কলকাতা ও দিল্লি, ১১ মার্চ : BJP-তে যোগ দিলেন কংগ্রেস নেতা রাকেশ সিং। আজ দিল্লিতে BJP-র সদর দপ্তরে কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয় বর্গীয় ও মুকুল রায়ের উপস্থিতিতে BJP-তে যোগ দেন দক্ষিণ কলকাতার কংগ্রেস নেতা রাকেশ সিং। পাশাপাশি BJP-তে যোগ দেন কংগ্রেসের প্রাক্তন কোর কমিটির সদস্য ও AICC-র সদস্য ডঃ গৌতম ঘোষ ও তৃণমূলের আইনি সেলের সদস্য দেবযানী দাশগুপ্ত।
মূলত আলিপুর চিড়িয়াখানা সংলগ্ন এলাকা সহ দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় রাকেশ সিং-এর ভালো প্রভাব আছে। রাকেশ সিং, অধীর চৌধুরির ঘনিষ্ঠ বলেই পরিচিত। কিন্তু অধীর চৌধুরির জায়গায় প্রদেশ সভাপতি পদে সোমেন মিত্র আসতেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় রাকেশের। সোমেন মিত্রের বিরোধী গোষ্ঠী বলেই পরিচিত ছিলেন রাকেশ সিং। তাই সোমেন মিত্র প্রদেশ সভাপতি হওয়ার পর থেকেই তিনি দলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিলেন।
সম্প্রতি দক্ষিণ কলকাতায় একটি শপিং মলে ভাঙচুরের ঘটনায় তাঁকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু এই ঘটনার পর দল তাঁর পাশে দাঁড়ায়নি। তাই দলবদলের সিদ্ধান্ত নেন। BJP-তে যোগ দেওয়ার পর রাকেশ সিং বলেন, "কংগ্রেসে আর কাজ করার পরিবেশ নেই। দম বন্ধ হয়ে আসছিল। নরেন্দ্র মোদির উন্নয়নে সামিল হতেই আমি BJP-তে যোগ দিলাম।"