শান্তিনিকেতন, 12 ডিসেম্বর: "বড় রকম টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ হয়" ৷ এমনই বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Visva Bharati VC) । সোমবার বিশ্বভারতীর নিজস্ব ওয়েবসাইটে তিনি একটি বিবৃতি দেন । তাতে শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে ভারত সরকারের ব্যবস্থাপক সংস্থাগুলির কড়া সমালোচনা করেছেন তিনি (statement of Visva Bharati VC) ৷
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় মন্ত্রী ও রাজনীতিকদের হস্তক্ষেপ ও তাঁদের যোগ্যতা নিয়েও সরব হয়েছেন বিশ্বভারতীর উপাচার্য (Visva Bharati VC express his anger on recruitment process at educational institutes) ৷ এমনকী এই নিয়ে সরব হওয়ায় একঘরে করে দেওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি ৷ লিখেছেন, "একজন শিক্ষা প্রশাসক হিসাবে আমি বলতে পারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্খলন-পতনের কথা আমি যদি অকপটে বলি তাহলে আমাকে প্রাণে না-মেরে ফেললেও আমাকে এক ঘরে করে দেওয়া হবে ৷ তার জন্য আমি প্রস্তুত ।" বর্তমানে ছাত্র আন্দোলনের জেরে গৃহবন্দি রয়েছেন বিশ্বভারতীর উপাচার্য ৷ অভিযোগ উঠছে তাঁকে উদ্ধারের জন্য রাজ্যের তরফে কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না ৷ আবার বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলেও এই বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রকের পদক্ষেপের খবরও এখনও মেলেনি ৷ এই প্রেক্ষিতে উপাচার্যের এই বিবৃতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷ যদিও এদিনের বিবৃতিতে ভারত সরকারের বিভিন্ন ব্যবস্থাপক সংস্থা ও রাজনীতিবিদদের বিরুদ্ধে সরব হলেও সরাসরি কেন্দ্র সরকার বা রাজ্য সরকার এই ভাগ তিনি টানেননি ৷
আরও পড়ুন: ছাত্র আন্দোলনের জেরে এবার অনিশ্চিত বিশ্বভারতীর পৌষ উৎসব, আগেই স্থগিত হয়েছে সমাবর্তন
ফলে তাঁর নিশানায় দুই সরকারই রয়েছে কিনা তা নিয়ে বাড়ছে জল্পনা ৷ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী । এতকাল বিশ্বভারতী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakrabarty) একাধিক সিদ্ধান্তের বিরোধিতাতা করেছে রাজ্য সরকার । খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য নেতা, বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলও উপাচার্যকে কটাক্ষ করতে ছাড়েননি৷ বিশ্বভারতীর উপাচার্যকে 'বিজেপির দালাল' বলেও কটাক্ষ করতে শোনা গিয়েছে এতকাল৷ এক কথায়, রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে উপাচার্যের জন্যই বিশ্বভারতীকে কেন্দ্র করে রাজ্য-কেন্দ্র সংঘাত চরমে পৌঁছেছিল ৷
এবার দেখা গেল বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে দেশের সরকারি ব্যবস্থারই সমালোচনা করলেন তিনি ৷ সোমবার বিশ্বভারতীর নিজস্ব ওয়েবসাইটে বাংলা, ইংরাজি ও হিন্দিতে তিনি একটি বিবৃতি দেন ৷ তাতে তিনি লেখেন, "শিক্ষাক্ষেত্রে রাজনীতিকদের মাতব্বরি শিক্ষা ব্যবস্থাকে রসাতলে পাঠিয়েছে । দেশের ভবিষ্যতে এর কী প্রভাব পড়বে তার কোন হুঁশ নেই ৷ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনয়ন প্রক্রিয়াও রাজনীতিকদের হস্তমুক্ত নয় ৷ এই সকল পদে নিয়োগের ক্ষেত্রে বড় রকম টাকা-পয়সার কারবার চলে ।"