বোলপুর, 20 ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনে রাজ্য়ে বাম-কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াই করবে মিম ৷ এমন জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে ৷ তবে সেই জল্পনায় ইতি টানলেন কংগ্রেস নেতা ও রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ৷ তিনি স্পষ্ট করে দেন, কোনও পরিস্থিতিতেই মিমের মতো সাম্প্রদায়িক দলের সঙ্গে জোট বাঁধবে না বাম-কংগ্রেস ৷
আজ বোলপুরে একটি বৈঠক করতে আসেন মান্নান ৷ সঙ্গে ছিলেন সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ সেখানে মান্নান আসন্ন নির্বাচনে বাম-কংগ্রেস জোট নিয়ে কথা বলেন ৷ তিনি বলেন, ‘‘সঠিক আসন বণ্টন না হলে ক্ষোভ থেকেই যাবে ৷’’
তবে নির্বাচন নিয়ে আরও একটি বিষয়ে লক্ষ্য আছে রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷ আর তা হল বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট কোন দিকে যাবে ? একদিকে আছে তৃণমূল, তো অন্যদিকে ভোটের আসরে এসে পৌঁছেছে মিম ৷ আর এর মধ্যেই জল্পনা শুরু হয়েছে, আসন্ন নির্বাচনে মিমের সঙ্গে জোট করে লড়বে বামফ্রন্ট ও কংগ্রেস ৷
আরও পড়ুন : বিধানসভা ভোটের আগে নেতাদের মুখে কথার ফুলঝুরি
কার্যত, সেই জল্পনায় জল ঢাললেন বিরোধী দলনেতা মান্নান । তিনি স্পষ্ট করে বলেন, "একটি সাম্প্রদায়িক দলের সঙ্গে লড়াই করতে আর এক সম্প্রদায়িক দলের সঙ্গে আমরা কোনওভাবেই হাত মেলাব না।" এছাড়া বাম-কংগ্রেস আসন বণ্টন প্রসঙ্গে তিনি বলেন, "একটা বৈঠকেই তো সবটা সমাধান হওয়া সম্ভব নয়। আবারও বৈঠক হবে। সঠিক আসন বণ্টন না হলে যে কোনও একটা দলের ক্ষোভ থেকেই যাবে।"