ETV Bharat / state

বিমানবন্দরে সোনা মামলা : অভিষেকের শ্যালিকাকে 31 জুলাই পর্যন্ত হাজিরায় ছাড় - abhisekh banerjee

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলার মতই তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকেও আপাতত 31 জুলাই পর্যন্ত শুল্ক দপ্তরে হাজিরা দিতে হবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি)
author img

By

Published : Jun 19, 2019, 11:54 PM IST

কলকাতা 19 জুন : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলার মতই শ্যালিকা মেনকা গম্ভীরকেও আপাতত 31 জুলাই পর্যন্ত শুল্ক দপ্তরে হাজিরা দিতে হবে না । নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এই নির্দেশ দিয়েছেন । যদিও তাঁর নামে শুল্ক দপ্তর কোনও সমন পাঠায়নি । তার আগেই আগাম সুরক্ষার আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি । গত 8 এপ্রিল কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল, শুল্ক দপ্তরের পাঠানো সমনে আপাতত 31 জুলাই পর্যন্ত শুল্ক দপ্তরে হাজিরা দিতে হচ্ছে না রুজিরা নারুলাকে ।

চলতি বছরের 15 মার্চ থাইল্যান্ড থেকে কলকাতা বিমানবন্দরে কোনওরকম নোটিশ ছাড়াই অতিরিক্ত সোনা বহন করার জন্য রুজিরাকে আটকায় শুল্ক দপ্তর । সেদিন বিমানবন্দরে তাঁর সঙ্গে ছিলেন তাঁর বোন মেনকাও । রুজিরা থাইল্যান্ডের পাসপোর্ট দেখিয়ে ভারতে আসেন । শুল্ক দপ্তর তাঁকে তল্লাশি করতে গেলে তাঁদের বলেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী । কিন্ত শুল্ক দপ্তর জানায় তিনি যেই হন তল্লাশি করতে হবে । এরপর পুলিশ এসে তাঁকে ছাড়িয়ে নিয়ে যায় । পরে শুল্ক দপ্তর তাঁর নামে থানায় FIR দায়ের করে । পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ভারতীয় শুল্ক আইন মোতাবেক সমন পাঠায় । কিন্তু তাঁর বোনের বিরুদ্ধে শুল্ক দপ্তর কোনও সমন পাঠায়নি।

যদিও গত 8 এপ্রিল দপ্তরে দেখা করার নির্দেশ দিয়ে যে সমন পাঠিয়েছিল শুল্ক দপ্তর, সেটা রুজিরার বিরুদ্ধেই ছিল । কিন্ত শুল্ক দপ্তর যাতে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাতে না পারে তারজন্য গত সপ্তাহে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেনকা । ইতিমধ্যে তিনি সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করেছেন । সেই মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন । মেনকার এই মামলাতে আজ হাইকোর্টের নির্দেশ, "শুল্ক দপ্তর নতুন সমন পাঠাতেই পারে । কিন্ত 31 জুলাই পর্যন্ত রুজিরার মতই মেনকা শুল্ক দপ্তরে হাজিরা দিতে বাধ্য নন ।" পাশাপাশি শুল্ক দপ্তর ও মেনকা গম্ভীর দু'পক্ষকেই হলফনামা দিতে বলা হয়েছে । আগামী 22 জুলাই এই মামলাটির আবার শুনানি হবে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চে ।

গত 7 এপ্রিল সিংগল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিলেন রুজিরা । কিন্ত 8 এপ্রিল ডিভিশন বেঞ্চ বলে, "ঘটনার তিন সপ্তাহ ইতিমধ্যেই পেরিয়ে গেছে, জিজ্ঞাসাবাদের ব্যাপারে তেমন দ্রুততা কোথায় বুঝতে পারছি না । আপাতত 31 জুলাই পর্যন্ত তাঁকে হাজিরা দিতে হবে না । " বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি ও মহম্মদ নিজামুদ্দিনের ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে আরও জানিয়েছিল, মামলাটি সিঙ্গল বেঞ্চেই নিষ্পত্তি হবে । সিঙ্গল বেঞ্চে যেমন শুনানি হওয়ার কথা তেমনি শুনানি চলবে । এই মামলাটির শুনানি ছিল আজ । পাশাপাশি ঘটনার দিন রাতে বিমানবন্দরে রুজিরার সঙ্গে উপস্থিত থাকা মেনকা নিজের সুরক্ষার জন্য গত কয়েকদিন আগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলারই শুনানি ছিল আজ।

কলকাতা 19 জুন : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলার মতই শ্যালিকা মেনকা গম্ভীরকেও আপাতত 31 জুলাই পর্যন্ত শুল্ক দপ্তরে হাজিরা দিতে হবে না । নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এই নির্দেশ দিয়েছেন । যদিও তাঁর নামে শুল্ক দপ্তর কোনও সমন পাঠায়নি । তার আগেই আগাম সুরক্ষার আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি । গত 8 এপ্রিল কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল, শুল্ক দপ্তরের পাঠানো সমনে আপাতত 31 জুলাই পর্যন্ত শুল্ক দপ্তরে হাজিরা দিতে হচ্ছে না রুজিরা নারুলাকে ।

চলতি বছরের 15 মার্চ থাইল্যান্ড থেকে কলকাতা বিমানবন্দরে কোনওরকম নোটিশ ছাড়াই অতিরিক্ত সোনা বহন করার জন্য রুজিরাকে আটকায় শুল্ক দপ্তর । সেদিন বিমানবন্দরে তাঁর সঙ্গে ছিলেন তাঁর বোন মেনকাও । রুজিরা থাইল্যান্ডের পাসপোর্ট দেখিয়ে ভারতে আসেন । শুল্ক দপ্তর তাঁকে তল্লাশি করতে গেলে তাঁদের বলেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী । কিন্ত শুল্ক দপ্তর জানায় তিনি যেই হন তল্লাশি করতে হবে । এরপর পুলিশ এসে তাঁকে ছাড়িয়ে নিয়ে যায় । পরে শুল্ক দপ্তর তাঁর নামে থানায় FIR দায়ের করে । পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ভারতীয় শুল্ক আইন মোতাবেক সমন পাঠায় । কিন্তু তাঁর বোনের বিরুদ্ধে শুল্ক দপ্তর কোনও সমন পাঠায়নি।

যদিও গত 8 এপ্রিল দপ্তরে দেখা করার নির্দেশ দিয়ে যে সমন পাঠিয়েছিল শুল্ক দপ্তর, সেটা রুজিরার বিরুদ্ধেই ছিল । কিন্ত শুল্ক দপ্তর যাতে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাতে না পারে তারজন্য গত সপ্তাহে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেনকা । ইতিমধ্যে তিনি সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করেছেন । সেই মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন । মেনকার এই মামলাতে আজ হাইকোর্টের নির্দেশ, "শুল্ক দপ্তর নতুন সমন পাঠাতেই পারে । কিন্ত 31 জুলাই পর্যন্ত রুজিরার মতই মেনকা শুল্ক দপ্তরে হাজিরা দিতে বাধ্য নন ।" পাশাপাশি শুল্ক দপ্তর ও মেনকা গম্ভীর দু'পক্ষকেই হলফনামা দিতে বলা হয়েছে । আগামী 22 জুলাই এই মামলাটির আবার শুনানি হবে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চে ।

গত 7 এপ্রিল সিংগল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিলেন রুজিরা । কিন্ত 8 এপ্রিল ডিভিশন বেঞ্চ বলে, "ঘটনার তিন সপ্তাহ ইতিমধ্যেই পেরিয়ে গেছে, জিজ্ঞাসাবাদের ব্যাপারে তেমন দ্রুততা কোথায় বুঝতে পারছি না । আপাতত 31 জুলাই পর্যন্ত তাঁকে হাজিরা দিতে হবে না । " বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি ও মহম্মদ নিজামুদ্দিনের ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে আরও জানিয়েছিল, মামলাটি সিঙ্গল বেঞ্চেই নিষ্পত্তি হবে । সিঙ্গল বেঞ্চে যেমন শুনানি হওয়ার কথা তেমনি শুনানি চলবে । এই মামলাটির শুনানি ছিল আজ । পাশাপাশি ঘটনার দিন রাতে বিমানবন্দরে রুজিরার সঙ্গে উপস্থিত থাকা মেনকা নিজের সুরক্ষার জন্য গত কয়েকদিন আগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলারই শুনানি ছিল আজ।

Intro:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকেও ৩১ জুলাই পর্যন্ত শুল্কদফতরে হাজিরা দিতে হবে না Body:
মানস নস্কর---

স্ত্রীর মতই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকেও আগামী ৩১ জুলাই পর্যন্ত শুল্ক দফতরে হাজিরা দিতে হবে না, নির্দেশ হাইকোর্টের

কলকাতা ১৯ জুনঃ
স্ত্রীর মতই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা ম্যানোকা গম্ভীরকেও আপাতত ৩১ জুলাই পর্যন্ত শুল্ক দফতরে হাজিরা দিতে হবে না বলে নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ এই নির্দেশ দিয়েছেন। যদিও তার নামে শুল্ক দফতর এখনো কোনো সমন পাঠায়নি।তার আগেই আগাম সুরক্ষার আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

গত ৮ এপ্রিল কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল শুল্ক দফতরের পাঠানো সমনে আপাতত ৩১ জুলাই পর্যন্ত শুল্ক দফতরে হাজিরা দিতে হচ্ছে না রুজিরা নারুলাকে।একই রকমভাবে রুজিরা নারুলার সঙ্গে সেদিন রাতে কলকাতা বিমানবন্দরে ছিলেন তার বোন ম্যানোকা গম্ভীর। যদিও গত ৮ এপ্রিল দফতরে দেখা করার নির্দেশ দিয়ে যে সমন পাঠিয়েছিল শুল্ক দফতর সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলার বিরুদ্ধেই।কিন্ত শুল্ক দফতর জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাতে যাতে না পারে তার জন্য গত সপ্তাহে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা ম্যানোকা গম্ভীর। ইতিমধ্যে তিনি সুপ্রিমকোর্টে ও মামলা দায়ের করেছেন।সেই মামলা এখন সুপ্রিমকোর্টে বিচারাধীন। ম্যানোকার এই মামলাতেই আজ হাইকোর্টের নির্দেশ, "শুল্ক দফতর নতুন সমন পাঠাতেই পারে। কিন্ত ৩১ জুলাই পর্যন্ত রুজিরা নারুলার মতই ম্যানোকাও শুল্ক দফতরে হাজিরা দিতে বাধ্য নন।পাশাপাশি শুল্ক দফতর ও ম্যানোকা গম্ভীর দুই পক্ষকেই হলফনামা দিতে বলা হয়েছে। মামলাটি আবার আগামী ২২ জুলাই শুনানি হবে বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের সিংগল বেঞ্চে।

গত ৭ এপ্রিল সিংগল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিলেন রুজিরা। কিন্ত ৮ এপ্রিল ডিভিশন বেঞ্চ জানায় ঘটনার তিন সপ্তাহ ইতিমধ্যেই পেরিয়ে গেছে, আমরা জিজ্ঞাসাবাদের ব্যাপারে তেমন আরজেন্সি কোথায় বুঝতে পারছি না।আপাতত ৩১ জুলাই পর্যন্ত তাকে হাজিরা দিতে হবে না।বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি ও মহঃনিজামুদ্দিনের ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে আরো জানিয়েছিল, মামলাটি সিংগল বেঞ্চেই নিষ্পত্তি হবে।সিংগল বেঞ্চে যেমন শুনানি হওয়ার কথা তেমনি শুনানি চলবে।এই মামলাটির শুনানি ছিল আজ। পাশাপাশি ঘটনার দিন রাতে বিমানবন্দরে রুজিরা সঙ্গে উপস্থিত থাকা ম্যানোকা গম্ভীর নিজের সুরক্ষার জন্য গত কয়েকদিন আগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলারই শুনানি ছিল আজ।

কিছুদিন একটা বিতর্ক তৈরি হয়েছিল।অভিযোগ ওঠে গত ১৫ই মার্চ রাতে হিসাব বহির্ভূত অর্থ ও সোনা নিয়ে দমদম বিমানবন্দরে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা সঙ্গে ছিলেন তার বোন।রুজিরা থাইল্যান্ডের পাসপোর্ট দেখিয়ে ভারতে আসেন।শুল্ক দফতর তাকে তল্লাসি করতে গেলে তাদেরকে বলেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। কিন্ত শুল্ক দফতর জানায় তিনি যেই হন তল্লাশি করতে হবে।এরপর পুলিশ এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে শুল্ক দফতর তার নামে থানায় এফ আই আর দায়ের করে।পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদের জন্য ভারতীয় শুল্ক আইন মোতাবেক সমন পাঠায়।কিন্ত তার বোনের বিরুদ্ধে শুল্ক দফতর কোন সমন পাঠায় নি।



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.