঁটে পার হতে দেওয়া হচ্ছে ব্রিজ । যদিও ত্রুটি মেরামতের প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর ।

bascule bridge
বাসকিউল ব্রিজ, খিদিরপুর

এমনিতে জাহাজ চলাচলের সময় খুলে দেওয়া হয় বন্দর এলাকার ওই ব্রিজ । জাহাজ চলে গেলে যান্ত্রিকভাবে তা জুড়ে যায় । এটাই বাসকিউল ব্রিজের বৈশিষ্ট্য । গতকালও একটি জাহাজ চলাচলের সময় খুলে দেওয়া হয়েছিল ব্রিজটি । জাহাজটি যাওয়ার সময় ধাক্কা লেগে ব্রিজের গুরুত্বপূর্ণ একটি অংশ ভেঙে যায় । তখন থেকেই পুরোপুরি জোড়া লাগেনি ওই ব্রিজ । যার জেরেই বন্ধ করে দেওয়া হয় যান চলাচল । অভিযোগ, প্রায় 24 ঘণ্টা পার হয়ে গেলেও মেরামত করা যায়নি ওই অংশটি ।

খিদিরপুরের ওই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন প্রচুর গাড়ি চলাচল করে । অনেকেই ওই পথে অফিস যাতায়াত করেন । ফলে গতকাল বিকেল ও আজ অফিস টাইমে সমস্যায় পড়েন বহু মানুষ । অনেকটা ঘুরে খিদিরপুরের কার্ল মার্কস সরণি দিয়ে যাতায়াত করতে হচ্ছে । এমনিতেই ওই রাস্তার গাড়ির চাপ বেশি । তার উপর বাসকিউল ব্রিজটি বন্ধ থাকায় যানজট তৈরি হয়েছে । যদিও ব্রিজ কর্তৃপক্ষ জানিয়েছে, চলছে মেরামতির কাজ । যে কোনও মুহূর্তে স্বাভাবিক হবে ব্রিজ ।

Intro:কলকাতা, ২৬ জুন: ফের যান্ত্রিক ত্রুটি খিদিরপুরের বাসকিউল ব্রিজে। তার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। সমস্যায় যাত্রীরা। খিদিরপুরে তৈরি হয়েছে যানজট। শুধু মাত্র হেঁটে পার হতে দেওয়া হচ্ছে ব্রিজ। যদিও ত্রুটি মেরামতের প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। Body:এমনিতে জাহাজ চলাচলের সময় খুলে দেওয়া হয় বন্দর এলাকার ওই ব্রিজ। জাহাজ চলে গেলে যান্ত্রিকভাবে তা জুড়ে যায়। এটাই বাসকিউল ব্রিজের বৈশিষ্ট্য। গতকালও একটি জাহাজ চলাচলের সময় খুলে দেওয়া হয় ব্রিজ। জাহাজটি যাওয়ার সময় ধাক্কা লেগে ব্রিজের গুরুত্বপূর্ণ একটি অংশ ভেঙে যায়। তখন থেকেই পুরোপুরি জোড়া লাগেনি ওই ব্রিজ। তার জেরে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। অভিযোগ, প্রায় ২৪ পার হয়ে গেলেও মেরামত করা যায়নি ওই অংশটি। Conclusion:ওই ব্রিজের ওপর দিয়ে নিত্যদিন প্রচুর গাড়ি চলাচল করে। অনেকেই ওই পথে অফিস যাতায়াত করেন। ফলে গতকাল বিকেল ও আজ অফিস টাইমে ফাঁপরে পড়েন বহু মানুষ। অনেকটা ঘুরে খিদিরপুরের কার্ল মার্কস সরণি দিয়ে যাতায়াত করতে হচ্ছে আমজনতাকে। এমনিতেই ওই রাস্তার গাড়ির চাপ বেশি। তার উপর বাসকিউল ব্রিজ বন্ধ থাকায় যানজট তৈরি হয়েছে বিস্তৃর্ণ এলাকায়। যদিও ব্রিজ কর্তৃপক্ষ জানিয়েছে, চলছে মেরামতির কাজ। যে কোনও মুহূর্তে স্বাভাবিক হবে ব্রিজ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.