কলকাতা, 3 এপ্রিল : ব্রিগেডে আসার পথে সানস্ট্রোক হয়ে মৃত্যু হল এক BJP সমর্থকের। নাম সুজিত ঘোষ (50)। বাড়ি হুগলির মগরা থানার সোনাটিকরি গ্রামের।
আজ দুপুর তিনটে থেকে ব্রিগেডে জনসভা করবেন নরেন্দ্র মোদি। সেজন্য ভোরে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুজিতবাবু। হাওড়া স্টেশনে নেমে বাবুঘাটগামীলঞ্চে ওঠেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। লঞ্চের যাত্রী ও হাওড়া পুলিশ তাঁকে তড়িঘড়ি হাওড়া স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।