ETV Bharat / state

নির্বাচনের ফল প্রকাশের পর একের পর এক প্রশাসনিক সংস্কার - adg

এতদিন পর্যন্ত বিশাল গর্গ ছিলেন হাওড়ার পুলিশ কমিশনার । এখন তাঁকে দেওয়া হল IG প্রেসিডেন্সি রেঞ্জের দায়িত্ব । ভারতলাল মিনাকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট থেকে সরিয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের দায়িত্ব দেওয়া হয় ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 28, 2019, 9:09 PM IST

Updated : May 28, 2019, 10:07 PM IST

কলকাতা, 28 মে : নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই চলছে একের পর এক প্রশাসনিক রদবদল । গতকালই বদল করা হয় ADG (আইনশৃঙ্খলা) । এবার বদল করা হল পুলিশ কমিশনার থেকে IG পদমর্যাদার অফিসার পর্যন্ত ।

এতদিন পর্যন্ত বিশাল গর্গ ছিলেন হাওড়ার পুলিশ কমিশনার । এখন তাঁকে দেওয়া হল IG প্রেসিডেন্সি রেঞ্জের দায়িত্ব । ভারতলাল মিনাকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট থেকে সরিয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের দায়িত্ব দেওয়া হয় । গতকাল ঘোষণা করা হয়েছিল নিশাত পারভেজ় পাবেন এই দায়িত্ব কিন্তু আজ পরিবর্তন করা হল সেই সিদ্ধান্ত । নিশাত পারভেজ় DIG, CID (অপারেশন) হিসেবেই থেকে যাচ্ছেন ।

প্রসঙ্গত, গতকাল বিধাননগরের পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংকে রাজ্যের ADG (আইনশৃঙ্খলা)-র দায়িত্ব দেওয়া হয়েছে । এরপর আজ হাওড়া রুরাল ও হুগলি রুরাল সহ একগুচ্ছ পুলিশ সুপারকেও বদল করা হয়েছে । বদল করা হয়েছে DC STF মুরলীধর শর্মাকেও । তিনি জয়েন্ট CP ট্রাফিকের দায়িত্ব পেয়েছেন ।

changed police officers in west bengal, nabanna
পুলিশের রদবদলের তালিকা
changed police officers in west bengal, nabanna
পুলিশের রদবদলের তালিকা
changed police officers in west bengal, nabanna
পুলিশের রদবদলের তালিকা

কলকাতা, 28 মে : নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই চলছে একের পর এক প্রশাসনিক রদবদল । গতকালই বদল করা হয় ADG (আইনশৃঙ্খলা) । এবার বদল করা হল পুলিশ কমিশনার থেকে IG পদমর্যাদার অফিসার পর্যন্ত ।

এতদিন পর্যন্ত বিশাল গর্গ ছিলেন হাওড়ার পুলিশ কমিশনার । এখন তাঁকে দেওয়া হল IG প্রেসিডেন্সি রেঞ্জের দায়িত্ব । ভারতলাল মিনাকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট থেকে সরিয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের দায়িত্ব দেওয়া হয় । গতকাল ঘোষণা করা হয়েছিল নিশাত পারভেজ় পাবেন এই দায়িত্ব কিন্তু আজ পরিবর্তন করা হল সেই সিদ্ধান্ত । নিশাত পারভেজ় DIG, CID (অপারেশন) হিসেবেই থেকে যাচ্ছেন ।

প্রসঙ্গত, গতকাল বিধাননগরের পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংকে রাজ্যের ADG (আইনশৃঙ্খলা)-র দায়িত্ব দেওয়া হয়েছে । এরপর আজ হাওড়া রুরাল ও হুগলি রুরাল সহ একগুচ্ছ পুলিশ সুপারকেও বদল করা হয়েছে । বদল করা হয়েছে DC STF মুরলীধর শর্মাকেও । তিনি জয়েন্ট CP ট্রাফিকের দায়িত্ব পেয়েছেন ।

changed police officers in west bengal, nabanna
পুলিশের রদবদলের তালিকা
changed police officers in west bengal, nabanna
পুলিশের রদবদলের তালিকা
changed police officers in west bengal, nabanna
পুলিশের রদবদলের তালিকা
Intro:কলকাতা, ২৮ মে: "সাংবিধানিক সৌজন্যের মধ্যে পড়ে। তাই প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার চেষ্টা করছি ।" নবান্ন থেকে আজ বেরনোর সময় সাংবাদিকদের এই কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, 30 মে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন নরেন্দ্র মোদি ।Body:2014 সালে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যাননি মমতা । তবে এবার যেতে পারেন বলে জানালেন তিনি । সাংবাদিকদের বলেন, "আমার কাছে আমন্ত্রণপত্র এসেছে। আজকেই পাঠিয়েছে। কয়েকজনের সঙ্গে কথা বলে নিয়েছি। সবাই মিলে ঠিক করেছি, শপথগ্রহণ অনুষ্ঠানে আমরা চেষ্টা করব থাকার।"

প্রসঙ্গত, এর আগে যোজনা কমিশনের বদলে NDA সরকার যখন নীতি আয়োগ তৈরি করে, তখন তাদের বৈঠকগুলি বারবার এড়িয়ে গেছেন মুখ্যমন্ত্রী । রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ এড়াতেই বারবার বৈঠক এড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । যা নিয়ে BJP-র অভিযোগ, মোদি সরকার সম্পর্কে মমতার এই অনমনীয় মনোভাব রাজ্যের উন্নয়নেই বাধা হয়ে দাঁড়িয়েছে ।
Conclusion:তবে সাংবিধানিক সৌজন্যতা বজায় রাখতে মুখ্যমন্ত্রী হিসেবে মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন জানিয়ে সবাইকে অবাক করেছেন মমতা । কারণ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের প্রচারে মোদি-শাহ সহ গোটা BJP-কেই তুলোধনা করেছিলেন তৃণমূলনেত্রী ও তাঁর দলের নেতারা । দিল্লি থেকে মোদি সরকারকে হটাতে বিরোধীদলগুলিকে নিয়ে জোট গঠনের চেষ্টাও করেছিলেন তিনি ।

Last Updated : May 28, 2019, 10:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.