কলকাতা, 16 জুলাই : রাজ্য়ে বিধানসভা নির্বাচন এগিয়ে আনতে পারেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ মনে করছেন রাজ্য় BJP-র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার । বলেন, "1991 সালে জ্যোতি বসু যেভাবে বিধানসভা নির্বাচন 1 বছর এগিয়ে এনেছিলেন, আমাদের মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই একই কাজ করতে পারেন । মুখ্যমন্ত্রী 2021 সাল পর্যন্ত অপেক্ষা করলে তাঁর পাটি আরও ভেঙে যাবে । সামলাতে পারবেন না ৷" নির্বাচন এগিয়ে এলে BJP প্রস্তুত বলেও জানান তিনি ৷
তিনি আরও বলেন, "2019-এর ফল দেখে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন । লোকসভা নির্বাচনে 18-র ধাক্কা খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিশেহারা । কখনও কংগ্রেস ও কখনও CPI(M)-এর সঙ্গে জোট বাঁধার চেষ্টা করছেন । কখনও প্রশান্ত কিশোরকে নিয়ে এসে বাংলার রাজনীতিতে দিশা খোঁজার চেষ্টা করছেন ৷"
জয়প্রকাশবাবুর বক্তব্য, যত দিন যাবে তত কাটমানি ইশু ও দুর্নীতির প্রশ্ন তাঁর বিরুদ্ধে বড় আকার ধারণ করবে । সেই সুযোগ BJP-কে দিতে চাইছেন না বলেই বিধানসভা নির্বাচন এগিয়ে আনতে পারেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ।