ETV Bharat / state

খুনি মনিরুল হটাও, বিজেপি বাঁচাও; লাভপুরে বিজেপি কার্যালয়ে পোস্টার

author img

By

Published : Mar 6, 2021, 6:16 PM IST

এমনিতেই মনিরুল ইসলাম বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁকে নিয়ে দলের অন্দরে ক্ষোভ দেখা দিয়েছিল । এবার বিজেপি কার্যালয়ের পোস্টারে ক্ষোভের প্রকাশ পেল।

লাভপুরে বিজেপি কার্যালয়ে পোস্টার
লাভপুরে বিজেপি কার্যালয়ে পোস্টার

লাভপুর, 6 মার্চ : "খুনি মনিরুল হটাও, বিজেপি বাঁচাও ৷" এমনই পোস্টার দেখা গেল লাভপুরে বিজেপির কার্যালয়ে । বিজেপিতে যোগ দেওয়ার পর দিন কয়েক আগে বীরভূমের মাটিতে পা দেন মনিরুল ইসলাম । তারপরেই এমন পোস্টার । যদিও লাভপুরের বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল চক্রান্ত করে এই কাজ করেছে ।

গত লোকসভা নির্বাচনের পর দিল্লিতে গিয়ে কৈলাশ বিজয়বর্গীয় ও মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম । তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন এই মনিরুল ইসলাম । বিজেপিতে যোগ দেওয়ার পর নতুন করে মনিরুল ইসলামের বিরুদ্ধে খুনের মামলার চার্জশিট জমা পড়েছিল । প্রভাব খাটিয়ে তথ্য প্রমাণ লোপাট করতে পারেন মনিরুল ইসলাম, এমন সওয়াল করেছিল রাজ্য সরকারের কৌঁসুলি । এই ভিত্তিতে লাভপুর থানা এলাকায় মনিরুল ইসলামের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট ।

আরও পড়ুন : প্রার্থী তালিকায় নাম নেই, ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন মৈনুদ্দিন শামস

বিজেপিতে যোগ দেওয়ার পর 3 মার্চ প্রথম বোলপুরে আসেন মনিরুল ইসলাম । এরপরই লাভপুরে বিজেপির কার্যালয়ে তাঁর বিরুদ্ধে পোস্টার পড়তে দেখা গেল । পোস্টারে লেখা রয়েছে, "খুনি মনিরুল হটাও, বিজেপি বাঁচাও ৷ মণিরুল ইসলাম এণ্ড সন্স তোমাদের মানছি না ৷ মানব না ৷" এমনিতেই মনিরুল ইসলাম বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁকে নিয়ে দলের অন্দরে ক্ষোভ দেখা দিয়েছিল । এবার বিজেপি কার্যালয়ের পোস্টারে ক্ষোভের প্রকাশ পেল।

যদিও, লাভপুরের বিজেপির মণ্ডল সভাপতি বিকাশ আচার্য বলেন, "রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব মনিরুল ইসলামকে দলে নিয়েছেন ৷ আমরাও তাঁকে স্বাগত জানিয়েছি । তৃণমূল চক্রান্ত করে এই পোস্টারগুলি দিয়েছে ।"

আরও পড়ুন : প্রার্থী ঘোষণার পরেই খেলা শুরু অনুব্রতর

লাভপুর, 6 মার্চ : "খুনি মনিরুল হটাও, বিজেপি বাঁচাও ৷" এমনই পোস্টার দেখা গেল লাভপুরে বিজেপির কার্যালয়ে । বিজেপিতে যোগ দেওয়ার পর দিন কয়েক আগে বীরভূমের মাটিতে পা দেন মনিরুল ইসলাম । তারপরেই এমন পোস্টার । যদিও লাভপুরের বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল চক্রান্ত করে এই কাজ করেছে ।

গত লোকসভা নির্বাচনের পর দিল্লিতে গিয়ে কৈলাশ বিজয়বর্গীয় ও মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম । তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন এই মনিরুল ইসলাম । বিজেপিতে যোগ দেওয়ার পর নতুন করে মনিরুল ইসলামের বিরুদ্ধে খুনের মামলার চার্জশিট জমা পড়েছিল । প্রভাব খাটিয়ে তথ্য প্রমাণ লোপাট করতে পারেন মনিরুল ইসলাম, এমন সওয়াল করেছিল রাজ্য সরকারের কৌঁসুলি । এই ভিত্তিতে লাভপুর থানা এলাকায় মনিরুল ইসলামের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট ।

আরও পড়ুন : প্রার্থী তালিকায় নাম নেই, ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন মৈনুদ্দিন শামস

বিজেপিতে যোগ দেওয়ার পর 3 মার্চ প্রথম বোলপুরে আসেন মনিরুল ইসলাম । এরপরই লাভপুরে বিজেপির কার্যালয়ে তাঁর বিরুদ্ধে পোস্টার পড়তে দেখা গেল । পোস্টারে লেখা রয়েছে, "খুনি মনিরুল হটাও, বিজেপি বাঁচাও ৷ মণিরুল ইসলাম এণ্ড সন্স তোমাদের মানছি না ৷ মানব না ৷" এমনিতেই মনিরুল ইসলাম বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁকে নিয়ে দলের অন্দরে ক্ষোভ দেখা দিয়েছিল । এবার বিজেপি কার্যালয়ের পোস্টারে ক্ষোভের প্রকাশ পেল।

যদিও, লাভপুরের বিজেপির মণ্ডল সভাপতি বিকাশ আচার্য বলেন, "রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব মনিরুল ইসলামকে দলে নিয়েছেন ৷ আমরাও তাঁকে স্বাগত জানিয়েছি । তৃণমূল চক্রান্ত করে এই পোস্টারগুলি দিয়েছে ।"

আরও পড়ুন : প্রার্থী ঘোষণার পরেই খেলা শুরু অনুব্রতর

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.