ETV Bharat / state

ভারতী ঘোষের বিরুদ্ধে জোড়া FIR - Lok Sabha Election

ইতিমধ্যে ঘাটালের BJP প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে একটি FIR দায়ের হয়ে গেছে । পাশাপাশি, আরও একটি FIR দায়েরের নির্দেশ দেওয়া হল ।

ভারতী ঘোষ
author img

By

Published : May 12, 2019, 2:57 PM IST

Updated : May 12, 2019, 5:26 PM IST

কলকাতা, 12 মে : বুথের 100 মিটারের মধ্যে সশস্ত্র দেহরক্ষী নিয়ে যাওয়ায় ভারতী ঘোষের বিরুদ্ধে ইতিমধ্যে একটি FIR দায়ের করা হয়েছে । বুথে মোবাইল নিয়ে ভিডিয়ো করায় তাঁর বিরুদ্ধে আরও একটি FIR দায়েরের নির্দেশ দিল নির্বাচন কমিশন ।

কমিশনের নিয়ম অনুযায়ী, Z প্লাস নিরাপত্তা পাওয়া কোনও ব্যক্তি বুথের 100 মিটারের মধ্যে দেহরক্ষী নিয়ে যেতে পারবেন । তবে নিরাপত্তারক্ষীর অস্ত্র ঢাকা থাকতে হবে । কিন্তু, আজ কেশপুরের দোগাছিয়া এলাকায় আজ একটি বুথের 100 মিটার সীমানার মধ্যে দেহরক্ষী নিয়ে গেছিলেন ভারতী । দেহরক্ষীর হাতে অস্ত্র ছিল । বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হয় । কমিশনের নিয়মভঙ্গ করায় ভারতীর বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দেওয়া হয় । সেই ভিত্তিতে ইতিমধ্যে একটি FIR দায়ের হয়ে গেছে ।

পাশাপাশি, সংশ্লিষ্ট বুথেই মোবাইলে ভিডিয়ো করায় ভারতীর বিরুদ্ধে আরও একটি FIR দায়েরের নির্দেশ দিল নির্বাচন কমিশন ।

কলকাতা, 12 মে : বুথের 100 মিটারের মধ্যে সশস্ত্র দেহরক্ষী নিয়ে যাওয়ায় ভারতী ঘোষের বিরুদ্ধে ইতিমধ্যে একটি FIR দায়ের করা হয়েছে । বুথে মোবাইল নিয়ে ভিডিয়ো করায় তাঁর বিরুদ্ধে আরও একটি FIR দায়েরের নির্দেশ দিল নির্বাচন কমিশন ।

কমিশনের নিয়ম অনুযায়ী, Z প্লাস নিরাপত্তা পাওয়া কোনও ব্যক্তি বুথের 100 মিটারের মধ্যে দেহরক্ষী নিয়ে যেতে পারবেন । তবে নিরাপত্তারক্ষীর অস্ত্র ঢাকা থাকতে হবে । কিন্তু, আজ কেশপুরের দোগাছিয়া এলাকায় আজ একটি বুথের 100 মিটার সীমানার মধ্যে দেহরক্ষী নিয়ে গেছিলেন ভারতী । দেহরক্ষীর হাতে অস্ত্র ছিল । বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হয় । কমিশনের নিয়মভঙ্গ করায় ভারতীর বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দেওয়া হয় । সেই ভিত্তিতে ইতিমধ্যে একটি FIR দায়ের হয়ে গেছে ।

পাশাপাশি, সংশ্লিষ্ট বুথেই মোবাইলে ভিডিয়ো করায় ভারতীর বিরুদ্ধে আরও একটি FIR দায়েরের নির্দেশ দিল নির্বাচন কমিশন ।

Last Updated : May 12, 2019, 5:26 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.