শান্তিনিকেতন, 31 অক্টোবর : সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) চেয়ে বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ পাশাপাশি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককেও চিঠি দেন উপাচার্য ৷ যা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে ৷
বকেয়া টাকার দাবিতে প্রায় 18 দিন কর্মবিরতি করে বিশ্বভারতী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করেন কর্মীরা ৷ এমনকি, স্মারকলিপি দিতে গিয়ে বিশ্বভারতী উপাচার্যর দপ্তরেও বিক্ষোভ দেখিয়েছিল কর্মীসভার একাংশ ৷ উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভও দেখান ৷ ঘটনায় বিশ্বভারতী কেন্দ্রীয় কার্যালয়ের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের সাসপেন্ড করেন উপাচার্য ৷
এই ঘটনাকে সামনে রেখেই CISF চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে চিঠি দিলেন উপাচার্য ৷ কর্মীসভার অধিকাংশ তৃণমূলের সমর্থক বলেই এলাকায় পরিচিত ৷