ইলামবাজার, 16 মার্চ : ভোটের মুখে বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে চরম উত্তেজনা ছড়াল ইলামবাজারে ৷ 24 ঘন্টা নিঁখোজ থাকার পর নান্দার গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে ওই বিজেপি কর্মীর দেহ ৷ একে খুনের ঘটনা বলে দাবি করে তৃণমূলের দিকেই আঙুল তুলেছে বিজেপি ৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷
আজ গ্রামের বাইরে শাল নদী থেকে বিজেপি কর্মী বাপি আঁকুড়ের (২৭) দেহ উদ্ধার হয় ৷ তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের বাবা । ইলামবাজার থানার ধরমপুর গ্রাম পঞ্চায়েতের নান্দার গ্রামের বাসিন্দা বাপি আঁকুড়ে বিজেপির মণ্ডল সদস্য ছিলেন ৷ সোমবার দুপুর থেকে তিনি নিঁখোজ ছিলেন ৷ রাতভর তাঁর খোঁজ করেন পরিবারের লোকজনেরা ৷ এরপর আজ সকালে গ্রামের বাইরে শাল নদী থেকে তাঁর দেহ উদ্ধার হয় ৷ যদিও দেহে আঘাতের বিশেষ কোনও চিহ্ণ লক্ষ্য করা যায়নি ৷
আরও পড়ুন: এক তারকাকে দলে নিতে 7 কোটি দিয়েছে বিজেপি, শ্রীলেখার তোপে পাল্টা রিমঝিমের
বিজেপি কর্মীর রহস্য মৃত্যু ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় গোটা গ্রামে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইলামবাজার থানার পুলিশ । নিহতের বাবার অভিযোগ, তাঁর ছেলেকে খুন করা হয়েছে । গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ দেহ ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় । নিহতের বাবা নির্মল আঁকুড়ে বলেন, "সারা রাত খুঁজেছি ছেলেকে । তারপর এ দিন নদীর জলে ভাসতে দেখতে পাই। কেউ মেরে দিয়েছে ৷ পুলিশ তদন্ত করে দেখুক ।" বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীর রহস্য মৃত্যু ঘিরে গোটা এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।