বোলপুর, 26 এপ্রিল : এবার অনুব্রত মণ্ডলকে নোটিশ সিবিআইয়ের ৷ আগামীকালই তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে । সম্পত্তি নিয়ে আয়করের নোটিসের পরই নির্বাচনের মধ্যে সিবিআইয়ের নোটিস অনুব্রত মণ্ডলকে । কিন্তু কী কারণে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তলব করল বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতাকে ?
বীরভূমের ইলামবাজারের সুখবাজার হল দক্ষিণবঙ্গের সব থেকে বড় গোরুর হাট ৷ এখান থেকে বাংলাদেশে গোরু পাচারের অভিযোগ উঠেছে একাধিকবার । এমনকী, খাগড়াগড় বিস্ফোরণের পর এই হাট থেকে জঙ্গি যোগের সূত্র পেয়েছিলেন এনআইএ অফিসারেরা । রাজ্যে গোরু পাচার নিয়ে কয়েক মাস ধরেই তদন্ত শুরু করেছে । জানা গিয়েছে, গোরু পাচারকারী এনামুলকে গ্রেফতার করার পর বীরভূম জেলার বহু তথ্য মেলে সিবিআই অফিসারদের হাতে । উঠে আসে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নামও । গোরু পাচারে তদন্তের স্বার্থে নোটিস দিয়ে ডেকে পাঠানো হয়েছে অনুব্রতকে । কালকেই তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ।
আরও পড়ুন : অনুব্রতকে তলব সিবিআইয়ের, না যাওয়ার পরামর্শ মমতার
সদ্য, অনুব্রত মণ্ডলের সম্পত্তির পরিমাণ জানতে চেয়ে নোটিস পাঠিয়েছে আয়কর বিভাগ । তাঁর চার আত্মীয়ের কাছেও নোটিস গিয়েছে ৷ এবার সরাসরি সিবিআইয়ের নোটিস অনুব্রত মণ্ডলকে । উল্লেখ্য, 29 এপ্রিল অষ্টম দফায় বীরভূম জেলার 11টি বিধানসভায় নির্বাচন । তার আগেই অনুব্রতকে তলব সিবিআইয়ের । এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "নির্বাচনের আগে কেষ্টকে ডেকে পাঠিয়েছে ৷ ইচ্ছা করে এগুলো করছে ৷ আমি কেষ্টকে বলে দিয়েছি যাবি না । ভোটের পর যাবি।"