ETV Bharat / state

নকল চাবি দিয়ে মালিকের ২৫ লাখ টাকা চুরি করেও শেষ রক্ষা হল না - kolkata

মালিকের অগোচরে বানিয়ে ফেলেছিল নকল চাবি। অফিসের ক্যাশ রাখার ভল্টের। চোখে স্বপ্ন ছিল রাতারাতি বড়লোক হওয়ার। মালিকের অলক্ষ্যে নকল চাবি দিয়ে ভল্ট খুলে সরিয়ে ফেলে ২৫ লাখ টাকা। কলকাতা পুলিশের হাতে ধরা পড়ল চোর।

s
author img

By

Published : Mar 28, 2019, 7:15 AM IST

কলকাতা, ২৮ মার্চ: মালিকের অগোচরে বানিয়ে ফেলেছিল নকল চাবি। অফিসের ক্যাশ রাখার ভল্টের। চোখে স্বপ্ন ছিল রাতারাতি বড়লোক হওয়ার। মালিকের অলক্ষ্যে নকল চাবি দিয়ে ভল্ট খুলে সরিয়ে ফেলে ২৫ লাখ টাকা। কিন্তু শেষ রক্ষা হয়নি। কলকাতা পুলিশের হাতে ধরা পড়ল চোর। এখন সে পুলিশের হেপাজতে সে।

thief
পুলিশের হাতে ধরা পড়ল ক্রান্তি সিং

বড়বাজারের ওল্ড চিনে বাজার স্ট্রিটে অফিস রয়েছে এক ব্যবসায়ীর। গত ১৬ মার্চ মাথায় হাত পড়ে তাঁর। অফিসের লোহার ভল্ট থেকে গায়েব হয়ে গেছে ২৫ লাখ টাকা। প্রথমটায় কিছুই বুঝে উঠতে পারেননি ওই ব্যবসায়ী। চাবি সব সময় থাকে তাঁর কাছে, তাহলে সিন্দুক থেকে কিভাবে চুরি গেল অত টাকা? বড়বাজার থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। শুরু হয় তদন্ত।

কলকাতা পুলিশ প্রথমেই খতিয়ে দেখে অফিসের CCTV ফুটেজ। তারপর পুলিশের সন্দেহ গিয়ে পড়ে ব্যবসায়ীর গাড়ির চালক ২৬ বছরের ক্রান্তি সিংয়ের ওপর। বিশ্বস্ত ক্রান্তি যে এই কাজ করতে পারে ভাবতেই পারেননি ওই ব্যবসায়ী। তদন্তে নেমে পুলিশ আটক করে হাওড়ার আন্দুলের বাসিন্দা ক্রান্তিকে। পুলিশের জেরায় ভেঙে পড়ে সে জানায় অপরাধী সে। এরপর তার আন্দুলের বাড়ি থেকে উদ্ধার হয় ২১ লাখ টাকা।

জানা গেছে মালিকের অলক্ষ্যে সিন্দুকের নকল চাবি বানিয়ে ফেলেছিল সে। কিন্তু বাকি চার লাখ গেল কোথায়? পুলিশ সে বিষয়ে তদন্ত শুরু করেছে। সেই তদন্তের জন্যই ক্রান্তিকে আদালতে পেশ করে নিজেদের হেপাজতে চায় পুলিশ। আগামী ১ এপ্রিল পর্যন্ত তাকে পুলিশ হেপাজতে পাঠিয়েছে আদালত।

কলকাতা, ২৮ মার্চ: মালিকের অগোচরে বানিয়ে ফেলেছিল নকল চাবি। অফিসের ক্যাশ রাখার ভল্টের। চোখে স্বপ্ন ছিল রাতারাতি বড়লোক হওয়ার। মালিকের অলক্ষ্যে নকল চাবি দিয়ে ভল্ট খুলে সরিয়ে ফেলে ২৫ লাখ টাকা। কিন্তু শেষ রক্ষা হয়নি। কলকাতা পুলিশের হাতে ধরা পড়ল চোর। এখন সে পুলিশের হেপাজতে সে।

thief
পুলিশের হাতে ধরা পড়ল ক্রান্তি সিং

বড়বাজারের ওল্ড চিনে বাজার স্ট্রিটে অফিস রয়েছে এক ব্যবসায়ীর। গত ১৬ মার্চ মাথায় হাত পড়ে তাঁর। অফিসের লোহার ভল্ট থেকে গায়েব হয়ে গেছে ২৫ লাখ টাকা। প্রথমটায় কিছুই বুঝে উঠতে পারেননি ওই ব্যবসায়ী। চাবি সব সময় থাকে তাঁর কাছে, তাহলে সিন্দুক থেকে কিভাবে চুরি গেল অত টাকা? বড়বাজার থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। শুরু হয় তদন্ত।

কলকাতা পুলিশ প্রথমেই খতিয়ে দেখে অফিসের CCTV ফুটেজ। তারপর পুলিশের সন্দেহ গিয়ে পড়ে ব্যবসায়ীর গাড়ির চালক ২৬ বছরের ক্রান্তি সিংয়ের ওপর। বিশ্বস্ত ক্রান্তি যে এই কাজ করতে পারে ভাবতেই পারেননি ওই ব্যবসায়ী। তদন্তে নেমে পুলিশ আটক করে হাওড়ার আন্দুলের বাসিন্দা ক্রান্তিকে। পুলিশের জেরায় ভেঙে পড়ে সে জানায় অপরাধী সে। এরপর তার আন্দুলের বাড়ি থেকে উদ্ধার হয় ২১ লাখ টাকা।

জানা গেছে মালিকের অলক্ষ্যে সিন্দুকের নকল চাবি বানিয়ে ফেলেছিল সে। কিন্তু বাকি চার লাখ গেল কোথায়? পুলিশ সে বিষয়ে তদন্ত শুরু করেছে। সেই তদন্তের জন্যই ক্রান্তিকে আদালতে পেশ করে নিজেদের হেপাজতে চায় পুলিশ। আগামী ১ এপ্রিল পর্যন্ত তাকে পুলিশ হেপাজতে পাঠিয়েছে আদালত।

Intro:Body:Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.