ETV Bharat / state

বাবুলের থিম সং নিষিদ্ধ কমিশনের - theme song

বাবুল সুপ্রিয়র গানের প্রচার বন্ধ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। গানের কথা নিয়ে কমিশনে অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস।

বাবুল সুপ্রিয়
author img

By

Published : Apr 7, 2019, 2:15 AM IST

Updated : Apr 7, 2019, 2:34 AM IST

কলকাতা, 7 এপ্রিল : আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয়র থিম সং নিষিদ্ধ করল নির্বাচন কমিশন। নির্বাচনী সভা, সমাবেশ-সহ সোশাল মিডিয়াতেও বাবুলের গানের প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে কমিশন।

বাবুল সুপ্রিয়র গাওয়া গানটি নিয়ে কমিশনে অভিযোগ জানায় তৃণমূল। মিডিয়া সার্টিফিকেশন ছাড়া কেন থিম সংটি ইউটিউবে প্রকাশ করেছেন, সে প্রশ্ন তুলে এরপরই বাবুল সুপ্রিয়কে শোকজ় করে নির্বাচন কমিশন। সেই শোকজ়ের জবাব দেন বাবুল। শোকজ়ের জবাবে তিনি বলেন, তিনি ওই গান প্রকাশ করেননি। পরিচিত দু'একজনকে দিয়েছিলেন শোনার জন্য। 26 মার্চ গানের লিরিক্স (কথা)-র জন্য নির্বাচন কমিশনের অনুমতি নিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি দেয় BJP। দলের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির সদস্য সঞ্জয় সিং জমা দেন সেই চিঠি। রাজ্য BJP-র তরফে গানের কথা নিয়ে আবেদন জমার পর সেটি খতিয়ে দেখে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের নির্দিষ্ট কমিটি। সেই কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, পালটাতে বলা হবে গানের কথা। আপত্তিকর শব্দগুলি বাদ দিয়ে নতুন করে অনুমতি পেতে আবেদন করুক তারা। যদিও BJP-র তরফে সেই আবেদন আর করা হয়নি।

এদিকে কমিশনকে তোয়াক্কা না-করে রাজ্যের বিভিন্ন জায়গায় BJP-র প্রচারে গানটি বাজানো হচ্ছে বলেও অভিযোগ আসতে শুরু করে। এরপর গতকাল থিম সং নিষিদ্ধ করার পথে হাঁটে কমিশন। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, গানটি কোনও জায়গায় বাজানো যাবে না।

বাবুল সুপ্রিয়র বক্তব্য

এই বিষয়ে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু বলেন, "গানের অনুমতি ছিল না। সেটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম। তাছাড়া আমাদের কাছে অভিযোগ আসে গানটি কোথাও কোথাও বাজানো হচ্ছে। সেই কারণে গানটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আসানসোলে গানটি বাজানো হয়েছিল। তার রিপোর্ট আমরা পাঠিয়েছি।"

গান বন্ধ নিয়ে বাবুল সুপ্রিয় বলেন, "আমি খবর পেয়েছি। জয়প্রকাশ মজুমদার বিষয়টি দেখছেন। গানের জনপ্রিয়তায় ভয় পেয়ে কোথাও কোথাও FIR করা হচ্ছে। একটা পালটা গান বানানো যেত। এটা টাকা দিয়ে তৈরি করলে বা টাকা দিয়ে প্রোমোশন করলে মানতাম বেআইনি। আমরা তো তা করিনি। আমি কোনও বেআইনি কাজ করি না। দলের তরফে যা করার করা হবে।"

কলকাতা, 7 এপ্রিল : আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয়র থিম সং নিষিদ্ধ করল নির্বাচন কমিশন। নির্বাচনী সভা, সমাবেশ-সহ সোশাল মিডিয়াতেও বাবুলের গানের প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে কমিশন।

বাবুল সুপ্রিয়র গাওয়া গানটি নিয়ে কমিশনে অভিযোগ জানায় তৃণমূল। মিডিয়া সার্টিফিকেশন ছাড়া কেন থিম সংটি ইউটিউবে প্রকাশ করেছেন, সে প্রশ্ন তুলে এরপরই বাবুল সুপ্রিয়কে শোকজ় করে নির্বাচন কমিশন। সেই শোকজ়ের জবাব দেন বাবুল। শোকজ়ের জবাবে তিনি বলেন, তিনি ওই গান প্রকাশ করেননি। পরিচিত দু'একজনকে দিয়েছিলেন শোনার জন্য। 26 মার্চ গানের লিরিক্স (কথা)-র জন্য নির্বাচন কমিশনের অনুমতি নিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি দেয় BJP। দলের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির সদস্য সঞ্জয় সিং জমা দেন সেই চিঠি। রাজ্য BJP-র তরফে গানের কথা নিয়ে আবেদন জমার পর সেটি খতিয়ে দেখে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের নির্দিষ্ট কমিটি। সেই কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, পালটাতে বলা হবে গানের কথা। আপত্তিকর শব্দগুলি বাদ দিয়ে নতুন করে অনুমতি পেতে আবেদন করুক তারা। যদিও BJP-র তরফে সেই আবেদন আর করা হয়নি।

এদিকে কমিশনকে তোয়াক্কা না-করে রাজ্যের বিভিন্ন জায়গায় BJP-র প্রচারে গানটি বাজানো হচ্ছে বলেও অভিযোগ আসতে শুরু করে। এরপর গতকাল থিম সং নিষিদ্ধ করার পথে হাঁটে কমিশন। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, গানটি কোনও জায়গায় বাজানো যাবে না।

বাবুল সুপ্রিয়র বক্তব্য

এই বিষয়ে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু বলেন, "গানের অনুমতি ছিল না। সেটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম। তাছাড়া আমাদের কাছে অভিযোগ আসে গানটি কোথাও কোথাও বাজানো হচ্ছে। সেই কারণে গানটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আসানসোলে গানটি বাজানো হয়েছিল। তার রিপোর্ট আমরা পাঠিয়েছি।"

গান বন্ধ নিয়ে বাবুল সুপ্রিয় বলেন, "আমি খবর পেয়েছি। জয়প্রকাশ মজুমদার বিষয়টি দেখছেন। গানের জনপ্রিয়তায় ভয় পেয়ে কোথাও কোথাও FIR করা হচ্ছে। একটা পালটা গান বানানো যেত। এটা টাকা দিয়ে তৈরি করলে বা টাকা দিয়ে প্রোমোশন করলে মানতাম বেআইনি। আমরা তো তা করিনি। আমি কোনও বেআইনি কাজ করি না। দলের তরফে যা করার করা হবে।"

Last Updated : Apr 7, 2019, 2:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.