ETV Bharat / state

উলটোডাঙা উড়ালপুলে ফাটল, বন্ধ যান চলাচল

author img

By

Published : Jul 10, 2019, 1:34 AM IST

Updated : Jul 10, 2019, 4:18 AM IST

উলটোডাঙা উড়ালপুলে ফাটল । উড়ালপুলে বসানো সেনসরের মাধ্যমে গতকাল নজরে আসে বিষয়টি । সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয় সেখানকার যান চলাচল ।

উলটোডাঙা উড়ালপুলে ফাটল

উলটোডাঙা, 10 জুলাই : উলটোডাঙা উড়ালপুলে ফাটল । সাময়িকভাবে বন্ধ রাখা হল সেখানকার যান চলাচল । উড়ালপুলে বসানো সেনসরের মাধ্যমে গতকাল নজরে আসে বিষয়টি । সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয় সেখানকার যান চলাচল । আপাতত বিষয়টি পরীক্ষা করে দেখছে KMDA -এর বিশেষজ্ঞ দলের প্রতিনিধিরা ।

2013 সালের মার্চ মাসে এই উড়ালপুলটির এই খালের দিকের পিলারটিই ভেঙে পড়ে । তারপর সেটি মেরামত করে ফের চালু করা হয় । বসানো হয় সেনসর । মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য KMDA একটি বিশেষজ্ঞ দল তৈরি হয় । মেয়রের মতে যারা প্রতিনিয়ত পরীক্ষা করেন শহরের উড়ালপুলগুলির । আর সেটা করতে গিয়েই গতকাল না কি ধরা পড়ে উলটোডাঙা উড়ালপুলের বিষয়টি ।

দেখুন ভিডিয়ো

এবিষয়ে ফিরহাদ হাকিম বলেন, "কলকাতার সমস্ত উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা জন্য একটি বিশেষজ্ঞ দল রয়েছে । সেই বিশেষজ্ঞ দল উলটোডাঙা উড়ালপুল পরিদর্শনে যায় । সেখানেই ফাটলটি নজরে আসে । উড়ালপুলটি নির্মাণ করেছিল মার্টিন বার্ন কম্পানি । সাময়িক কিছু প্রপস লাগিয়ে অস্থায়ীভাবে মেরামত করা হবে । দু'তিন দিনের মধ্যেই উড়ালপুলটি খুলে দেওয়া হবে ।"

উলটোডাঙা, 10 জুলাই : উলটোডাঙা উড়ালপুলে ফাটল । সাময়িকভাবে বন্ধ রাখা হল সেখানকার যান চলাচল । উড়ালপুলে বসানো সেনসরের মাধ্যমে গতকাল নজরে আসে বিষয়টি । সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয় সেখানকার যান চলাচল । আপাতত বিষয়টি পরীক্ষা করে দেখছে KMDA -এর বিশেষজ্ঞ দলের প্রতিনিধিরা ।

2013 সালের মার্চ মাসে এই উড়ালপুলটির এই খালের দিকের পিলারটিই ভেঙে পড়ে । তারপর সেটি মেরামত করে ফের চালু করা হয় । বসানো হয় সেনসর । মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য KMDA একটি বিশেষজ্ঞ দল তৈরি হয় । মেয়রের মতে যারা প্রতিনিয়ত পরীক্ষা করেন শহরের উড়ালপুলগুলির । আর সেটা করতে গিয়েই গতকাল না কি ধরা পড়ে উলটোডাঙা উড়ালপুলের বিষয়টি ।

দেখুন ভিডিয়ো

এবিষয়ে ফিরহাদ হাকিম বলেন, "কলকাতার সমস্ত উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা জন্য একটি বিশেষজ্ঞ দল রয়েছে । সেই বিশেষজ্ঞ দল উলটোডাঙা উড়ালপুল পরিদর্শনে যায় । সেখানেই ফাটলটি নজরে আসে । উড়ালপুলটি নির্মাণ করেছিল মার্টিন বার্ন কম্পানি । সাময়িক কিছু প্রপস লাগিয়ে অস্থায়ীভাবে মেরামত করা হবে । দু'তিন দিনের মধ্যেই উড়ালপুলটি খুলে দেওয়া হবে ।"

Intro:উল্টোডাঙা ফ্লাইওভারে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফ্লাইওভারটির কিছু জায়গায় ত্রুটি ধরা পড়াতেই ফ্লাইওভারটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কে এম ডি এ ‌পুরো নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন কলকাতার সমস্ত ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা জন্য একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে।সেই বিশেষজ্ঞ দল আজ উল্টোডাঙ্গা ফ্লাইওভারে পরিদর্শনে যায়‌। সেখানে গিয়ে উল্টোডাঙা ফ্লাইওভারে বেশ কয়েকটি ফাটল নজরে আসে। তারপরে ফ্লাইওভারটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।Body:ফিরহাদ হাকিম জানিয়েছেন এই ফ্লাইওভারটি নির্মাণ করেছিল মার্টিন বার্ন কোম্পানি। সেই ব্রিজের বেশ কয়েকটি ফাটল ধরা পড়েছে। সাময়িক কিছু প্রপস লাগিয়ে অস্থায়ী মেরামতি করা হবে বলে জানিয়েছেন ফিরাজ হাকিম। দু-তিন দিনের মধ্যেই উল্টোডাঙ্গা ফ্লাইওভার এর দুটি খুলে দেওয়া হবে। এরপর বিশেষজ্ঞ দলের পরামর্শ অনুযায়ী ফ্লাইওভারটি যা যা সমস্যা আছে তা মেরামতি করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।Conclusion:
Last Updated : Jul 10, 2019, 4:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.