ETV Bharat / state

যাঁরা কাটমানি নিয়েছেন তাঁদের "অ্যান্টি-কাট" করা হবে : কৈলাস বিজয়বর্গীয় - ICCR

কোনও তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ থাকলে তাঁকে BJP-তে নেওয়া হবে না । একথা জানান কৈলাস বিজয়বর্গীয় ।

কৈলাস বিজয়বর্গীয়
author img

By

Published : Jul 8, 2019, 5:55 AM IST

কলকাতা, 8 জুলাই : কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের এমন নেতাদের BJP-তে নেওয়া হবে না । অন্য দল থেকে নেতাদের নেওয়ার আগে তাঁদের স্ক্রিনিং করা হবে । যাঁরা কাটমানি নিয়েছেন, তাঁদের "অ্যান্টি-কাট" করা হবে । গতকাল ICCR-এ BJP-র সদস্য গ্রহণ অভিযান সংক্রান্ত এক বৈঠকে দলের সাংসদ ও বিধায়কদের সামনে একথা বলেন দলের জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ।

কৈলাস বলেন, "অমিত শাহ জানিয়েছেন, গোটা দেশে 10 কোটি সদস্য সংগ্রহ সম্ভব হয়েছিল বলে গত লোকসভা ভোটে NDA জোট 300 টি আসন পেয়েছে । এরাজ্যে এবার 1 কোটি সদস্য গ্রহণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । সেই লক্ষ্যমাত্রা পূরণ হলে আমরা 2021 সালে বিধানসভা দখল করতে পারব ।"

দলের জাতীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিব প্রকাশ বৈঠকে বলেন, "দলের পুরোনো ও নতুন নেতাদের মধ্যে কোনও ভেদাভেদ করা হবে না । অন্যদল থেকে আসা নেতা ও কর্মীদের সঙ্গে কোনও ভেদাভেদ করবেন না । কারণ সেই কর্মী বা নেতারা যখন BJP-তে যোগ দেবেন, তখন তিনি আমাদের পরিবারের একজন সদস্য হবেন । তাই তাঁর সঙ্গে BJP-র কার্যকর্তাদের কোনোও ঝামেলা ও গন্ডগোল করা উচিত নয় ।"

কলকাতা, 8 জুলাই : কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের এমন নেতাদের BJP-তে নেওয়া হবে না । অন্য দল থেকে নেতাদের নেওয়ার আগে তাঁদের স্ক্রিনিং করা হবে । যাঁরা কাটমানি নিয়েছেন, তাঁদের "অ্যান্টি-কাট" করা হবে । গতকাল ICCR-এ BJP-র সদস্য গ্রহণ অভিযান সংক্রান্ত এক বৈঠকে দলের সাংসদ ও বিধায়কদের সামনে একথা বলেন দলের জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ।

কৈলাস বলেন, "অমিত শাহ জানিয়েছেন, গোটা দেশে 10 কোটি সদস্য সংগ্রহ সম্ভব হয়েছিল বলে গত লোকসভা ভোটে NDA জোট 300 টি আসন পেয়েছে । এরাজ্যে এবার 1 কোটি সদস্য গ্রহণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । সেই লক্ষ্যমাত্রা পূরণ হলে আমরা 2021 সালে বিধানসভা দখল করতে পারব ।"

দলের জাতীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিব প্রকাশ বৈঠকে বলেন, "দলের পুরোনো ও নতুন নেতাদের মধ্যে কোনও ভেদাভেদ করা হবে না । অন্যদল থেকে আসা নেতা ও কর্মীদের সঙ্গে কোনও ভেদাভেদ করবেন না । কারণ সেই কর্মী বা নেতারা যখন BJP-তে যোগ দেবেন, তখন তিনি আমাদের পরিবারের একজন সদস্য হবেন । তাই তাঁর সঙ্গে BJP-র কার্যকর্তাদের কোনোও ঝামেলা ও গন্ডগোল করা উচিত নয় ।"

Intro:

07-07-19



সুজয় ঘোষ, কলকাতা


কলকাতা: "কাঠমানির" অভিযোগ আছে এমন তৃণমূলের নেতাদের বিজেপিতে নেওয়া হবে না। তার জন্য স্কিনিং করা হবে। যারা কাঠমানি নিয়েছে। তাদের এন্টি কাট করা হবে। আজ ICCR এ বিজেপির সদস্যপদ অভিযানে এর বৈঠকে বিজদপির সাংসদ- বিধায়কদের উদ্দেশ্যে এই মন্তব্য করেন কৈলাশ বিজবর্গী।


কাটমানি যারা নিয়েছে তারা বলছে, অভিষেক এর কাছে ৭৫ শতাংশ পৌচ্ছেছে। জাহাজ ডুবছে। আপনি কর্মীদের উপর তরোয়ান রাখছেন। দলীয় কার্যকর্তাদের আরও বেশি বি-নভ্রেরও হওয়া দরকার বলে বাবুল সুপ্রিয় জানিয়েছেন।



কৈলাশ বিজয়বর্গী বলেন, অমিত শাহ বলেছেন ১০ কোটি সদস্য হয়েছিলও বলে আমরা ৩০০ সিট পেয়েছি। তাই এখানে ১ কোটি সদস্য তৈরি করা যায়। তবেই আমরা বিধানসভায় দখল করতে পারবো।


বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক শিবপ্রকাশ কার্যকর্তাদের উদ্দেশ্যে বলেন, দলের পুরানো ও নতূন নেতাদের মধ্যে কোনও ভেদাভেদ নয়। অন্যদল থেকে আসা কার্যকর্তাদের সঙ্গে কোনও ভেদাভেদ করবেন না। কারণ সেই কর্মী যদি বিজেপিতে যোগ দেওয়া মাত্রই সে আমাদের পরিবারের একজন সদস্য। তাই তার সঙ্গে বিজেপির কার্যকর্তাদের কোনোও ঝামেলা ও গন্ডগল করা ঠিক না।Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.