ETV Bharat / state

রাজ্যে ফণীর প্রভাব : ভাঙল বাড়ি-বিদ্যুতের খুঁটি, আহত ১ - Fani likely to hit West Bengal within few hours

আগামী 6 ঘণ্টায় দুর্বল হয়ে ফণী অতি তীব্র ঘূর্ণিঝড় থেকে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে । তারপর তীব্র ঘূর্ণিঝড় হিসেবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকবে

ভেঙে পড়া বাড়ি
author img

By

Published : May 3, 2019, 5:37 PM IST

Updated : May 4, 2019, 12:07 AM IST

কলকাতা, 3 মে : পশ্চিমবঙ্গে এখনও ফণী না ঢুকলেও সকাল থেকেই বিভিন্ন প্রান্তে তার প্রভাব শুরু হয়েছে । দুর্গাপুর, শিলিগুড়ি, মেখলিগঞ্জ , মালদা , পুরুলিয়া , ঝাড়গ্রাম, হুগলিতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে । ঝড়ের দাপটে একাধিক জায়গায় ঘর, গাছ, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে । ঝাড়গ্রামে জখম হয়েছেন এক ব্যক্তি । তাঁর মাথা ফেটে গেছে । পরিস্থিতির মোকাবিলায় বিভিন্ন জেলায় বিপর্যয় মোকাবিলা দলগুলিকে তৈরি রাখা হয়েছে ।

দুর্গাপুর : সকাল থেকে আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে । একনাগাড়ে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে । ঝোড়া হাওয়া বইছে । বেশ কয়েকটি জায়গা থেকে গাছ ভেঙে পড়ার খবর মিলেছে । পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে সতর্কতা জারি হয়েছে । দামোদরের ও অজয়ের তীরবর্তী এলাকাগুলিতে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে । আসানসোল ও দুর্গাপুর পৌরসভা, PWD, ব্লক অফিস, সেচ দপ্তর, বিদ্যুৎ বন্টন দপ্তর সহ সরকারি দপ্তরগুলিকে যে কোনও জরুরি অবস্থার জন্য তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে । দুর্গাপুর মহকুমা প্রশাসনের তরফে দুটি হেল্পলাইন নম্বর খোলা হয়েছে । নম্বর দুটি হল - (0343) 2545141 / 254588 ।

কোচবিহার : আজ ভোররাতে মেখলিগঞ্জে ঝড় ও বৃষ্টি হয় । ঝড়ের দাপটে বাড়ি ও গাছ ভেঙে পড়েছে । বাংলাদেশ সীমান্তবর্তী 108 ও 112 কুচলিবাড়ি এলাকায় প্রায় 40টি বাড়ির চাল উড়ে গেছে ।

ঝাড়গ্রাম : ঝাড়গ্রামে ঝড়ের দাপটে প্রায় 25টি বাড়ির চাল উড়ে গেছে । চুনাগাটি গ্রামে একটি ঘরের চাল মাথায় লেগে জখম হন এক ব্যক্তি ।

হুগলি : জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টি ও হালকা ঝড় শুরু হয়েছে । সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আপৎকালীন সরঞ্জাম রাখা হয়েছে ।

দেখুন ভিডিয়ো

কলকাতা, 3 মে : পশ্চিমবঙ্গে এখনও ফণী না ঢুকলেও সকাল থেকেই বিভিন্ন প্রান্তে তার প্রভাব শুরু হয়েছে । দুর্গাপুর, শিলিগুড়ি, মেখলিগঞ্জ , মালদা , পুরুলিয়া , ঝাড়গ্রাম, হুগলিতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে । ঝড়ের দাপটে একাধিক জায়গায় ঘর, গাছ, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে । ঝাড়গ্রামে জখম হয়েছেন এক ব্যক্তি । তাঁর মাথা ফেটে গেছে । পরিস্থিতির মোকাবিলায় বিভিন্ন জেলায় বিপর্যয় মোকাবিলা দলগুলিকে তৈরি রাখা হয়েছে ।

দুর্গাপুর : সকাল থেকে আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে । একনাগাড়ে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে । ঝোড়া হাওয়া বইছে । বেশ কয়েকটি জায়গা থেকে গাছ ভেঙে পড়ার খবর মিলেছে । পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে সতর্কতা জারি হয়েছে । দামোদরের ও অজয়ের তীরবর্তী এলাকাগুলিতে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে । আসানসোল ও দুর্গাপুর পৌরসভা, PWD, ব্লক অফিস, সেচ দপ্তর, বিদ্যুৎ বন্টন দপ্তর সহ সরকারি দপ্তরগুলিকে যে কোনও জরুরি অবস্থার জন্য তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে । দুর্গাপুর মহকুমা প্রশাসনের তরফে দুটি হেল্পলাইন নম্বর খোলা হয়েছে । নম্বর দুটি হল - (0343) 2545141 / 254588 ।

কোচবিহার : আজ ভোররাতে মেখলিগঞ্জে ঝড় ও বৃষ্টি হয় । ঝড়ের দাপটে বাড়ি ও গাছ ভেঙে পড়েছে । বাংলাদেশ সীমান্তবর্তী 108 ও 112 কুচলিবাড়ি এলাকায় প্রায় 40টি বাড়ির চাল উড়ে গেছে ।

ঝাড়গ্রাম : ঝাড়গ্রামে ঝড়ের দাপটে প্রায় 25টি বাড়ির চাল উড়ে গেছে । চুনাগাটি গ্রামে একটি ঘরের চাল মাথায় লেগে জখম হন এক ব্যক্তি ।

হুগলি : জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টি ও হালকা ঝড় শুরু হয়েছে । সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আপৎকালীন সরঞ্জাম রাখা হয়েছে ।

দেখুন ভিডিয়ো
Intro:ফণীর তাণ্ডবে শুরু হতেই ঝড়ের দাপটে কোচবিহারের মেখলিগঞ্জে লন্ডভন্ড ৪০টি পরিবার৷ঝড়ের কবলে উড়ে গেছে ঘর ৷

কোচবিহার :৩ মে: শুক্রবার ভোর রাতের ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হল কোচবিহারের মেখলিগঞ্জ ব্লক ৷মেখলিগঞ্জ ব্লকের কুচিলবাড়ি গ্রামপঞ্চায়েত এলাকায় ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় ঘরবাড়ি ,উপরে যায় গাছ । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্র বার ভোররাতে শুরু হয় ঝড় বৃষ্টি ,সংশ্লিষ্ট এলাকাটি বাংলাদেশ সীমান্ত বর্তী৷ ঝড়ে বাংলাদেশ সীমান্তবর্তী ১০৮, ১১২ কুচলিবাড়ি এলাকায় প্রায় চল্লিশটি বাড়ির চাল উড়ে যায়। কোথাও আবার সম্পূর্ণ ঘর উড়ে যায় অন্যত্র ৷ সকালে ওই এলাকা পরিদর্শন করেন কোচবিহার জেলা পরিষদের স্থানীয় সদস্যা ফুলতি রায়। তিনি বলেন, ঝড়ে ক্ষতি হয়েছে প্রায় ৪০ টি পরিবারের। ক্ষতিগ্রস্থ পরিবারগুলির সঙ্গে কথা বলে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের জন্য কিছু করা যায় কিনা, এই নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও জানান তিনি। মেখলিগঞ্জ ব্লক প্রসাশনের তরফে জানানো হয়েছে তাদের তরফে চেষ্টার কোনও ত্রুটি রাখা হচ্ছেনা৷ ক্ষতি গ্রস্তদের সাহায্য করার জন্য সব রকমের ব্যবস্থা করা হবে ৷Body:COBConclusion:
Last Updated : May 4, 2019, 12:07 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.