কলকাতা, 19 জুলাই : অ্যামেরিকার পর এবার কবি মন্দাক্রান্তা সেনের ভিসার আবেদন বাতিল করল কানাডার দূতাবাস । ঘটনায় বেশ ক্ষুব্ধ কবি মন্দাক্রান্তা সেন । তিনি জানান, ভিসা বাতিলের পিছনে আছে সরকার ও আন্তর্জাতিক চক্রান্ত । মন্দাক্রান্তা বলেন, "আগামী মাসে কানাডার টরেন্টোতে যাওয়ার কথা ছিল আমার । তবে সেই ভিসার আবেদন বাতিল করে দেওয়া হয়েছে । কানাডার দূতাবাস থেকে অজুহাত দেখানো হয়েছে, একবার আমি কানাডায় গেলে ওই দেশে থেকে যাওয়ার সম্ভাবনা বেশি । কিন্তু এদিকে, অন্যেরা একই চিঠি দেখিয়ে ভিসা পেয়ে গেল । মনে হয়, আমার কাজকর্ম, মতাদর্শ ও লড়াইয়ের জন্যই বারবার ভিসা বাতিল হচ্ছে ।"
তিনি আরও বলেন, "এভাবে আমার অন্য দেশে যাওয়া আটকানো সম্ভব । কিন্তু কোনও ভাবে আমার লড়াই, কলম আটকানো যাবে না । মতাদর্শের পরিবর্তন করা যাবে না ।" পাশাপাশি তাঁর বক্তব্য, "মানুষের পাশে থাকি । মানুষের হয়ে কাজ করি । এই কারণে যদি আমার ভিসা বাতিল করা হয়, তাহলে আফসোস নেই । অ্যামেরিকা বা কানাডা যাওয়ার থেকে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সুখ-দুঃখের ও লড়াইয়ের কথা লিখে যাওয়াই আমার উদ্দেশ্য । এর জন্য যদি আমাকে মাশুল দিতে হয়, তা দিতে প্রস্তুত ।"
প্রসঙ্গত, চলতি মাসের চার তারিখে অ্যামেরিকায় অনুষ্ঠিত বিশ্ব বঙ্গ সম্মেলনে যাওয়ার কথা ছিল কবি মন্দাক্রান্তা সেনের । হতাশ কবি জানান, তিনি একজন কবি ও সাহিত্যিক হিসেবে ভিসার জন্য আবেদন করেছিলেন । ভিসা পাওয়ার আগে যথারীতি সংশ্লিষ্ট দেশের দূতাবাসে তাঁর ইন্টারভিউ হয়েছিল । কিন্তু সেখানে আমন্ত্রণপত্র দেখে বলা হয় সেটি ভিসা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট নয় । এ ছাড়া সংশ্লিষ্ট দূতাবাস থেকে কোনও সন্তোষজনক উত্তর দেওয়া হয়নি বলেও তাঁর অভিযোগ ।