ETV Bharat / state

"30 হাজার BJP কর্মীকে যোগ দেওয়াতে না পারলে রাজনীতি ছাড়ব" - Bolpur

15 দিনের মধ্যে বীরভূম জেলায় 30 হাজার BJP কর্মীকে দলে যোগ দেওয়াব । না হলে রাজনীতি ছেড়ে দেব । বললেন অনুব্রত মণ্ডল ৷

অনুব্রত মণ্ডল
author img

By

Published : Aug 5, 2019, 9:27 PM IST

বোলপুর, 5 অগাস্ট : ফের স্বমেজাজে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি । চিকিৎসা শেষে বর্তমানে সুস্থ । দীর্ঘদিন পর আজ দলের জেলা কমিটির সভার ডাক দেন তিনি । প্রায় দেড় ঘণ্টা ধরে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন অনুব্রত মণ্ডল ৷ বৈঠকে উপস্থিত ছিলেন দুই মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রনাথ সিংহ, বীরভূম জেলার সহ সভাপতি অভিজিৎ সিংহ ।

সভাতেই স্বমহিমায় BJP-কে চ্যালেঞ্জ ছুড়ে দেন অনুব্রত মণ্ডল ৷ বলেন , "15 দিনের মধ্যে বীরভূম জেলার বোলপুর থেকে মুরারই, মুরারই থেকে নলহাটি প্রচার শেষ করব । অন্তত 30 হাজার BJP কর্মীকে দলে যোগ দেওয়াব । না হলে রাজনীতি ছেড়ে দেব ।"

এই সভা শেষে তৃণমূল থেকে BJP-তে চলে যাওয়া ডাবুক গ্রাম পঞ্চায়েতের নেতা তিমির গোস্বামী ফের তৃণমূলে যোগ দেন । তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন অনুব্রত মণ্ডল । তিনি আরও বলেন, "কালীপুজোর পর থেকে ব্যাপক প্রচার শুরু হবে জেলাজুড়ে ।"

বোলপুর, 5 অগাস্ট : ফের স্বমেজাজে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি । চিকিৎসা শেষে বর্তমানে সুস্থ । দীর্ঘদিন পর আজ দলের জেলা কমিটির সভার ডাক দেন তিনি । প্রায় দেড় ঘণ্টা ধরে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন অনুব্রত মণ্ডল ৷ বৈঠকে উপস্থিত ছিলেন দুই মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রনাথ সিংহ, বীরভূম জেলার সহ সভাপতি অভিজিৎ সিংহ ।

সভাতেই স্বমহিমায় BJP-কে চ্যালেঞ্জ ছুড়ে দেন অনুব্রত মণ্ডল ৷ বলেন , "15 দিনের মধ্যে বীরভূম জেলার বোলপুর থেকে মুরারই, মুরারই থেকে নলহাটি প্রচার শেষ করব । অন্তত 30 হাজার BJP কর্মীকে দলে যোগ দেওয়াব । না হলে রাজনীতি ছেড়ে দেব ।"

এই সভা শেষে তৃণমূল থেকে BJP-তে চলে যাওয়া ডাবুক গ্রাম পঞ্চায়েতের নেতা তিমির গোস্বামী ফের তৃণমূলে যোগ দেন । তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন অনুব্রত মণ্ডল । তিনি আরও বলেন, "কালীপুজোর পর থেকে ব্যাপক প্রচার শুরু হবে জেলাজুড়ে ।"

Intro:বোলপুর, ৫ আগস্টঃ " ১৫ দিনের মধ্যে বীরভূম জেলায় ৩০ হাজার বিজেপি কর্মীকে দলে যোগ দেওয়াব। না হলে রাজনীতি ছেড়ে দেব।" এদিন বোলপুরে দলের জেলা কমিটির বৈঠকে একথা বললেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন, তৃণমূল থেকে বিজেপিতে চলে যাওয়া ডাবুক গ্রাম পঞ্চায়েতের নেতা তিমির গোস্বামী ফের তৃণমূলে যোগ দেন।Body:বোলপুর, ৫ আগস্টঃ " ১৫ দিনের মধ্যে বীরভূম জেলায় ৩০ হাজার বিজেপি কর্মীকে দলে যোগ দেওয়াব। না হলে রাজনীতি ছেড়ে দেব।" এদিন বোলপুরে দলের জেলা কমিটির বৈঠকে একথা বললেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন, তৃণমূল থেকে বিজেপিতে চলে যাওয়া ডাবুক গ্রাম পঞ্চায়েতের নেতা তিমির গোস্বামী ফের তৃণমূলে যোগ দেন।

সুস্থ হয়ে দলের জেলা কমিটির বৈঠক ডাকেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ছিলেন দুই মন্ত্রী আশিষ বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রনাথ সিংহ, সহ সভাপতি অভিজিৎ সিংহ প্রমুখ।
ময়ূরেশ্বর থানা ডাবুক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা তিমির গোস্বামী বিজেপিতে যোগ দিয়ে ছিলেন। এদিন তিনি ফের দলে ফিরে আসেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন অনুব্রত মণ্ডল।
অনুব্রতবাবু বলেন, "১৫ দিনের মধ্যে বীরভূম জেলায় বোলপুর আরম্ভ করে মুরারই, মুরারই থেকে নলহাটি শেষ করব। অন্তত ৩০ হাজার বিজেপি কর্মীকে দলে যোগ দেওয়াব। না হলে রাজনীতি ছেড়ে দেব।"
তিনি আরও বলেন, "কালী পুজোর পর থেকে ব্যপক প্রচার শুরু হবে।"Conclusion:প্রায় দেড় ঘন্টা ধরে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন অনুব্রত মণ্ডল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.