কলকাতা, 3 মে : পশ্চিমবঙ্গে এখনও ফণী না ঢুকলেও সকাল থেকেই বিভিন্ন প্রান্তে তার প্রভাব শুরু হয়েছে । দুর্গাপুর, শিলিগুড়ি, মেখলিগঞ্জ , মালদা , পুরুলিয়া , ঝাড়গ্রাম, হুগলিতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে । ঝড়ের দাপটে একাধিক জায়গায় ঘর, গাছ, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে । ঝাড়গ্রামে জখম হয়েছেন এক ব্যক্তি । তাঁর মাথা ফেটে গেছে । পরিস্থিতির মোকাবিলায় বিভিন্ন জেলায় বিপর্যয় মোকাবিলা দলগুলিকে তৈরি রাখা হয়েছে ।
দুর্গাপুর : সকাল থেকে আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে । একনাগাড়ে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে । ঝোড়া হাওয়া বইছে । বেশ কয়েকটি জায়গা থেকে গাছ ভেঙে পড়ার খবর মিলেছে । পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে সতর্কতা জারি হয়েছে । দামোদরের ও অজয়ের তীরবর্তী এলাকাগুলিতে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে । আসানসোল ও দুর্গাপুর পৌরসভা, PWD, ব্লক অফিস, সেচ দপ্তর, বিদ্যুৎ বন্টন দপ্তর সহ সরকারি দপ্তরগুলিকে যে কোনও জরুরি অবস্থার জন্য তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে । দুর্গাপুর মহকুমা প্রশাসনের তরফে দুটি হেল্পলাইন নম্বর খোলা হয়েছে । নম্বর দুটি হল - (0343) 2545141 / 254588 ।
কোচবিহার : আজ ভোররাতে মেখলিগঞ্জে ঝড় ও বৃষ্টি হয় । ঝড়ের দাপটে বাড়ি ও গাছ ভেঙে পড়েছে । বাংলাদেশ সীমান্তবর্তী 108 ও 112 কুচলিবাড়ি এলাকায় প্রায় 40টি বাড়ির চাল উড়ে গেছে ।
ঝাড়গ্রাম : ঝাড়গ্রামে ঝড়ের দাপটে প্রায় 25টি বাড়ির চাল উড়ে গেছে । চুনাগাটি গ্রামে একটি ঘরের চাল মাথায় লেগে জখম হন এক ব্যক্তি ।
হুগলি : জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টি ও হালকা ঝড় শুরু হয়েছে । সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আপৎকালীন সরঞ্জাম রাখা হয়েছে ।