কলকাতা, ৮ এপ্রিল: ন্যাশনাল ইন্সটিটিউট ব়্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, ২০১৯-এ যাদবপুর বিশ্ববিদ্যালয়কে টপকে পঞ্চম স্থান অধিকার করল কলকাতা বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় মানব উন্নয়ন মন্ত্রকের অনুমোদনক্রমে নির্দিষ্ট তথ্য ও সূচকের ভিত্তিতে প্রতি বছর এই মান নির্ধারণ হয়। আজ ন্যাশনাল ইন্সটিটিউট ব়্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, ২০১৯ ঘোষণা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাতে প্রথম দশে রয়েছে পশ্চিমবঙ্গের ২টি বিশ্ববিদ্যালয়।
তালিকায় সবার উপরে রয়েছে IIS বেঙ্গালুরুর নাম। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লির JNU। তৃতীয় স্থানে BHU, চতুর্থ ইউনিভার্সিটি অফ হায়দরাবাদ। পঞ্চম ও ষষ্ঠ স্থানে যথাক্রমে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়।
গত বছর কলকাতা বিশ্ববিদ্যালয় ১৪তম স্থানে ছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয় গত বছরের মতো এবছরও ষষ্ঠ স্থানে রয়েছে। ভারতের সেরা দশ কলেজের তালিকায় দশম স্থান অধিকার করে নিয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ। অষ্টম স্থানে রয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ, রহড়া।