ETV Bharat / state

"জ্যোতি বসুর মতো বিধানসভা ভোট এগিয়ে আনতে পারেন মমতা" - cpim

রাজ্য় BJP-র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার মনে করছেন রাজ্য়ে বিধানসভা ভোট এগিয়ে আনতে পারেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷

বিধানসভা ভোট
author img

By

Published : Jul 16, 2019, 2:56 AM IST

Updated : Jul 16, 2019, 8:02 AM IST

কলকাতা, 16 জুলাই : রাজ্য়ে বিধানসভা নির্বাচন এগিয়ে আনতে পারেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ মনে করছেন রাজ্য় BJP-র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার । বলেন, "1991 সালে জ্যোতি বসু যেভাবে বিধানসভা নির্বাচন 1 বছর এগিয়ে এনেছিলেন, আমাদের মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই একই কাজ করতে পারেন । মুখ্যমন্ত্রী 2021 সাল পর্যন্ত অপেক্ষা করলে তাঁর পাটি আরও ভেঙে যাবে । সামলাতে পারবেন না ৷" নির্বাচন এগিয়ে এলে BJP প্রস্তুত বলেও জানান তিনি ৷

s

তিনি আরও বলেন, "2019-এর ফল দেখে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন । লোকসভা নির্বাচনে 18-র ধাক্কা খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিশেহারা । কখনও কংগ্রেস ও কখনও CPI(M)-এর সঙ্গে জোট বাঁধার চেষ্টা করছেন । কখনও প্রশান্ত কিশোরকে নিয়ে এসে বাংলার রাজনীতিতে দিশা খোঁজার চেষ্টা করছেন ৷"

জয়প্রকাশবাবুর বক্তব্য, যত দিন যাবে তত কাটমানি ইশু ও দুর্নীতির প্রশ্ন তাঁর বিরুদ্ধে বড় আকার ধারণ করবে । সেই সুযোগ BJP-কে দিতে চাইছেন না বলেই বিধানসভা নির্বাচন এগিয়ে আনতে পারেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ।

কলকাতা, 16 জুলাই : রাজ্য়ে বিধানসভা নির্বাচন এগিয়ে আনতে পারেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ মনে করছেন রাজ্য় BJP-র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার । বলেন, "1991 সালে জ্যোতি বসু যেভাবে বিধানসভা নির্বাচন 1 বছর এগিয়ে এনেছিলেন, আমাদের মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই একই কাজ করতে পারেন । মুখ্যমন্ত্রী 2021 সাল পর্যন্ত অপেক্ষা করলে তাঁর পাটি আরও ভেঙে যাবে । সামলাতে পারবেন না ৷" নির্বাচন এগিয়ে এলে BJP প্রস্তুত বলেও জানান তিনি ৷

s

তিনি আরও বলেন, "2019-এর ফল দেখে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন । লোকসভা নির্বাচনে 18-র ধাক্কা খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিশেহারা । কখনও কংগ্রেস ও কখনও CPI(M)-এর সঙ্গে জোট বাঁধার চেষ্টা করছেন । কখনও প্রশান্ত কিশোরকে নিয়ে এসে বাংলার রাজনীতিতে দিশা খোঁজার চেষ্টা করছেন ৷"

জয়প্রকাশবাবুর বক্তব্য, যত দিন যাবে তত কাটমানি ইশু ও দুর্নীতির প্রশ্ন তাঁর বিরুদ্ধে বড় আকার ধারণ করবে । সেই সুযোগ BJP-কে দিতে চাইছেন না বলেই বিধানসভা নির্বাচন এগিয়ে আনতে পারেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ।

Intro:
( বাইট RAP তে অনেক আগেই পাঠানো আছে)..


15-07-19

সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: "গ্রাম- বাংলায় তৃণমূলের মধ্যে ফাটল দেখা দিচ্ছে। তার নাম কাটমানি বা তোলাবাজি। তাই ২০২১ সালে এর আগেই বিধানসভা ভোট এগিয়ে আনছেন । সেই সম্ভবনা প্রবল। তাই আমরা বিধানসভা নির্বাচণের জন্য প্রস্তুত আছি। যে কোনও সময় নির্বাচণ হতে পারে" আজ রাজ্য দপ্তরে বসে এমই আশঙ্কা করলেন বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।


"১৯৯১ সালে জ্যোতি বসু বিধানসভা নির্বাচণ ১ বছর এগিয়ে নিয়ে এসেছিলেন। সময়টা ছিলও ১৯৯২ সাল পর্যন্ত। সেই তিনি নানা রাজনৈতিক কারণ দেখে তিনি নিজের এই নির্বাচণ টা এগিয়ে নিয়ে এসেছিলেন। নির্বাচণ কমিশন ও রাষ্ট্রপতিকে বলেছিলাম আমি বিধানসভা ভেঙে দিলাম। আমাদের মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এর সেই সম্ভবনাটা আছে। মুখ্যমন্ত্রী ২০২১ সাল পর্যন্ত অপেক্ষা করলে আরও তার পাটি ভেঙে যাবে। সামলাতে পারবেন না" বলে জানায় জয়প্রকাশ মজুমদার

তিনি বলেন, ২০১৯ এর ফল দেখে মুখ্যমন্ত্রী ভিত।
লোকসভা নির্বাচণের ১৮ এর গুতো খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেশে হারা। কখনও কংগ্রেস ও সিপিএম এর সঙ্গে জোট বাধার চেষ্টা করছেন। কখন প্রশান্ত কিশোর কে নিয়ে এসে বাংলার রাজনীতি দীশা খোজার চেষ্টা করছেন"




মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই পথ নিতে পারেন। বিজেপির দাবী, যত দিন যাবে ততো কাঠমানি ইশু ও দূরনীতি প্রশ্ন তার বিরুদ্ধে বড় আকার ধারণ করবে। সেই সুযোগ তিনি বিজেপিকে যিতে চাইছেন না।



মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ভোট এগিয়ে নিয়ে আসবে। এমই আশঙ্কা রাজ্য বিজেপির। তাই এমন পরিস্থিতিতে বিধানসভা ভোট হলে তার মোকাবিলা করার প্রস্তুতি নিয়ে বিজেপি।



তার সঙ্গে রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানান, " যে ভাবে বিজেপিতে আসা তৃণমূল থেকে আসা কাউন্সির ও জেলা পরিষদের সদস্যদের তৃণমূল ফিরিয়ে নিয়ে যাওয়া হল, এর পাল্টা বিজেপি সাংসদ ও বিধায়কদের বিজেপিতে নিয়ে আসার চেষ্টা করবেন"




Body:কপিConclusion:
Last Updated : Jul 16, 2019, 8:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.