বোলপুর, 4 জুলাই: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত মান পড়া, শিক্ষার পরিবেশ অবনতি হওয়ার প্রতিবাদ করে দীর্ঘদিন ধরেই আন্দোলনে বিশ্বভারতীর পড়ুয়ারা। এবার নিজেদের কথা জানাতে অমর্ত্য সেনের সঙ্গে দেখা করবেন পড়ুয়ারা। তাঁদের সময়ও দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। 5 জুলাই শান্তিনিকেতনে নিজের 'প্রতীচী' বাড়িতে প্রায় 100 জন পড়ুয়ার সঙ্গে কথা বলবেন অধ্যাপক সেন ৷ পড়ুয়াদের দাবি, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত মান সহ শিক্ষার পরিবেশে ক্রমশ বিপর্যস্ত।
এই দাবি তুলেই বিক্ষোভ জারি রেখেছেন পড়ুয়ারা। এবার সেই সংক্রান্ত বিষয়গুলি অমর্ত্য সেনকে জানাতে চান পড়ুয়ারা ৷ যদিও, বিশ্বভারতী কর্তৃপক্ষ ও উপাচার্যের বিষ নজরে রয়েছেন অমর্ত্য সেন৷ জমি বিবাদে তাঁকে রীতিমতো হেনস্থা করা হয়েছে বলেই অভিযোগ। এই পরিস্থিতিতে অধ্যাপক সেনের সঙ্গে আন্দোলনকারী পড়ুয়াদের সাক্ষাৎ যে তাৎপর্যপূর্ণ তা বলাই যায়৷
বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সময়কালে তাঁর একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে বার বার সরব হতে দেখা গিয়েছে পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকাদের। এমনকী উপাচার্যের বিরুদ্ধে সরব হন আশ্রমিক, প্রাক্তনী এমনকি বোলপুর-শান্তিনিকেতনের স্থানীয়রা ৷ উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ, বিশ্বভারতীতে বসন্তোৎসব ও পৌষমেলার মত ঐতিহ্যবাহী অনুষ্ঠান বন্ধ থেকে মেলার মাঠ সহ বিভিন্ন প্রবীণ আশ্রমিকের বাড়ির সামনে প্রাচীর তোলা হয় তাঁরই পরামর্শে। কখনও আবার বিজেপি নেতাদের এনে কেন্দ্রীয় বিভিন্ন রাজনৈতিক ইস্যু সংক্রান্ত সেমিনার করিয়ে বিতর্কে জড়িয়েছেন বিদ্যুৎ চক্রবর্তী।
আরও পড়ুন:মুখ্যমন্ত্রীকেই বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করার পক্ষে সওয়াল প্রাক্তন উপাচার্যদের
একাধিকবার তাঁকে ঘেরাও করে লাগাতার আন্দোলন চালান পড়ুয়ারাও। পরবর্তীতে নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা বিশ্বভারতীর প্রাক্তনী অমর্ত্য সেনকে 'জমি কব্জাকারী' বলেও সমালোচিত হয়েছেন উপাচার্য। এমনকী, তাঁর সময় কালে এনআইআরএফ র্যাঙ্কিংয়ে বিশ্বভারতীর শিক্ষার মান কমেছে কয়েকগুণ ৷
সদ্য বিদেশ থেকে শান্তিনিকেতনে নিজের বাড়িতে এসেছেন অমর্ত্য সেন৷ তাই বিশ্বভারতীর এই পরিস্থিতি নিয়ে এবার আন্দোলনকারী পড়ুয়ারা দেখা করতে চান তাঁর সঙ্গে৷ স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাম রেখেছিলেন 'অমর্ত্য'। সেই অমর্ত্য সেন কবিগুরুর প্রতিষ্ঠিত বিশ্বভারতীর ভবিষ্যৎ সম্পর্কে পড়ুয়াদের কি পরামর্শ দেন সেই দিকেই তাকিয়ে আন্দোলনরত পড়ুয়ারা।