ETV Bharat / state

দিনের শেষে "শান্তির ভোটে" শিলমোহর কমিশনের

author img

By

Published : May 20, 2019, 3:32 AM IST

Updated : May 20, 2019, 8:11 AM IST

গতকাল ভোট শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ় আফতাব । সেখানে তিনি সাংবাদিকদের বলেন, "বড় কোনও ঘটনা ঘটেনি ।"

সাংবাদিক বৈঠকে আরিজ় আফতাব

কলকাতা, 20 মে : রাজ্যে সপ্তম তথা শেষ দফার লোকসভা ভোট এবং তিনটি বিধানসভা উপনির্বাচন মোটের উপর শান্তিতেই হয়েছে বলে দাবি করল নির্বাচন কমিশন । গতকাল ভোট শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ় আফতাব । সেখানে তিনি সাংবাদিকদের বলেন, "বড় কোনও ঘটনা ঘটেনি ।"

উল্লেখ্য, সপ্তম দফার লোকসভা ভোট ও বিধানসভা উপনির্বাচনের আগে রাজ্যে নজিরবিহীন অশান্তি শুরু হয় । কলকাতায় কলেজ স্ট্রিট এলাকায় অমিত শাহর রোড শো ঘিরে ধুন্ধুমার বাধে । BJP ও তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয় । ইট বৃষ্টি, বাইক পোড়ানোর পাশাপাশি বিদ্যাসাগর কলেজে ঢুকে দুষ্কৃতীরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে । ভোটের আগের দিন শনিবার রাতে ভাটপাড়ায় তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় । বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে । পুড়িয়ে দেওয়া হয় দু’টি গাড়ি।

শুনুন বক্তব্য

রবিবার ভোটের দিনও সকাল থেকে বিভিন্ন জায়গায় গোলমালের খবর পাওয়া যাচ্ছিল । কাঁকিনাড়ায় ও মথুরাপুরের রায়দিঘিতে বোমাবাজি হয় । কাঁকিনাড়ায় মদন মিত্র ও দেগঙ্গায় কাকলি ঘোষ দস্তিদার কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন । ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী নীলাঞ্জন রায়ের গাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । এছাড়া একাধিক জায়গায় BJP-র ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার ও বিরোধী দলের এজেন্টদের মারধরের অভিযোগ ওঠে শাসকদলের কর্মীদের বিরুদ্ধে । এছাড়া ইসলামপুর বিধানসভা কেন্দ্রে ভোটের খবর করতে গিয়ে দু্ষ্কৃতীদের হাতে মার খেয়ে গুরুতর জখম হয়েছেন এক সাংবাদিক ।

কিন্তু দিনের শেষে নির্বাচন কমিশনের দাবি, রাজ্যে ভোট মোটের উপর শান্তিতেই হয়েছে । আরিজ় আফতাব বলেন, "দুটো গাড়িতে ভাঙচুর হয়েছে । এর মধ্যে একটি প্রার্থীর নিজের গাড়ি, অন্যটি প্রার্থীর কনভয়ে থাকে একটি গাড়ি । বিক্ষিপ্ত অশান্তি দু-একটা জায়গায় হয়েছে। তবে বড় কোনও ঘটনা ঘটেনি । "

কলকাতা, 20 মে : রাজ্যে সপ্তম তথা শেষ দফার লোকসভা ভোট এবং তিনটি বিধানসভা উপনির্বাচন মোটের উপর শান্তিতেই হয়েছে বলে দাবি করল নির্বাচন কমিশন । গতকাল ভোট শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ় আফতাব । সেখানে তিনি সাংবাদিকদের বলেন, "বড় কোনও ঘটনা ঘটেনি ।"

উল্লেখ্য, সপ্তম দফার লোকসভা ভোট ও বিধানসভা উপনির্বাচনের আগে রাজ্যে নজিরবিহীন অশান্তি শুরু হয় । কলকাতায় কলেজ স্ট্রিট এলাকায় অমিত শাহর রোড শো ঘিরে ধুন্ধুমার বাধে । BJP ও তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয় । ইট বৃষ্টি, বাইক পোড়ানোর পাশাপাশি বিদ্যাসাগর কলেজে ঢুকে দুষ্কৃতীরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে । ভোটের আগের দিন শনিবার রাতে ভাটপাড়ায় তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় । বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে । পুড়িয়ে দেওয়া হয় দু’টি গাড়ি।

শুনুন বক্তব্য

রবিবার ভোটের দিনও সকাল থেকে বিভিন্ন জায়গায় গোলমালের খবর পাওয়া যাচ্ছিল । কাঁকিনাড়ায় ও মথুরাপুরের রায়দিঘিতে বোমাবাজি হয় । কাঁকিনাড়ায় মদন মিত্র ও দেগঙ্গায় কাকলি ঘোষ দস্তিদার কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন । ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী নীলাঞ্জন রায়ের গাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । এছাড়া একাধিক জায়গায় BJP-র ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার ও বিরোধী দলের এজেন্টদের মারধরের অভিযোগ ওঠে শাসকদলের কর্মীদের বিরুদ্ধে । এছাড়া ইসলামপুর বিধানসভা কেন্দ্রে ভোটের খবর করতে গিয়ে দু্ষ্কৃতীদের হাতে মার খেয়ে গুরুতর জখম হয়েছেন এক সাংবাদিক ।

কিন্তু দিনের শেষে নির্বাচন কমিশনের দাবি, রাজ্যে ভোট মোটের উপর শান্তিতেই হয়েছে । আরিজ় আফতাব বলেন, "দুটো গাড়িতে ভাঙচুর হয়েছে । এর মধ্যে একটি প্রার্থীর নিজের গাড়ি, অন্যটি প্রার্থীর কনভয়ে থাকে একটি গাড়ি । বিক্ষিপ্ত অশান্তি দু-একটা জায়গায় হয়েছে। তবে বড় কোনও ঘটনা ঘটেনি । "

Last Updated : May 20, 2019, 8:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.