ETV Bharat / state

"সাম্প্রদায়িক দল" মিম-এর সঙ্গে জোট নয়, বলছেন মান্নান - বিরোধী দল নেতা আবদুল মান্নান

বোলপুরে একটি বৈঠক করতে আসেন আবদুল মান্নান ৷ সঙ্গে ছিলেন সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ সেখানে আবদুল মান্নান আসন্ন নির্বাচনে বাম-কংগ্রেস জোট নিয়ে কথা বলেন ৷

আবদুল মান্নান
আবদুল মান্নান
author img

By

Published : Feb 20, 2021, 4:32 PM IST

বোলপুর, 20 ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনে রাজ্য়ে বাম-কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াই করবে মিম ৷ এমন জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে ৷ তবে সেই জল্পনায় ইতি টানলেন কংগ্রেস নেতা ও রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ৷ তিনি স্পষ্ট করে দেন, কোনও পরিস্থিতিতেই মিমের মতো সাম্প্রদায়িক দলের সঙ্গে জোট বাঁধবে না বাম-কংগ্রেস ৷

আজ বোলপুরে একটি বৈঠক করতে আসেন মান্নান ৷ সঙ্গে ছিলেন সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ সেখানে মান্নান আসন্ন নির্বাচনে বাম-কংগ্রেস জোট নিয়ে কথা বলেন ৷ তিনি বলেন, ‘‘সঠিক আসন বণ্টন না হলে ক্ষোভ থেকেই যাবে ৷’’

তবে নির্বাচন নিয়ে আরও একটি বিষয়ে লক্ষ্য আছে রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷ আর তা হল বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট কোন দিকে যাবে ? একদিকে আছে তৃণমূল, তো অন্যদিকে ভোটের আসরে এসে পৌঁছেছে মিম ৷ আর এর মধ্যেই জল্পনা শুরু হয়েছে, আসন্ন নির্বাচনে মিমের সঙ্গে জোট করে লড়বে বামফ্রন্ট ও কংগ্রেস ৷

‘‘মিম’’-র সঙ্গে জোট করবে না বাম-কংগ্রেস বললেন আবদুল মান্নান

আরও পড়ুন : বিধানসভা ভোটের আগে নেতাদের মুখে কথার ফুলঝুরি

কার্যত, সেই জল্পনায় জল ঢাললেন বিরোধী দলনেতা মান্নান । তিনি স্পষ্ট করে বলেন, "একটি সাম্প্রদায়িক দলের সঙ্গে লড়াই করতে আর এক সম্প্রদায়িক দলের সঙ্গে আমরা কোনওভাবেই হাত মেলাব না।" এছাড়া বাম-কংগ্রেস আসন বণ্টন প্রসঙ্গে তিনি বলেন, "একটা বৈঠকেই তো সবটা সমাধান হওয়া সম্ভব নয়। আবারও বৈঠক হবে। সঠিক আসন বণ্টন না হলে যে কোনও একটা দলের ক্ষোভ থেকেই যাবে।"

বোলপুর, 20 ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনে রাজ্য়ে বাম-কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াই করবে মিম ৷ এমন জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে ৷ তবে সেই জল্পনায় ইতি টানলেন কংগ্রেস নেতা ও রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ৷ তিনি স্পষ্ট করে দেন, কোনও পরিস্থিতিতেই মিমের মতো সাম্প্রদায়িক দলের সঙ্গে জোট বাঁধবে না বাম-কংগ্রেস ৷

আজ বোলপুরে একটি বৈঠক করতে আসেন মান্নান ৷ সঙ্গে ছিলেন সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ সেখানে মান্নান আসন্ন নির্বাচনে বাম-কংগ্রেস জোট নিয়ে কথা বলেন ৷ তিনি বলেন, ‘‘সঠিক আসন বণ্টন না হলে ক্ষোভ থেকেই যাবে ৷’’

তবে নির্বাচন নিয়ে আরও একটি বিষয়ে লক্ষ্য আছে রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷ আর তা হল বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট কোন দিকে যাবে ? একদিকে আছে তৃণমূল, তো অন্যদিকে ভোটের আসরে এসে পৌঁছেছে মিম ৷ আর এর মধ্যেই জল্পনা শুরু হয়েছে, আসন্ন নির্বাচনে মিমের সঙ্গে জোট করে লড়বে বামফ্রন্ট ও কংগ্রেস ৷

‘‘মিম’’-র সঙ্গে জোট করবে না বাম-কংগ্রেস বললেন আবদুল মান্নান

আরও পড়ুন : বিধানসভা ভোটের আগে নেতাদের মুখে কথার ফুলঝুরি

কার্যত, সেই জল্পনায় জল ঢাললেন বিরোধী দলনেতা মান্নান । তিনি স্পষ্ট করে বলেন, "একটি সাম্প্রদায়িক দলের সঙ্গে লড়াই করতে আর এক সম্প্রদায়িক দলের সঙ্গে আমরা কোনওভাবেই হাত মেলাব না।" এছাড়া বাম-কংগ্রেস আসন বণ্টন প্রসঙ্গে তিনি বলেন, "একটা বৈঠকেই তো সবটা সমাধান হওয়া সম্ভব নয়। আবারও বৈঠক হবে। সঠিক আসন বণ্টন না হলে যে কোনও একটা দলের ক্ষোভ থেকেই যাবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.