কলকাতা, 9 মে : শহরের বড়বাজার ও পোস্তা এলাকা থেকে বাজেয়াপ্ত করা হল এক কোটি ছয় হাজার টাকা । ঘটনায় গ্রেপ্তার 4 । এখনও বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চলছে ।
গোপন সূত্রে খবর পেয়ে আজ দিনভর 12টি জায়গায় অভিযান চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের 5টি দল । অভিযান চলে জোড়াবাগান, বউবাজার, বড়বাজার, পোস্তা এলাকায় । লালবাজার সূত্রে খবর, বড়বাজার এবং পোস্তা এলাকার 4টি জায়গা থেকে উদ্ধার হয়েছে 1 কোটি 6 হাজার টাকা । যে চারটি জায়গায় তল্লাশি চালানো হয় তার একটি 46 নম্বর স্ট্র্যান্ড রোড । সেখানে মনোজকুমার সিং নামে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় প্রচুর টাকা । গৌরব প্রজাপতি, অজয় সারোগি, রাজেশ বেদ নামে আরও তিন ব্যক্তির কাছ থেকেও উদ্ধার হয়েছে লাখ লাখ টাকা । 4 জনকেই গ্রেপ্তার করা হয়েছে ।
আগামী 19 তারিখ সপ্তম দফায় ভোট কলকাতায় । তার আগে শহরে এত বড় অঙ্কের টাকা বাজেয়াপ্ত হওয়ায় কপালে ভাঁজ পড়েছে গোয়েন্দা বিভাগের আধিকারিকদের । ধৃতদের জেরা করে ওই টাকার উৎস সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে । পুলিশ সূত্রে খবর, কেউই সন্তোষজনক উত্তর দিতে পারেনি । ওই টাকা নির্বাচনে ব্যবহার হত কি না খতিয়ে দেখছে পুলিশ ।