কলকাতা , 10 মে : মহানগরের বুকে যাত্রী পরিষেবার জন্য প্রথমবারের জন্য বাণিজ্যিকভাবে চালু হল শীতাতপ নিয়ন্ত্রিত ট্রাম । এর আগেও শীতাতপ নিয়ন্ত্রিত ট্রামকে শহরের বুকে চলতে দেখা গেছে । কিন্তু তা মূলত বিনোদন সফরের জন্যই উপলব্ধ ছিল । হেরিটেজ ট্রামের ঠান্ডা কামরায় বসে এর আগে দেশ-বিদেশের পর্যটকরা বিনোদন সফরের মজা নিতেন । এখন সাধারণ মানুষ দৈনন্দিন জীবনেও শীতাতপ নিয়ন্ত্রিত ট্রামে চেপে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবেন ।
বর্তমানে কলকাতা ট্রাম কম্পানির কাছে রয়েছে মোট 4টি শীতাতপ নিয়ন্ত্রিত ট্রাম । এর মধ্যে 'চরৈবেতি’ ও 'রূপসী বাংলা' এই দু'টি ট্রাম ছুটির দিনে বিনোদনযাত্রা বা জয়রাইডের জন্য ব্যবহার করা হয় । বাকি দু'টির মধ্যে একটিকে এপ্রিলের শেষ সপ্তাহ থেকেই বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে ।
অন্য ট্রামের সঙ্গে এই ট্রামটির একটি বিষয়ে অমিল রয়েছে । এখানে রয়েছে একটি বগি । শহরের রাস্তায় যানজটের কথা মাথায় রেখেই ট্রাম কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত । অন্যদিকে বিনোদনযাত্রায় যে ট্রামগুলি ব্যবহার করা হয় সেগুলিতে একটি ছোটো কিচেন রয়েছে । কিন্তু এই ট্রামটিতে সেরকম কোনও ব্যবস্থা রাখা হয়নি ।
নতুন শীতাতপ নিয়ন্ত্রিত ট্রাম সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য :
- আসন সংখ্যা - 24 - 28টি
- রুট - শ্যামবাজার ট্রাম ডিপো থেকে এসপ্ল্যানেড ও এসপ্ল্যানেড থেকে নোনাপুকুর (শহরের বিভিন্ন রাস্তায় ট্রাম লাইন ও মেট্রোর কাজ চলায় আপাতত এই রুটেই চলছে নতুন এই ট্রামটি ) । গড়িয়াহাটেও এই পরিষেবা রয়েছে কিন্তু ট্র্যাফিকের কারণে দিনের সব সময় এই পরিষেবা থাকে না ।
- সময় - সকাল 10টা - সন্ধে 7টা
- ভাড়া - ন্যূনতম ভাড়া 20 টাকা
- পরিষেবা- 5 টনের AC, LED লাইট, ফ্যান, পর্দা, নীল কার্পেট দিয়ে আগাগোড়া মোড়া
WBTCL (ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড)-এর অপারেটিং ম্যানেজার অনুপম বিশ্বাস বলেন, "রাস্তায় যে ভাবে যানজটের সমস্যা বাড়ছে তার সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন এই ট্রামগুলিতে দুটির বদলে একটি করে বগি রাখা হয়েছে । এই গরমে AC ট্রাম যাত্রীদের কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে । AC ট্রামের জন্য যাত্রীরা নির্দিষ্ট স্টপেজে দাঁড়াবে ।"
একদিকে শহরের কিছু সংখ্যক মানুষ ট্রামের পুনরুজ্জীবনের জন্য লড়াই চালাচ্ছেন । অন্যদিকে কিছু মানুষ মনে করেন ট্রাম রাস্তায় ট্র্যাফিক জ্যাম বাড়ায় । এই বিষয়ে অনুপমবাবু বলেন, "দপ্তর এখনও চাইছে ষোলো-আনা ট্রাম চলুক । সরকারের যদি ট্রাম তুলে নেওয়ার পরিকল্পনা থাকত তাহলে নতুনভাবে রাস্তায় নামানো হত না । আরও একটা দু'টো AC ট্রামের কাজ চলছে ।"