শান্তিনিকেতন, 11 মে : একই গাড়িতে 'পুলিশ' ও 'প্রেস'- লেখা স্টিকার ৷ এমন গাড়ি দেখে অনেকেই তাজ্জব হয়ে যান (Police and press written in the same car) ৷ গাড়িটি কোন পেশার মানুষ ব্যবহার করেন তা জানা নেই ৷ সন্দেহ হওয়ায় খবর যায় পুলিশে ৷ অবশেষে সেই অদ্ভুত গাড়ি-সহ মালিককে আটক করেছে পুলিশ ৷ ঘটনাটি বীরভূমের শান্তিনিকেতনের সুভাষপল্লী এলাকার ৷ চার চাকা গাড়িটিকে আটক করে শান্তিনিকেতন থানার পুলিশ ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটির চালক অভিক মণ্ডল নামে এক যুবক ৷ তিনি বোলপুরের একটি বেসরকারি রিসর্ট ও বেসরকারি হাসপাতালের মালিকের ছেলে ৷ অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই কালো গাড়িতে দুটি পৃথক পেশার বোর্ড লাগিয়ে ঘুরে বেড়াতেন তিনি ৷ মঙ্গলবার রাতে শান্তিনিকেতনের সুভাষপল্লী এলাকায় একটি রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট চলছিল ৷ সেখানেই দাঁড়িয়েছিল ওই চারচাকা গাড়িটি ৷ কালো রঙের গাড়িটির সামনের কাচে দুটি বোর্ড লাগানো ছিল । ডানদিকে উপরের দিকে বোর্ডে লেখা 'প্রেস' এবং বাঁ দিকে নিচে লেখা রয়েছে 'পুলিশ' । এমন গাড়ি দেখে সকলেই অবাক হয়ে যান ৷ গাড়িটি পুলিশের নাকি সাংবাদিকের তা বোঝার উপায় নেই ৷
আরও পড়ুন : জঙ্গলের মধ্যে অবাধে ঘুরছে গাড়ি-টোটো, ধ্বংসের মুখে শান্তিনিকেতনের সোনাঝুরি
এই রকম গাড়ির খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিনিকেতন থানার পুলিশ । মনে করা হচ্ছে, দুটো স্টিকারের মধ্যে একটি খুলতে ভুলে গিয়েছিলেন ওই যুবক ৷ এই 'ভুল'-এর জেরেই পুলিশের জালে ধরা পড়েছেন গাড়ির চালক অভিক মণ্ডল ৷