ETV Bharat / state

গোরুর পালের মতো ছুটিয়ে নিয়ে যাব : অনুব্রত

লাভপুরের জনসভায় অনুব্রত মণ্ডল । সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি ।

লাভপুরের সভায় অনুব্রত মণ্ডল
লাভপুরের সভায় অনুব্রত মণ্ডল
author img

By

Published : Mar 14, 2021, 10:11 PM IST

লাভপুর , 14 মার্চ : হাতে আর মাত্র ক'দিন । তারপরেই বিধানসভা নির্বাচন । জোরকদমে চলছে নির্বাচনী প্রচার । কখনও প্রার্থী নিজে , কখনও বা প্রার্থীর সমর্থনে দলের অন্য নেতারা সভায় গলা ফাটাচ্ছেন ।

লাভপুরের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহের সমর্থনে রবিবার লাভপুরের জামনায় সভা করেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট । এদিনের সভা থেকে তিনি বিজেপির বিরুদ্ধে সুর চড়ান ।

আরও পড়ুন : হুইলচেয়ারেই মিছিল মমতার, ভাঙা পায়েই জেতার ডাক অভিষেকের

লাভপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে অনুব্রত

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল বলেন, " হারাব । গোরুকে যেমন পালের মত ছুটিয়ে নিয়ে যায় তেমন নিয়ে যাব । খেলা শুরু হয়ে গেছে "। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে তিনি বলেন , "এমপিদের দাঁড় করিয়েছে । লোক পাচ্ছে না । গোয়াল ফাঁকা । কেউ থাকতে চাইছে না । " জয়ের ব্যাপারে নিশ্চিত অনুব্রতবাবু বলেন , "নির্বাচন কমিশন যত ক্যামেরা বাড়াক অনুব্রত মণ্ডলকে দাঁড় করানো যাবে না ।"

আরও পড়ুন : অধিকারী ঘনিষ্ঠ 10 নেতাকে সাসপেন্ড করল তৃণমূল

লাভপুর , 14 মার্চ : হাতে আর মাত্র ক'দিন । তারপরেই বিধানসভা নির্বাচন । জোরকদমে চলছে নির্বাচনী প্রচার । কখনও প্রার্থী নিজে , কখনও বা প্রার্থীর সমর্থনে দলের অন্য নেতারা সভায় গলা ফাটাচ্ছেন ।

লাভপুরের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহের সমর্থনে রবিবার লাভপুরের জামনায় সভা করেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট । এদিনের সভা থেকে তিনি বিজেপির বিরুদ্ধে সুর চড়ান ।

আরও পড়ুন : হুইলচেয়ারেই মিছিল মমতার, ভাঙা পায়েই জেতার ডাক অভিষেকের

লাভপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে অনুব্রত

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল বলেন, " হারাব । গোরুকে যেমন পালের মত ছুটিয়ে নিয়ে যায় তেমন নিয়ে যাব । খেলা শুরু হয়ে গেছে "। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে তিনি বলেন , "এমপিদের দাঁড় করিয়েছে । লোক পাচ্ছে না । গোয়াল ফাঁকা । কেউ থাকতে চাইছে না । " জয়ের ব্যাপারে নিশ্চিত অনুব্রতবাবু বলেন , "নির্বাচন কমিশন যত ক্যামেরা বাড়াক অনুব্রত মণ্ডলকে দাঁড় করানো যাবে না ।"

আরও পড়ুন : অধিকারী ঘনিষ্ঠ 10 নেতাকে সাসপেন্ড করল তৃণমূল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.