ETV Bharat / state

BJP-তে যোগ কংগ্রেস নেতা রাকেশ সিংয়ের - tmc, aicc

BJP-তে যোগ দিলেন কংগ্রেস নেতা রাকেশ সিং। আজ দিল্লিতে BJP-র সদর দপ্তরে কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয় বর্গীয় ও মুকুল রায়ের উপস্থিতিতে BJP-তে যোগ দেন দক্ষিণ কলকাতার কংগ্রেস নেতা রাকেশ সিং। পাশাপাশি BJP-তে যোগ দেন কংগ্রেসের প্রাক্তন কোর কমিটির সদস্য ও AICC-র সদস্য ডঃ গৌতম ঘোষ ও তৃণমূলের আইনি সেলের সদস্য দেবযানী দাশগুপ্ত।

BJP-তে যোগ কংগ্রেস নেতা রাকেশ সিংয়ের
author img

By

Published : Mar 11, 2019, 4:54 PM IST

কলকাতা ও দিল্লি, ১১ মার্চ : BJP-তে যোগ দিলেন কংগ্রেস নেতা রাকেশ সিং। আজ দিল্লিতে BJP-র সদর দপ্তরে কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয় বর্গীয় ও মুকুল রায়ের উপস্থিতিতে BJP-তে যোগ দেন দক্ষিণ কলকাতার কংগ্রেস নেতা রাকেশ সিং। পাশাপাশি BJP-তে যোগ দেন কংগ্রেসের প্রাক্তন কোর কমিটির সদস্য ও AICC-র সদস্য ডঃ গৌতম ঘোষ ও তৃণমূলের আইনি সেলের সদস্য দেবযানী দাশগুপ্ত।

BJP-তে যোগ কংগ্রেস নেতা রাকেশ সিংয়ের

মূলত আলিপুর চিড়িয়াখানা সংলগ্ন এলাকা সহ দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় রাকেশ সিং-এর ভালো প্রভাব আছে। রাকেশ সিং, অধীর চৌধুরির ঘনিষ্ঠ বলেই পরিচিত। কিন্তু অধীর চৌধুরির জায়গায় প্রদেশ সভাপতি পদে সোমেন মিত্র আসতেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় রাকেশের। সোমেন মিত্রের বিরোধী গোষ্ঠী বলেই পরিচিত ছিলেন রাকেশ সিং। তাই সোমেন মিত্র প্রদেশ সভাপতি হওয়ার পর থেকেই তিনি দলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিলেন।

সম্প্রতি দক্ষিণ কলকাতায় একটি শপিং মলে ভাঙচুরের ঘটনায় তাঁকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু এই ঘটনার পর দল তাঁর পাশে দাঁড়ায়নি। তাই দলবদলের সিদ্ধান্ত নেন। BJP-তে যোগ দেওয়ার পর রাকেশ সিং বলেন, "কংগ্রেসে আর কাজ করার পরিবেশ নেই। দম বন্ধ হয়ে আসছিল। নরেন্দ্র মোদির উন্নয়নে সামিল হতেই আমি BJP-তে যোগ দিলাম।"

কলকাতা ও দিল্লি, ১১ মার্চ : BJP-তে যোগ দিলেন কংগ্রেস নেতা রাকেশ সিং। আজ দিল্লিতে BJP-র সদর দপ্তরে কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয় বর্গীয় ও মুকুল রায়ের উপস্থিতিতে BJP-তে যোগ দেন দক্ষিণ কলকাতার কংগ্রেস নেতা রাকেশ সিং। পাশাপাশি BJP-তে যোগ দেন কংগ্রেসের প্রাক্তন কোর কমিটির সদস্য ও AICC-র সদস্য ডঃ গৌতম ঘোষ ও তৃণমূলের আইনি সেলের সদস্য দেবযানী দাশগুপ্ত।

BJP-তে যোগ কংগ্রেস নেতা রাকেশ সিংয়ের

মূলত আলিপুর চিড়িয়াখানা সংলগ্ন এলাকা সহ দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় রাকেশ সিং-এর ভালো প্রভাব আছে। রাকেশ সিং, অধীর চৌধুরির ঘনিষ্ঠ বলেই পরিচিত। কিন্তু অধীর চৌধুরির জায়গায় প্রদেশ সভাপতি পদে সোমেন মিত্র আসতেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় রাকেশের। সোমেন মিত্রের বিরোধী গোষ্ঠী বলেই পরিচিত ছিলেন রাকেশ সিং। তাই সোমেন মিত্র প্রদেশ সভাপতি হওয়ার পর থেকেই তিনি দলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিলেন।

সম্প্রতি দক্ষিণ কলকাতায় একটি শপিং মলে ভাঙচুরের ঘটনায় তাঁকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু এই ঘটনার পর দল তাঁর পাশে দাঁড়ায়নি। তাই দলবদলের সিদ্ধান্ত নেন। BJP-তে যোগ দেওয়ার পর রাকেশ সিং বলেন, "কংগ্রেসে আর কাজ করার পরিবেশ নেই। দম বন্ধ হয়ে আসছিল। নরেন্দ্র মোদির উন্নয়নে সামিল হতেই আমি BJP-তে যোগ দিলাম।"

Intro:
11-03-19


সুজয় ঘোষ, কলকাতা


কলকাতাঃ বিজেপিতে যোগদিলেন কংগ্রেস নেতা রাকেশ সিং। আজ দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দক্ষিন কলকাতার কংগ্রেস নেতা রাকেশ সিং বিজেপিতে যোগদিলেন। কংগ্রেস এর প্রক্তন কোর কমিটির সদস্য ও AICC এর সদস্য ডঃ গৌতম ঘোষ বিজেপিতে যোগ দিলেন। তৃণমূলের আইনী সেলের সদস্য দেবজানি দাসগুপ্ত আজ বিজেপিতে যোগদিলেন। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয় বর্গী ও মুকুল রায় এর উপস্থিতিতে আজ দিল্লির ৩ জনই বিজেপিতে যোগদিলেন।



মূলত আলিপুর চিড়িয়াখানা সহ দক্ষিন কলকাতার একাধিক জায়গায় রাকেশ সিং এর ভালো প্রভাব আছে । রাকেশ সিং প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর ঘনিষ্ঠ বলেই পরিচিত। কিন্তু অধীর চৌধুরি কে প্রদেশ সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পরই দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। সোমেন মিত্রের বিরোধী গোষ্ঠী বলেই পরিচিত ছিল রাকেশ সিং। তাই সোমেন মিত্র প্রদেশ সভাপতি হওয়ার পর থেকেই তিনি দলে ক্রমশ কোন ঠাসা হয়ে পড়ছিলেন। সম্প্রতি দক্ষিণ কলকাতায় একটি শপিং মলে ভাঙচুরের ঘটনায় তাকে কলকাতা পুলিশ গ্রেপ্তারও করে। কিন্তু এর ঘটনার পর দল তার পাশে দাঁড়ায় নি। এই ঘটনার পরই তার দল বদলের সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

বিজেপিতে যোগদেওয়ার পর রাকেশ সিং জানান, " কংগ্রেস আর কাজ করার পরিবেশ নেই। দম বন্ধো হয়ে আসছিলও। নরেন্দ্র মোদী দেশজুড়ে যে উন্নয়ন করেছে সেই উন্নয়নে সামিল হতেই আমি বিজেপিতে যোগদিলেন"

Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.