ETV Bharat / state

বাইকে চড়ে মহিলাদের শ্লীলতাহানির শখ ! ধরিয়ে দিল জলের জার

ফাঁকা রাস্তাতে যুবতীদের দেখলেই শ্লীলতাহানির করত এক বাইক আরোহী । মাসতিনেক ধরে এরকম একাধিক অভিযোগ আসছিল । অবশেষে সেই বাইকবাজকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 9, 2019, 3:06 AM IST

কলকাতা, 9 জুলাই: টার্গেট ছিল কিশোরী কিংবা তন্বী যুবতী । একটু ভালো জামাকাপড় পরে রাস্তায় বেরোলেই বাইকবাজের কুনজরে পড়ত তারা । অভিজাত লেক থানা এলাকার একটু ফাঁকা রাস্তায় যুবতীদের দেখলেই চলছিল শ্লীলতাহানি। কেউ কেউ সহ্য করেছেন মুখ বুজে । অনেকেই করেননি । সোজা হাজির হয়েছেন লেক থানায়। দায়ের করেছেন অভিযোগ । সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে পাকড়াও করতে পুলিশের সহায় হল জলের জার। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম বিকাশ কুমার গুপ্ত ।

লেক থানা সূত্রে জানা গেছে, শ্লীলতাহানির প্রথম অভিযোগ দায়ের হয় 2 এপ্রিল । ফের বাইকবাজের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয় 20 মে । শেষ অভিযোগ 20 জুন । মাঝের সময়টায় অনেক যুবতী লেক থানায় গিয়ে মৌখিক অভিযোগ জানিয়েছেন । যদিও বিভিন্ন কারণে তাঁরা মামলা দায়ের করতে রাজি হননি । একের পর এক অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসে কলকাতা পুলিশ । শুরু হয় জোরকদমে তদন্ত । যেসব এলাকায় শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সেখানকার CCTV ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা । দেখা যায়, প্রতিটি ঘটনাতেই বিশেষ একটি বাইককে আশপাশে দেখা গেছে । এক তদন্তকারী জানাচ্ছেন, ভালো করে খতিয়ে দেখার পর দেখা যায় বিশেষ সেই বাইকের পেছনে বাঁধা আছে কুড়ি লিটারের জলের জার ।

এরপরেই তদন্তকারীদের বুঝে নিতে অসুবিধা হয়নি যে, অভিযুক্ত যুবক বাড়ি বাড়ি জল সরবরাহ করে । এবার শুরু হয় তালিকা তৈরির কাজ । তালিকাটা লেক থানা এলাকায় পরিস্রুত পানীয় জল সরবরাহকারীদের । তারপরেই চিহ্নিত করা হয় অভিযুক্তকে। তার নাম বিকাশ । বিকাশ থাকে লেক সুপার মার্কেট এলাকায় । সেখানে তার বাবার একটি মুদির দোকান আছে । বিকাশ বাড়ি বাড়ি জল সরবরাহের কাজ করে । গতরাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে লেক থানা । পুলিশ সূত্রে খবর, আজ তাকে আদালতে তোলা হলে বিচারক 15 তারিখ পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন । লালবাজার সূত্রের খবর, এর মাঝেই হবে অভিযুক্তের TI প্যারেড । সেখানে ডাকা হবে অভিযোগকারীদের । তাদের দিয়েই করা হবে বিকাশকে শনাক্ত ।

কলকাতা, 9 জুলাই: টার্গেট ছিল কিশোরী কিংবা তন্বী যুবতী । একটু ভালো জামাকাপড় পরে রাস্তায় বেরোলেই বাইকবাজের কুনজরে পড়ত তারা । অভিজাত লেক থানা এলাকার একটু ফাঁকা রাস্তায় যুবতীদের দেখলেই চলছিল শ্লীলতাহানি। কেউ কেউ সহ্য করেছেন মুখ বুজে । অনেকেই করেননি । সোজা হাজির হয়েছেন লেক থানায়। দায়ের করেছেন অভিযোগ । সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে পাকড়াও করতে পুলিশের সহায় হল জলের জার। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম বিকাশ কুমার গুপ্ত ।

লেক থানা সূত্রে জানা গেছে, শ্লীলতাহানির প্রথম অভিযোগ দায়ের হয় 2 এপ্রিল । ফের বাইকবাজের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয় 20 মে । শেষ অভিযোগ 20 জুন । মাঝের সময়টায় অনেক যুবতী লেক থানায় গিয়ে মৌখিক অভিযোগ জানিয়েছেন । যদিও বিভিন্ন কারণে তাঁরা মামলা দায়ের করতে রাজি হননি । একের পর এক অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসে কলকাতা পুলিশ । শুরু হয় জোরকদমে তদন্ত । যেসব এলাকায় শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সেখানকার CCTV ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা । দেখা যায়, প্রতিটি ঘটনাতেই বিশেষ একটি বাইককে আশপাশে দেখা গেছে । এক তদন্তকারী জানাচ্ছেন, ভালো করে খতিয়ে দেখার পর দেখা যায় বিশেষ সেই বাইকের পেছনে বাঁধা আছে কুড়ি লিটারের জলের জার ।

এরপরেই তদন্তকারীদের বুঝে নিতে অসুবিধা হয়নি যে, অভিযুক্ত যুবক বাড়ি বাড়ি জল সরবরাহ করে । এবার শুরু হয় তালিকা তৈরির কাজ । তালিকাটা লেক থানা এলাকায় পরিস্রুত পানীয় জল সরবরাহকারীদের । তারপরেই চিহ্নিত করা হয় অভিযুক্তকে। তার নাম বিকাশ । বিকাশ থাকে লেক সুপার মার্কেট এলাকায় । সেখানে তার বাবার একটি মুদির দোকান আছে । বিকাশ বাড়ি বাড়ি জল সরবরাহের কাজ করে । গতরাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে লেক থানা । পুলিশ সূত্রে খবর, আজ তাকে আদালতে তোলা হলে বিচারক 15 তারিখ পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন । লালবাজার সূত্রের খবর, এর মাঝেই হবে অভিযুক্তের TI প্যারেড । সেখানে ডাকা হবে অভিযোগকারীদের । তাদের দিয়েই করা হবে বিকাশকে শনাক্ত ।

Intro:কলকাতা, 8 জুলাই: টার্গেট ছিল কিশোরী কিংবা তন্বী যুবতী। একটু ভালো জামা কাপড় পড়ে রাস্তায় বেরোলেই বাইক বাজের কুনজরে পড়ছিল তারা। অভিজাত লেক থানা এলাকার একটু ফাঁকা রাস্তায় যুবতীদের দেখলেই চলছিল শ্লীলতাহানি। কেউ কেউ সহ্য করেছেন মুখ বুজে। অনেকেই করেননি। সোজা হাজির হয়েছেন লেক থানায়। দায়ের করেছেন অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে পাকড়াও করতে পুলিশের সহায় হলো জলের জার। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম বিকাশ কুমার গুপ্ত।
Body:লেক থানা সূত্রে জানা গেছে, শ্লীলতাহানীর প্রথম অভিযোগ দায়ের হয় 2 এপ্রিল। ফের একই কায়দায় বাইকবাজের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ দায়ের হয় ২০ মে। শেষ অভিযোগ কুড়ি জুন। মাঝির সময় চাই অনেক যুবতী লেক থানায় এসে মৌখিক অভিযোগ জানিয়েছেন। বিভিন্ন কারণে তারা মামলা দায়ের করতে রাজি হননি। একের পর এক কিশোরী কিংবা যুবতীর অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। শুরু হয় জোরকদমে তদন্ত। যেসব এলাকায় শ্রীলতাহানি অভিযোগ উঠেছে সেখানকার সিসিটিভি ফুটেজ খঁটিয়ে খতিয়ে দেখে তদন্তকারীরা। দেখা যায়, প্রতিটি ঘটনার ক্ষেত্রে একটি বাইককে আশেপাশে এলাকায় দেখা গেছে। এক তদন্তকারী জানাচ্ছেন, খুব ভালো করে খতিয়ে দেখার পর আবিষ্কার করা হয় একটা কমন ফ্যাক্টর। ওই বাইকের পেছনে বাঁধা আছে কুড়ি লিটার জলের জার।
Conclusion:তদন্তকারীদের বুঝে নিতে অসুবিধা হয়নি ওই যুবক বাড়ি বাড়ি জল সরবরাহ করে। এবার শুরু হয় তালিকা তৈরি। তালিকাটা লেক থানা এলাকার পরিশ্রুত পানীয় জল সরবরাহকারীদের। তারপরেই চিহ্নিত করা হয় অভিযুক্তকে। জানা যায়, অভিযুক্ত থাকেন লেক সুপার মার্কেট এলাকায়। সেখানে তার বাবার একটি মুদি দোকান আছে। আর বিকাশ নিজে বাড়ি বাড়ি জল সরবরাহের কাজ করে। গতরাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে লেক থানা। পুলিশ সূত্রে খবর, আজ তাকে আদালতে তোলা হলে বিচারক 15 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। লালবাজার সূত্রের খবর, এর মাঝেই হবে অভিযুক্তের টি আই প্যারেড। সেখানে ডাকা হবে অভিযোগকারীদের। তাদের দিয়েই করা হবে বিকাশকে শনাক্ত।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.