ETV Bharat / state

মোদির দাড়ির মতো পেট্রল-ডিজ়েলের দাম বাড়ছে : অনুব্রত - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যপাল জগদীপ ধনকড়কে কটাক্ষ করলেন বীরভূম তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল ৷ শুক্রবার বীরভূমের রামপুরহাটে আয়োজিত তৃণমূল কংগ্রেসের একটি মহিলা সম্মেলনে তিনি এই কথা বলেন ৷

মোদির দাড়ি যত বাড়ছে, পেট্রল-ডিজেলের দাম তত বাড়ছে : অনুব্রত মণ্ডল
মোদির দাড়ি যত বাড়ছে, পেট্রল-ডিজেলের দাম তত বাড়ছে : অনুব্রত মণ্ডল
author img

By

Published : Feb 19, 2021, 8:17 PM IST

Updated : Feb 20, 2021, 11:20 AM IST

রামপুরহাট, 19 ফেব্রুয়ারি : "নরেন্দ্র মোদির দাড়ি যত বাড়ছে, পেট্রল-ডিজ়েলের দাম ততই বাড়ছে৷" আজ, শুক্রবার বীরভূমের রামপুরহাটে আয়োজিত তৃণমূল কংগ্রেসের একটি মহিলা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এই কথাই বললেন বীরভূম তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল।

মোদির দাড়ি যত বাড়ছে, পেট্রল-ডিজেলের দাম তত বাড়ছে : অনুব্রত মণ্ডল

প্রধানমন্ত্রীর হলদিয়া সফর সম্পর্কে কটাক্ষও করেন তিনি৷ অনুব্রত মণ্ডল বলেন, "হলদিয়া দেখতে এসেছিলেন ৷ উদ্বোধন মিথ্যা কথা। হলদিয়াও বিক্রি করবেন, তাই দেখে গেলেন যে পশ্চিমবঙ্গে একটি ভালো জিনিস আছে।"

আরও পড়ুন : খেলা হবে, তবে কেমন ধারার ?

আজ বোলপুরে রাজ্যপাল জাগদীপ ধনকড় বলেন, "2021 এ পশ্চিমবঙ্গে পরিবর্তনের প্রয়োজন আছে৷" তারই উত্তরের অনুব্রত বলেন, "রাজ্যপালের একথা বলার কোনও এক্তিয়ার নেই। উনি বলছেন কেন আমরা জানি না, কোনও রাজ্যপালের রাজনীতি করার অধিকার নেই। ভারতবর্ষের আইনে নেই। হয়ত মোদির আইনে আছে৷ মোদির পার্লামেন্টের আছে।"

রামপুরহাট, 19 ফেব্রুয়ারি : "নরেন্দ্র মোদির দাড়ি যত বাড়ছে, পেট্রল-ডিজ়েলের দাম ততই বাড়ছে৷" আজ, শুক্রবার বীরভূমের রামপুরহাটে আয়োজিত তৃণমূল কংগ্রেসের একটি মহিলা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এই কথাই বললেন বীরভূম তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল।

মোদির দাড়ি যত বাড়ছে, পেট্রল-ডিজেলের দাম তত বাড়ছে : অনুব্রত মণ্ডল

প্রধানমন্ত্রীর হলদিয়া সফর সম্পর্কে কটাক্ষও করেন তিনি৷ অনুব্রত মণ্ডল বলেন, "হলদিয়া দেখতে এসেছিলেন ৷ উদ্বোধন মিথ্যা কথা। হলদিয়াও বিক্রি করবেন, তাই দেখে গেলেন যে পশ্চিমবঙ্গে একটি ভালো জিনিস আছে।"

আরও পড়ুন : খেলা হবে, তবে কেমন ধারার ?

আজ বোলপুরে রাজ্যপাল জাগদীপ ধনকড় বলেন, "2021 এ পশ্চিমবঙ্গে পরিবর্তনের প্রয়োজন আছে৷" তারই উত্তরের অনুব্রত বলেন, "রাজ্যপালের একথা বলার কোনও এক্তিয়ার নেই। উনি বলছেন কেন আমরা জানি না, কোনও রাজ্যপালের রাজনীতি করার অধিকার নেই। ভারতবর্ষের আইনে নেই। হয়ত মোদির আইনে আছে৷ মোদির পার্লামেন্টের আছে।"

Last Updated : Feb 20, 2021, 11:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.