বোলপুর, 10 সেপ্টেম্বর: শেয়ার মার্কেটে বিনিয়োগের নামে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ ৷ গ্রেফতার হলেন বিশ্বভারতীর ছাত্রী ঈশিতা শীল । রবিবার ভোরে পশ্চিম গুরুপল্লির একটি বাড়ি থেকে বোলপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে ৷ বিশ্বভারতীর সঙ্গীত ভবনের রবীন্দ্রসঙ্গীত বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্রী তিনি । আগেই তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল ৷ এতকাল গা ঢাকা দিয়েছিলেন তিনি বলে জানা গিয়েছে । তারপরেই এ দিন ভোরে পশ্চিম গুরুপল্লির ওই ভাড়া বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয় । ধৃতকে বোলপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷
3 ফেব্রুয়ারি এই ছাত্রীর দাদাকেও একই মামলায় গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ সূত্রের খবর, বোলপুরে প্রায় 150 জন যুবকের কাছ থেকে 30 কোটি টাকা তুলেছিল তাঁরা বলে অভিযোগ । এই ঘটনায় বোলপুরে একটি নতুন চিটফান্ড সংস্থার পর্দা ফাঁস হয় ৷ অভিযোগ, এসএস কনসালটেন্সি নামে একটি সংস্থা তৈরি করে খোলা বাজার থেকে কমপক্ষে 30 কোটি টাকা তুলেছিলেন ভাইবোন মিলে । এর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক অভিযোগের ভিত্তিতে প্রথমে সংস্থার কর্ণধার শুভ্রায়ণ শীলকে গ্রেফতার করেছিল বোলপুর থানার পুলিশ । এবার শুভ্রায়ণের বোন ইশিতা শীলকে গ্রেফতার করা হল । মামলার তদন্তে নেমেই পুলিশ জানতে পারে যে বোলপুরের প্রায় 150 জন যুবকের কাছ থেকে লক্ষাধিক টাকা করে তোলা হয়েছে শেয়ার মার্কেটের নামে । বাড়তি মুনাফার লোভ দেখিয়ে বোলপুরের বুকে একটি বড়সড় চিটফান্ড সংস্থা গড়ে তোলা হয়েছিল ।
আরও পড়ুন: বোলপুরে চিটফান্ড সংস্থার পর্দা ফাঁস, 30 কোটি টাকা আত্মসাৎ করে ধৃত যুবক
পুলিশ সূত্রের খবর, এই চিটফান্ড সংস্থা বেশ কিছুদিন ধরে বোলপুর শহরে জাঁকিয়ে বসেছিল ৷ খোলাবাজার থেকে টাকা তুলে দামি গাড়ি, মোবাইল-সহ প্রসাধনী সামগ্রী ব্যবহার করতে দেখা যেত ভাইবোনকে ৷ রাতারাতি তাঁদের জীবনযাপনের ধরন বদলে যাওয়ায় তা চোখে পড়েছিল আশেপাশের বাসিন্দাদের ।