ETV Bharat / state

Visva-Bharati University : বিতর্কের জের, এমএড-এর মেধাতালিকা ওয়েবসাইট থেকে প্রত্যাহার করল বিশ্বভারতী

author img

By

Published : Sep 28, 2021, 10:11 PM IST

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva-Bharati University) এমএড-এর বিভ্রান্তিমূলক মেধাতালিকার জেরে এদিন তৈরি হয় বিতর্ক ৷ তারপরই নিজেদের ওয়েবসাইট থেকে তা প্রত্যাহার করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷

এমএড-এর মেধাতালিকা ওয়েবসাইট থেকে প্রত্যাহার করল বিশ্বভারতী
এমএড-এর মেধাতালিকা ওয়েবসাইট থেকে প্রত্যাহার করল বিশ্বভারতী

শান্তিনিকেতন, 28 সেপ্টেম্বর : বিভ্রান্তিকর এমএড-এর মেধা তালিকা । বিতর্কের জেরে ওয়েবসাইট থেকে মেধা তালিকা তুলে নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । পরবর্তীতে কবে মেধা তালিকা প্রকাশিত হবে, তা বিজ্ঞপ্তি দিয়ে জানাবে এমনটাই জানানো হয় ওয়েবসাইটে । এক পরীক্ষার্থী 100 নম্বরের মধ্যে 200 পেয়েছেন বলে প্রকাশিত হয়েছিল মেধাতালিকা । 100-এর বেশি নম্বরও পেয়েছেন অনেকেই ৷

বিশ্বভারতীর নিজস্ব ওয়েবসাইটে এদিন বিনয় ভবনের এমএড-এর মেধা তালিকা প্রকাশিত হয় । সেই মেধা তালিকার নম্বর দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে । 100 নম্বরের মধ্যে কেউ পেয়েছেন 151, কেউ পেয়েছেন 196, কেউবা 198 । এমনকি, 100 নম্বরের মধ্যে 200 নম্বরও পেয়েছেন একজন । এহেন বিভ্রান্তিকর মেধা তালিকা ঘিরে রীতিমতো বিতর্ক তৈরি হয় । কীভাবে এই ধরনের মেধা তালিকা প্রকাশিত হতে পারে তা নিয়েও প্রশ্ন উঠেছে । এই বিভ্রান্তিকর মেধা তালিকা অনুযায়ী কীভাবে পড়ুয়ারা পরবর্তী পাঠক্রমে ভর্তি হবেন তা নিয়েও সংশয় তৈরি হয় ৷

জানা গিয়েছে, 100 নম্বরের মধ্যে 60 নম্বরের লিখিত পরীক্ষা হয়ে থাকে । বাকি 40 নম্বরের মধ্যে 10 নম্বর করে শতাংশের বিচারে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও বিএড-এর নম্বর বসাতে হয় । লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে এই পরীক্ষাগুলির নম্বরের শতাংশ যোগ করে মেধা তালিকা প্রকাশিত হয় ।

বিতর্কের জেরে এদিন তড়িঘড়ি ওয়েবসাইট থেকে বিনয় ভবনের এমএড-এর মেধাতালিকা প্রত্যাহার করে নেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ । তবে এই নিয়ে মুখ খুলতে চাইছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

আরও পড়ুন : Visva-Bharati University : এমএড-এ একশোর মধ্যে দু'শো ! বিভ্রান্তিকর মেধাতালিকা বিশ্বভারতীতে

শান্তিনিকেতন, 28 সেপ্টেম্বর : বিভ্রান্তিকর এমএড-এর মেধা তালিকা । বিতর্কের জেরে ওয়েবসাইট থেকে মেধা তালিকা তুলে নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । পরবর্তীতে কবে মেধা তালিকা প্রকাশিত হবে, তা বিজ্ঞপ্তি দিয়ে জানাবে এমনটাই জানানো হয় ওয়েবসাইটে । এক পরীক্ষার্থী 100 নম্বরের মধ্যে 200 পেয়েছেন বলে প্রকাশিত হয়েছিল মেধাতালিকা । 100-এর বেশি নম্বরও পেয়েছেন অনেকেই ৷

বিশ্বভারতীর নিজস্ব ওয়েবসাইটে এদিন বিনয় ভবনের এমএড-এর মেধা তালিকা প্রকাশিত হয় । সেই মেধা তালিকার নম্বর দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে । 100 নম্বরের মধ্যে কেউ পেয়েছেন 151, কেউ পেয়েছেন 196, কেউবা 198 । এমনকি, 100 নম্বরের মধ্যে 200 নম্বরও পেয়েছেন একজন । এহেন বিভ্রান্তিকর মেধা তালিকা ঘিরে রীতিমতো বিতর্ক তৈরি হয় । কীভাবে এই ধরনের মেধা তালিকা প্রকাশিত হতে পারে তা নিয়েও প্রশ্ন উঠেছে । এই বিভ্রান্তিকর মেধা তালিকা অনুযায়ী কীভাবে পড়ুয়ারা পরবর্তী পাঠক্রমে ভর্তি হবেন তা নিয়েও সংশয় তৈরি হয় ৷

জানা গিয়েছে, 100 নম্বরের মধ্যে 60 নম্বরের লিখিত পরীক্ষা হয়ে থাকে । বাকি 40 নম্বরের মধ্যে 10 নম্বর করে শতাংশের বিচারে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও বিএড-এর নম্বর বসাতে হয় । লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে এই পরীক্ষাগুলির নম্বরের শতাংশ যোগ করে মেধা তালিকা প্রকাশিত হয় ।

বিতর্কের জেরে এদিন তড়িঘড়ি ওয়েবসাইট থেকে বিনয় ভবনের এমএড-এর মেধাতালিকা প্রত্যাহার করে নেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ । তবে এই নিয়ে মুখ খুলতে চাইছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

আরও পড়ুন : Visva-Bharati University : এমএড-এ একশোর মধ্যে দু'শো ! বিভ্রান্তিকর মেধাতালিকা বিশ্বভারতীতে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.