ETV Bharat / state

"আমাদের দু'জনকে তখন ঘিরে ফেলেছে জনা 15 উন্মত্ত জনতা" - hospital chaos

রোগী মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে NRS । যার জেরে গুরুতর জখম হন পরিবহ মুখোপাধ্যায় নামে এক জুনিয়র ডাক্তার । নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর এক সহকর্মী জানালেন ঠিক কী ঘটেছিল সেদিন ।

15 উন্মত্ত জনতা
author img

By

Published : Jun 12, 2019, 10:50 AM IST

কলকাতা, 12 জুন : এখনও চোখের সামনে ভাসছে গোটা ঘটনা । দু'রাত দু'চোখের পাতা এক করতে পারেননি তিনি । সোমবারের NRS-কাণ্ডের প্রত্যক্ষদর্শী তিনি । প্রাথমিক জড়তা কাটিয়ে মুখ খুললেন । বললেন কী ভাবে 15 উন্মত্ত জনতা ঘিরে ধরেছিল মাত্র দু'জন ডাক্তারকে । তাঁরা তখন অসহায়, আতঙ্কিত । দু'দিন কেটে গেলেও নিজের নাম প্রকাশ্যে আনতে চান না ওই জুনিয়র ডাক্তার । এর পিছনে রয়েছে সেই ভয়-আতঙ্ক ।

ঠিক কী ঘটেছিল সেদিন ? নিজেই জানালেন পুরো কথা । বললেন ...

সোমবার NRS-এ আর পাঁচজনের মতো আমিও ছিলাম ডিউটিতে । ইন্টার্ন হিসেবেই কাজ করছি । খুবই অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছিল । তাঁকে দেখেই আমার এক সহকর্মীকে ডেকে পাঠাই । আমরা দু'জনে মিলে সিদ্ধান্ত নিলাম, ইঞ্জেকশন দেওয়ার জন্য । কিন্তু, তারপরেই মৃত্যু হয় ওই রোগীর ।

খবরটা যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ল । মুহূর্তে প্রায় 15 জন উন্মত্ত জনতা ঘিরে ফেলল আমাদের । আমরা অসহায় দু'জন । ভয়ে কাঁপছি । তাঁরা প্রত্যেকেই দাবি করছেন নিজেদের রোগীর আত্মীয় বলে । বাধ্য হয়ে পুলিশের সাহায্য চেয়ে চিৎকার করি । বেশ কিছুক্ষণ এই ভাবে চলার পর পুলিশ এসে উন্মত্ত জনতাকে সরানোর চেষ্টা করল । কিন্তু ততক্ষণে উত্তেজনা আরও ছড়িয়ে গেছে । রোগীর পরিবার দাবি করছে, যে ইঞ্জেকশন আমরা দিয়েছি তার প্রমাণপত্র দেখাতে হবে । তাঁদের আরও দাবি ছিল, ওষুধের তালিকা জানাতে হবে । দাবি করা হয় দ্রুত ডেথ সার্টিফিকেটের জন্য । এই বিষয়ে আমরা তাঁদের নিজেদের সম্মতির কথা জানাই । তবে এর জন্য আগে ক্ষমা চাইতে হবে বলেও বলি আমরা ।

কিছুক্ষণের মধ্যে দেখি জড়ো হয়ে গেছেন আরও বহু মানুষ । এক তলায় সিনিয়র, জুনিয়র এবং ইন্টার্নদের ঘিরে ফেলেছেন তাঁরা । হঠাৎই দেখলাম, আমাদের জুনিয়র ডাক্তারদের উপর চড়াও হয়েছে । শুরু হয়ে গেছে মারধর । তাঁদের মারেই গুরুতর জখম আমাদের দুই সহকর্মী । যাদের মধ্যে একজন, পরিবহ মুখোপাধ্যায় গুরুতর জখম ।

কলকাতা, 12 জুন : এখনও চোখের সামনে ভাসছে গোটা ঘটনা । দু'রাত দু'চোখের পাতা এক করতে পারেননি তিনি । সোমবারের NRS-কাণ্ডের প্রত্যক্ষদর্শী তিনি । প্রাথমিক জড়তা কাটিয়ে মুখ খুললেন । বললেন কী ভাবে 15 উন্মত্ত জনতা ঘিরে ধরেছিল মাত্র দু'জন ডাক্তারকে । তাঁরা তখন অসহায়, আতঙ্কিত । দু'দিন কেটে গেলেও নিজের নাম প্রকাশ্যে আনতে চান না ওই জুনিয়র ডাক্তার । এর পিছনে রয়েছে সেই ভয়-আতঙ্ক ।

ঠিক কী ঘটেছিল সেদিন ? নিজেই জানালেন পুরো কথা । বললেন ...

সোমবার NRS-এ আর পাঁচজনের মতো আমিও ছিলাম ডিউটিতে । ইন্টার্ন হিসেবেই কাজ করছি । খুবই অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছিল । তাঁকে দেখেই আমার এক সহকর্মীকে ডেকে পাঠাই । আমরা দু'জনে মিলে সিদ্ধান্ত নিলাম, ইঞ্জেকশন দেওয়ার জন্য । কিন্তু, তারপরেই মৃত্যু হয় ওই রোগীর ।

খবরটা যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ল । মুহূর্তে প্রায় 15 জন উন্মত্ত জনতা ঘিরে ফেলল আমাদের । আমরা অসহায় দু'জন । ভয়ে কাঁপছি । তাঁরা প্রত্যেকেই দাবি করছেন নিজেদের রোগীর আত্মীয় বলে । বাধ্য হয়ে পুলিশের সাহায্য চেয়ে চিৎকার করি । বেশ কিছুক্ষণ এই ভাবে চলার পর পুলিশ এসে উন্মত্ত জনতাকে সরানোর চেষ্টা করল । কিন্তু ততক্ষণে উত্তেজনা আরও ছড়িয়ে গেছে । রোগীর পরিবার দাবি করছে, যে ইঞ্জেকশন আমরা দিয়েছি তার প্রমাণপত্র দেখাতে হবে । তাঁদের আরও দাবি ছিল, ওষুধের তালিকা জানাতে হবে । দাবি করা হয় দ্রুত ডেথ সার্টিফিকেটের জন্য । এই বিষয়ে আমরা তাঁদের নিজেদের সম্মতির কথা জানাই । তবে এর জন্য আগে ক্ষমা চাইতে হবে বলেও বলি আমরা ।

কিছুক্ষণের মধ্যে দেখি জড়ো হয়ে গেছেন আরও বহু মানুষ । এক তলায় সিনিয়র, জুনিয়র এবং ইন্টার্নদের ঘিরে ফেলেছেন তাঁরা । হঠাৎই দেখলাম, আমাদের জুনিয়র ডাক্তারদের উপর চড়াও হয়েছে । শুরু হয়ে গেছে মারধর । তাঁদের মারেই গুরুতর জখম আমাদের দুই সহকর্মী । যাদের মধ্যে একজন, পরিবহ মুখোপাধ্যায় গুরুতর জখম ।

Srinagar (Jammu and Kashmir), June 12 (ANI): The game of hockey is widely gaining popularity among girls in Srinagar. Local authorities of the valley are doing their bit to further encourage this trend. Hockey is playing the vital role to boost up women empowerment in Srinagar. With the help of sports activities Kashmiri girls are getting the opportunity to showcase their talent. They aim to make their future bright in sports field. Girls are participating in different hockey tournaments organised by J and K sports council and Kashmir Hockey Association.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.