সিউড়ি, 28 অক্টোবর: ‘স্টোনম্যান’ কায়দায় রাস্তার উপর যুবক খুন । সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, পাথর দিয়ে পর পর 10বার থেঁতলে নৃশংসভাবে খুন করা হয় ওই যুবককে । শনিবার ভোরে ওই যুবকের রক্তাক্ত দেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা । পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শেখ কুতুবউদ্দিন । তাঁর বাড়ি সাঁইথিয়া থানা এলাকার নবডাঙাল গ্রামে । তিনি দিন মজুরের কাজ করতেন । ইতিমধ্যেই খুনের তদন্ত শুরু করেছে পুলিশ । খুনের ঘটনায় গ্রেফতার হয়েছে দু’জন ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরে সিউড়ি থানার বিদ্যাসাগর কলেজ সংলগ্ন চৌরাস্তায় এক যুবকের রক্তাক্ত দেহ পরে থাকতে দেখেন পথচলতি মানুষ ৷ পুলিশে খবর দিলে তারা এসে দেহ উদ্ধার করে । মৃতদেহের পাশে একটি রক্তমাখা বড় ঢালাই পাথর পরে ছিল । মৃত যুবকের পরনে ছিল জিন্সের প্যান্ট ও সবুজ জামা ৷ মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, কুতুবউদ্দিনে সিউড়ি শহর লাগোয়া কালীপুর গ্রামের একটি মেয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল । তাই তিনি প্রয়াশই সিউড়ি আসতেন ।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ ৷ তাতে দেখা যাচ্ছে, রাস্তার মোড়ে বাইকে করে দু’জন যুবক এসে ওই যুবককে ধরে । তারপরেই তাঁকে মাটিতে ফেলে চলে বেধরক মারধর । পরে একজন বাইক নিয়ে চলে গেলেও আরেকজন রাস্তা থেকে একটি বড় পাথর তুলে ওই যুবকের মুখে আঘাত করতে থাকে ৷ টানা 10বার পাথর দিয়ে মেরে খুন করা হয় ৷
আরও পড়ুন: শহরে ফের স্টোনম্যান ?
গত শতাব্দীর শেষের দিক ৷ ‘স্টোনম্য়ান’ আতঙ্কে কেঁপেছিল তিলোত্তমা ৷ কলকাতায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর হাতে খুন হয়েছিলেন 13জন ফুটপাথবাসী ৷ প্রত্যেককেই খুন করা হয়েছিল পাথর দিয়ে থেঁতলে ৷ সেই ছবিই ফিরল সিউড়িতে ৷ এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে শহরে ৷ বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, ‘‘সিউড়ি থানার অন্তর্গত যে খুনের ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু হয়ে গিয়েছে । সিসিটিভি ফুটেজটি মামলার একটি প্রমাণ হিসাবে ব্যবহার করা হবে ।’’
আরও পড়ুন: জমি বিবাদের জেরে ট্রাক্টর দিয়ে পিষে মারা হল যুবককে, ভাইরাল ভিডিয়ো