ETV Bharat / state

পুজোর মুখে তৃণমূলের শ্রমিক-বিক্ষোভে বন্ধ কারখানা ! অভিযোগ অস্বীকার আইএনটিটিইউসি-র - Labour Protest in Cement Factory - LABOUR PROTEST IN CEMENT FACTORY

Labour Protest in Cement Factory: জলপাইগুড়ির একটি সিমেন্ট কারখানায় শ্রমিক বিক্ষোভ ৷ বোনাসের দাবিতে তৃণমূলের পতাকা ব্যবহার করে আন্দোলন বলে অভিযোগ ৷ দু’দিন ধরে বন্ধ উৎপাদন ৷

Labour Protest in Cement Factory
পুজোর মুখে তৃণমূলের শ্রমিক-বিক্ষোভে বন্ধ কারখানা ! (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2024, 8:18 PM IST

জলপাইগুড়ি, 3 অক্টোবর: শাসক দলের পতাকা লাগিয়ে বহুজাতিক সিমেন্ট কোম্পানির গেটের সামনে বিক্ষোভ । বোনাসের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল সিমেন্ট কারখানার শ্রমিকরা । এর জেরে দু’দিন ধরে উৎপাদন বন্ধ জলপাইগুড়ি মোহিতনগরের ওই সিমেন্ট ফ্যাক্টরি । কোটি টাকা ক্ষতির মুখে কারখানা কর্তৃপক্ষ । এমন পরিস্থিতিতে কোনোভাবেই প্ল্যান্ট চালাতে পারবেন না বলে সাফ জানিয়ে দিলেন কর্তৃপক্ষ ।

শাসক দলের দুই নেতার গোষ্ঠীদ্বন্দ্বের ফলে সিমেন্ট ফ্যাক্টরি চরম সংকটে বলে অভিযোগ । যদিও আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র কোনও যোগ নেই বলে দাবি করে থানায় অভিযোগ করেছেন সংগঠনের জেলা সভাপতি তপন দে ।

পুজোর মুখে তৃণমূলের শ্রমিক-বিক্ষোভে বন্ধ কারখানা ! অভিযোগ অস্বীকার আইএনটিটিইউসি-র (ইটিভি ভারত)

ঘটনার সূত্রপাত গত 25 সেপ্টেম্বর তারিখ থেকে । বহুজাতিক সিমেন্ট কারখানার ঠিকাদারের তত্ত্বাবধানে কাজ করা শ্রমিকরা 20 শতাংশ বোনাসের দাবি করেন । গত 27 তারিখ সিমেন্ট কারখানায় গেটে তালা মেরে বিক্ষোভ দেখান কারখানায় কাজ করা শ্রমিকরা । এরপর তাঁদের বোনাসের দাবি না মেটায় গতকাল বুধবার থেকে প্ল্যান্টের কাজ বন্ধ করে দিয়ে কারখানার গেটের সামনে মঞ্চ করে তৃণমূল কংগ্রেস ও আইএনটিটিইউসি-র পতাকা লাগিয়ে শুরু হয় বিক্ষোভ । অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নেতা কৃষ্ণ দাসের অনুগামীরাই বোনাসের দাবিতে আন্দোলন করছেন । গতকাল থেকে বিক্ষোভের জেরে কোটি টাকার ক্ষতির মুখে সিমেন্ট কর্তৃপক্ষ ।

এ দিন কারখানার প্ল্যান্ট হেড তথা সংস্থার ভাইস প্রেসিডেন্ট সীতেশ জহরী বলেন, ‘‘যাঁরা বোনাসের জন্য আন্দোলন করছেন, তাঁরা সিমেন্ট ফ্যাক্টরির স্থায়ী কর্মী নন । তাঁরা সবাই ঠিকাদারের শ্রমিক । আমরা ঠিকাদারের মাধ্যমে শ্রমিকদের কাজে নিয়ে থাকি । ফলে তাঁদের বোনাস দেওয়ার কোনও বিষয় নেই । কিন্তু আমরা এই সকল শ্রমিকদের পুজোর মিষ্টিমুখ করার জন্য একটা অনুদান দিয়ে থাকি । এবারও তাঁদের সেটা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ।’’

তিনি আরও বলেন, ‘‘কিন্তু শ্রমিকরা 20 শতাংশ বোনাস দাবি করছেন, যেটা দেওয়া সম্ভব নয় । আমরা এই মুহূর্তে কোনোভাবেই প্ল্যান্ট চালাতে পারছি না । আমাদের প্ল্যান্ট বন্ধ হয়ে আছে । কোনও লোডিং আন-লোডিং নেই । আগামীতে কীভাবে চালানো, সেটা আলোচনা সাপেক্ষ । আমি চাই সবাই কাজে যোগ দিক । আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নিক । আমরা ইতিমধ্যেই জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি ।’’

এদিকে সিমেন্ট কারখানার শ্রমিক বিট্টু বর্মন বলেন, ‘‘আমরা 20 শতাংশ বোনাসের দাবিতে আন্দোলনে বসেছি । আমরা সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক । আমরা দলের নেতৃত্বকে জানিয়ে আন্দোলনে বসিনি এটা ঠিক । তবে আমাদের আইএনটিটিইউসি জেলার নেতা আমাদের সঙ্গে দেখাও করেছি ৷ আলোচনাও বসেনি । ফলে আমরা আমাদের মতো করে আন্দোলনে বসেছি ।’’

এদিকে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতা কৃষ্ণ দাস বলেন, ‘‘শ্রমিকরা দাবিদাওয়া নিয়ে আন্দোলন করতেই পারে । আলোচনা করে সমস্যাটি মিটিয়ে নেওয়া হোক । কোনও নেতার নামে খারাপ স্লোগান দেওয়া ঠিক নয় । আমাকে ভালোবেসে আমার নামে কেউ স্লোগান দিতেই পারে । কিন্তু আমি বলব কেউ যাতে কোনও নেতার বিরুদ্ধে স্লোগান না দেন ।’’

এদিকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র জেলা সভাপতি তপন দে বলেন, ‘‘সিমেন্ট ফ্যাক্টরির সামনে মঞ্চ বানিয়ে যাঁরা আন্দোলন করছেন, তাঁরা আইএনটিটিইউসি-র সঙ্গে কোনও সম্পর্ক নেই । তাঁরা দলের কেউ নন । আমাদের ইন্ডাস্ট্রিয়াল স্টেট ওয়ার্কার্স ইউনিয়নের যে কমিটি গঠিত হয়েছে, তাঁরা তার সদস্য নন । আইএনটিটিইউসি-র পতাকা লাগিয়ে যাঁরা পতাকার অপব্যবহার শ্রমিকদের ভুল বুঝিয়ে আন্দোলন করছে । তাঁদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ করা হয়েছে । আমরা সিমেন্ট কর্তৃপক্ষকে শ্রমিকদের পুজোর অনুদান বাড়িয়ে দেওয়ার দাবি করেছি ।’’

জলপাইগুড়ি, 3 অক্টোবর: শাসক দলের পতাকা লাগিয়ে বহুজাতিক সিমেন্ট কোম্পানির গেটের সামনে বিক্ষোভ । বোনাসের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল সিমেন্ট কারখানার শ্রমিকরা । এর জেরে দু’দিন ধরে উৎপাদন বন্ধ জলপাইগুড়ি মোহিতনগরের ওই সিমেন্ট ফ্যাক্টরি । কোটি টাকা ক্ষতির মুখে কারখানা কর্তৃপক্ষ । এমন পরিস্থিতিতে কোনোভাবেই প্ল্যান্ট চালাতে পারবেন না বলে সাফ জানিয়ে দিলেন কর্তৃপক্ষ ।

শাসক দলের দুই নেতার গোষ্ঠীদ্বন্দ্বের ফলে সিমেন্ট ফ্যাক্টরি চরম সংকটে বলে অভিযোগ । যদিও আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র কোনও যোগ নেই বলে দাবি করে থানায় অভিযোগ করেছেন সংগঠনের জেলা সভাপতি তপন দে ।

পুজোর মুখে তৃণমূলের শ্রমিক-বিক্ষোভে বন্ধ কারখানা ! অভিযোগ অস্বীকার আইএনটিটিইউসি-র (ইটিভি ভারত)

ঘটনার সূত্রপাত গত 25 সেপ্টেম্বর তারিখ থেকে । বহুজাতিক সিমেন্ট কারখানার ঠিকাদারের তত্ত্বাবধানে কাজ করা শ্রমিকরা 20 শতাংশ বোনাসের দাবি করেন । গত 27 তারিখ সিমেন্ট কারখানায় গেটে তালা মেরে বিক্ষোভ দেখান কারখানায় কাজ করা শ্রমিকরা । এরপর তাঁদের বোনাসের দাবি না মেটায় গতকাল বুধবার থেকে প্ল্যান্টের কাজ বন্ধ করে দিয়ে কারখানার গেটের সামনে মঞ্চ করে তৃণমূল কংগ্রেস ও আইএনটিটিইউসি-র পতাকা লাগিয়ে শুরু হয় বিক্ষোভ । অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নেতা কৃষ্ণ দাসের অনুগামীরাই বোনাসের দাবিতে আন্দোলন করছেন । গতকাল থেকে বিক্ষোভের জেরে কোটি টাকার ক্ষতির মুখে সিমেন্ট কর্তৃপক্ষ ।

এ দিন কারখানার প্ল্যান্ট হেড তথা সংস্থার ভাইস প্রেসিডেন্ট সীতেশ জহরী বলেন, ‘‘যাঁরা বোনাসের জন্য আন্দোলন করছেন, তাঁরা সিমেন্ট ফ্যাক্টরির স্থায়ী কর্মী নন । তাঁরা সবাই ঠিকাদারের শ্রমিক । আমরা ঠিকাদারের মাধ্যমে শ্রমিকদের কাজে নিয়ে থাকি । ফলে তাঁদের বোনাস দেওয়ার কোনও বিষয় নেই । কিন্তু আমরা এই সকল শ্রমিকদের পুজোর মিষ্টিমুখ করার জন্য একটা অনুদান দিয়ে থাকি । এবারও তাঁদের সেটা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ।’’

তিনি আরও বলেন, ‘‘কিন্তু শ্রমিকরা 20 শতাংশ বোনাস দাবি করছেন, যেটা দেওয়া সম্ভব নয় । আমরা এই মুহূর্তে কোনোভাবেই প্ল্যান্ট চালাতে পারছি না । আমাদের প্ল্যান্ট বন্ধ হয়ে আছে । কোনও লোডিং আন-লোডিং নেই । আগামীতে কীভাবে চালানো, সেটা আলোচনা সাপেক্ষ । আমি চাই সবাই কাজে যোগ দিক । আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নিক । আমরা ইতিমধ্যেই জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি ।’’

এদিকে সিমেন্ট কারখানার শ্রমিক বিট্টু বর্মন বলেন, ‘‘আমরা 20 শতাংশ বোনাসের দাবিতে আন্দোলনে বসেছি । আমরা সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক । আমরা দলের নেতৃত্বকে জানিয়ে আন্দোলনে বসিনি এটা ঠিক । তবে আমাদের আইএনটিটিইউসি জেলার নেতা আমাদের সঙ্গে দেখাও করেছি ৷ আলোচনাও বসেনি । ফলে আমরা আমাদের মতো করে আন্দোলনে বসেছি ।’’

এদিকে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতা কৃষ্ণ দাস বলেন, ‘‘শ্রমিকরা দাবিদাওয়া নিয়ে আন্দোলন করতেই পারে । আলোচনা করে সমস্যাটি মিটিয়ে নেওয়া হোক । কোনও নেতার নামে খারাপ স্লোগান দেওয়া ঠিক নয় । আমাকে ভালোবেসে আমার নামে কেউ স্লোগান দিতেই পারে । কিন্তু আমি বলব কেউ যাতে কোনও নেতার বিরুদ্ধে স্লোগান না দেন ।’’

এদিকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র জেলা সভাপতি তপন দে বলেন, ‘‘সিমেন্ট ফ্যাক্টরির সামনে মঞ্চ বানিয়ে যাঁরা আন্দোলন করছেন, তাঁরা আইএনটিটিইউসি-র সঙ্গে কোনও সম্পর্ক নেই । তাঁরা দলের কেউ নন । আমাদের ইন্ডাস্ট্রিয়াল স্টেট ওয়ার্কার্স ইউনিয়নের যে কমিটি গঠিত হয়েছে, তাঁরা তার সদস্য নন । আইএনটিটিইউসি-র পতাকা লাগিয়ে যাঁরা পতাকার অপব্যবহার শ্রমিকদের ভুল বুঝিয়ে আন্দোলন করছে । তাঁদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ করা হয়েছে । আমরা সিমেন্ট কর্তৃপক্ষকে শ্রমিকদের পুজোর অনুদান বাড়িয়ে দেওয়ার দাবি করেছি ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.