ETV Bharat / state

লকডাউনে চরম জল সংকটে বোলপুরের গ্রাম, উদাসীন পঞ্চায়েত

author img

By

Published : Apr 14, 2020, 6:05 PM IST

বোলপুরের রায়পুর-সুপুর গ্রাম পঞ্চায়েতের রায়পুর গ্রাম অনেকটাই বড় গ্রাম । পানীয় জলের উৎস বলতে জার্মান জল প্রকল্পের কল , রাস্তায় রাস্তায় বসানো টিউবওয়েল ৷ কিন্তু লকডাউনের সময় থেকে জার্মান জল প্রকল্পের জল বন্ধ ৷ টিউবওয়েলও খারাপ ৷ পঞ্চায়েতে বিষয়টি জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের ৷

Bolpur
রায়পুর গ্রাম চরম জল সংকটে

বোলপুর , 14 এপ্রিল : গরম পড়তে না পড়তেই জল সংকটে বোলপুরের রায়পুর গ্রাম । লকডাউন শুরুর সময় থেকে গ্রামে পানীয় জলের অভাব দেখা দিয়েছে ৷ জার্মান জল প্রকল্পের জল বন্ধ , খারাপ টিউবওয়েল , কুয়োয় জলের স্তর তলানিতে গিয়ে ঠেকেছে । জলের অভাব একাধিকবার সংশ্লিষ্ট রায়পুর-সুপুর গ্রাম পঞ্চায়েতে জানিয়েছেন গ্রামবাসীরা । কিন্তু, সমাধান হয়নি ।

যদিও , রায়পুর-সুপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান নিখিল বাছার বলেন , "লকডাউনের জন্য শ্রমিক পাচ্ছি না । তবে গ্রামের টিউবওয়েলগুলি সারিয়ে দেওয়ার ব্যবস্থা করছি ।"

বোলপুরের রায়পুর-সুপুর গ্রাম পঞ্চায়েতের রায়পুর গ্রাম অনেকটাই বড় গ্রাম । প্রায় কয়েকশো পরিবারের বাস এখানে ৷ গ্রামে পানীয় জলের উৎস বলতে জার্মান জল প্রকল্পের কল , রাস্তায় রাস্তায় বসানো টিউবওয়েল ও কারও কারও বাড়ির উঠানের কুয়ো । কিন্তু, লকডাউনের সময় থেকে বন্ধ জার্মান জল প্রকল্পের জল ৷ এছাড়া, খারাপ হয়ে গিয়েছে গ্রামের সবক'টি টিউবওয়েলও ৷ এই পরিস্থিতিতে জলের সমস্যায় গোটা গ্রাম । কুয়োর জল তলানিতে গিয়ে ঠেকেছে ৷ পুকুরও কম গভীরতা ও সংস্কারের অভাবে শুকিয়ে গিয়েছে ৷

গ্রামবাসীদের অভিযোগ , একাধিকবার জলের সমস্যার কথা পঞ্চায়াতে জানানো হয়েছে । কিন্তু, কোনও কাজ করছে না পঞ্চায়েত ৷ টিউবওয়েলগুলিও সারাচ্ছে না ৷ তাই গরম পড়তে না পড়তেই জলের অভাবে ক্ষুব্ধ বোলপুরের রায়পুর গ্রাম ।

বোলপুর , 14 এপ্রিল : গরম পড়তে না পড়তেই জল সংকটে বোলপুরের রায়পুর গ্রাম । লকডাউন শুরুর সময় থেকে গ্রামে পানীয় জলের অভাব দেখা দিয়েছে ৷ জার্মান জল প্রকল্পের জল বন্ধ , খারাপ টিউবওয়েল , কুয়োয় জলের স্তর তলানিতে গিয়ে ঠেকেছে । জলের অভাব একাধিকবার সংশ্লিষ্ট রায়পুর-সুপুর গ্রাম পঞ্চায়েতে জানিয়েছেন গ্রামবাসীরা । কিন্তু, সমাধান হয়নি ।

যদিও , রায়পুর-সুপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান নিখিল বাছার বলেন , "লকডাউনের জন্য শ্রমিক পাচ্ছি না । তবে গ্রামের টিউবওয়েলগুলি সারিয়ে দেওয়ার ব্যবস্থা করছি ।"

বোলপুরের রায়পুর-সুপুর গ্রাম পঞ্চায়েতের রায়পুর গ্রাম অনেকটাই বড় গ্রাম । প্রায় কয়েকশো পরিবারের বাস এখানে ৷ গ্রামে পানীয় জলের উৎস বলতে জার্মান জল প্রকল্পের কল , রাস্তায় রাস্তায় বসানো টিউবওয়েল ও কারও কারও বাড়ির উঠানের কুয়ো । কিন্তু, লকডাউনের সময় থেকে বন্ধ জার্মান জল প্রকল্পের জল ৷ এছাড়া, খারাপ হয়ে গিয়েছে গ্রামের সবক'টি টিউবওয়েলও ৷ এই পরিস্থিতিতে জলের সমস্যায় গোটা গ্রাম । কুয়োর জল তলানিতে গিয়ে ঠেকেছে ৷ পুকুরও কম গভীরতা ও সংস্কারের অভাবে শুকিয়ে গিয়েছে ৷

গ্রামবাসীদের অভিযোগ , একাধিকবার জলের সমস্যার কথা পঞ্চায়াতে জানানো হয়েছে । কিন্তু, কোনও কাজ করছে না পঞ্চায়েত ৷ টিউবওয়েলগুলিও সারাচ্ছে না ৷ তাই গরম পড়তে না পড়তেই জলের অভাবে ক্ষুব্ধ বোলপুরের রায়পুর গ্রাম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.