শান্তিনিকেতন, 4 সেপ্টেম্বর : আদালতের নির্দেশ মেনে উপাচার্যের বাসভবন থেকে 50 মিটার দূরে ফের অবস্থান মঞ্চ তৈরি করলেন পড়ুয়ারা । অর্থাৎ এখনও পর্যন্ত বাসভবনে ঘেরাও হয়ে রয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । পড়ুয়ারা জানান, দাবি না মানা পর্যন্ত এই বিক্ষোভ তাঁরা চালিয়ে যাবেন । গত আটদিন ধরে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University) ।
ফের অবস্থান মঞ্চ তৈরি হল । উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবন থেকে 50 মিটার দূরে এই অবস্থান মঞ্চ তৈরি করা হল । আদালতের নির্দেশ মেনে আন্দোলন চলবে এমনটাই জানিয়ে দিলেন পড়ুয়ারা । এখনও পর্যন্ত নিজের বাসভবনে ঘেরাও হয়ে রয়েছেন উপাচার্য । বিশ্বভারতীর উপাচার্যের বাসভবনের সামনে বিশৃঙ্খলা সরানোর জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্বভারতী কর্তৃপক্ষ । শুক্রবার এই মামলার অন্তর্বর্তীকালীন বেশ কয়েকটি নির্দেশ দেয় আদালত ।
আদালতের নির্দেশে বলা হয়েছে, বিশ্বভারতীর কোনও ভবনের 50 মিটারের মধ্যে অবস্থান মঞ্চ তৈরি করা যাবে না । এমনকি মাইকও ব্যবহার করা যাবে না । সেই মতো শুক্রবার বোলপুরের এসডিও অয়ন নাথ ও বোলপুরের এসডিপিও অভিষেক রায়ের নেতৃত্বে পুলিশ এসে উপাচার্যের বাড়ির গেটের তালা ভেঙে দেয় । ভবনের দেওয়ালে লাগানো সমস্ত ব্যানার-পোস্টারও খুলে দেওয়া হয় । উপাচার্যের বাড়ির সামনে গত সাতদিন ধরে যে অবস্থান মঞ্চ ছিল তা সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের তরফে । এনিয়ে বিশ্বভারতীতে কলকাতা হাইকোর্টে যে মামলা করেছে, তার পরবর্তী শুনানি 8 সেপ্টেম্বর ।
বিশ্ববিদ্যালয়ের 3 পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয়েছে । এছাড়া গত এক বছরে 12 জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড করা হয়েছে । পড়ুয়াদের পঠন-পাঠনে ফেরানো-সহ অধ্যাপক-অধ্যাপিকাদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে গত 27 অগস্ট রাত থেকে শান্তিনিকেতনে উপাচার্যের বাসভবন ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা।
আরও পড়ুন : Visva-Bharati : হাইকোর্টের নির্দেশে উপাচার্যের বাসভবনের সামনে থেকে অবস্থান সরালো পুলিশ