ETV Bharat / state

18 জুলাই রাজ্যজুড়ে BDO অফিস ঘেরাওয়ের ডাক BJP-র - kolkata

18 জুলাই রাজ্যজুড়ে BDO অফিস ঘেরাওয়ের ডাক দিল BJP । কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে ঠিকভাবে পৌঁছে দেওয়ার দাবি তুলেছে তারা।

BJP-র BDO অফিস ঘেরাও কর্মসূচি
author img

By

Published : Jul 13, 2019, 2:47 AM IST

Updated : Jul 13, 2019, 3:05 PM IST

কলকাতা, 13 জুলাই : কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দাবি ও দলের কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ। 18 জুলাই রাজ্যজুড়ে BDO অফিস ঘেরাওয়ের ডাক দিল BJP ।

রাজ্যের 341টি ব্লকেই BDO অফিস ঘেরাও করা হবে । গতকাল সাংবাদিক বৈঠকে একথা জানান দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ।

তাদের বক্তব্য, প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা বাড়ি পেয়েছে তাদের নাম স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করতে হবে BDO অফিসকে । যারা শৌচালয় পেয়েছে তাদের নামও প্রকাশ করতে হবে । কাটমানি যারা খেয়েছে তাদের নামও প্রকাশ্যে আনা হোক । কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে । সায়ন্তনবাবুর অভিযোগ, BJP-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে । তৃণমূলের কর্মীদের দিয়ে তাদের মারধর করা হচ্ছে । হামলা চালানো হচ্ছে দলীয় কর্মী-সমর্থকদের বাড়িতেও । এরই প্রতিবাদে BDO অফিস ঘেরাও কর্মসূচি বলে জানিয়েছেন তিনি।

দেখুন কী বললেন সায়ন্তন বসু

কলকাতা, 13 জুলাই : কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দাবি ও দলের কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ। 18 জুলাই রাজ্যজুড়ে BDO অফিস ঘেরাওয়ের ডাক দিল BJP ।

রাজ্যের 341টি ব্লকেই BDO অফিস ঘেরাও করা হবে । গতকাল সাংবাদিক বৈঠকে একথা জানান দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ।

তাদের বক্তব্য, প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা বাড়ি পেয়েছে তাদের নাম স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করতে হবে BDO অফিসকে । যারা শৌচালয় পেয়েছে তাদের নামও প্রকাশ করতে হবে । কাটমানি যারা খেয়েছে তাদের নামও প্রকাশ্যে আনা হোক । কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে । সায়ন্তনবাবুর অভিযোগ, BJP-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে । তৃণমূলের কর্মীদের দিয়ে তাদের মারধর করা হচ্ছে । হামলা চালানো হচ্ছে দলীয় কর্মী-সমর্থকদের বাড়িতেও । এরই প্রতিবাদে BDO অফিস ঘেরাও কর্মসূচি বলে জানিয়েছেন তিনি।

দেখুন কী বললেন সায়ন্তন বসু
Intro:12-07-19


সুজয় ঘোষ, কলকাতা


কলকাতা: আগামী ১৮ জুলাই রাজ্যজুড়ে বিডিও অফিস ঘেরাও অভিযানে ডাক রাজ্য বিজেপি। রাজ্যের ২৪১ টি ব্লকেই বিডিও অফিস ঘেরাও কর্মসূচির করা হবে। রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে এই কথা জানান বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।


মূলত, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দূরনীতি সহ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষ না পাওয়ার প্রতিবাদেই রাজ্য জুড়ে বিডিও অফিস ঘেরাও এর ডাক বিজেপি।


আজ রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, " আগামী 18 জুলাই প্রত্যেকটি জেলায় ঘেরাও করা হবে বিডিও অফিস। দাবি তোলা হবে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌচ্ছে দিতে হবে।


এদিন তিনি দাবি করেন যে সমস্ত সাধারণ মানুষ আবাস যোজনার মত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়েছেন তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। পাশাপাশি বিরোধী দলের ওপর সন্ত্রাস চালাচ্ছে রাজ্যের শাসক দল। এধরনের একাধিক ইস্যুকে কেন্দ্র করে চলতি মাসের 18 তারিখ রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিল রাজ্য বিজেপি।
Body:কপিConclusion:
Last Updated : Jul 13, 2019, 3:05 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.