ETV Bharat / state

NIRF Ranking 2022: ক্রমেই কমছে শিক্ষার মান, নামতে নামতে 98 নম্বরে কবিগুরুর বিশ্বভারতী - এনআইআরএফ ক্রমতালিকায় নামতে নামতে 98 এ বিশ্বভারতী

2021-এ এনআইআরএফ ব়্যাঙ্কিংয়ে যেখানে 64-তে ছিল, সেখানে শুক্রবার প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে দেশের সেরা একশো বিশ্ববিদ্যালয়ের তালিকায় কোনক্রমে টিকে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ৷ নামতে নামতে এখন 98 নম্বরে (Visva-Bharati ranked 98th at latest NIRF ranking)।

NIRF Ranking 2022
নামতে নামতে 98-এ বিশ্বভারতী
author img

By

Published : Jul 15, 2022, 4:26 PM IST

Updated : Jul 15, 2022, 11:05 PM IST

শান্তিনিকেতন, 15 জুলাই: এনআইআরএফ (National Institutional Ranking Framework) ব়্যাঙ্কিং'য়ে ব্যাপক অধঃপতন রবি ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৷ 2021-এ এনআইআরএফ ব়্যাঙ্কিংয়ে যেখানে 64-তে ছিল, সেখানে শুক্রবার প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে দেশের সেরা একশো বিশ্ববিদ্যালয়ের তালিকায় কোনওক্রমে টিকে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ৷ নামতে নামতে এখন 98 নম্বরে (Visva-Bharati ranked 98th at latest NIRF ranking)।

এদিন এনআইআরএফ প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় চতুর্থ স্থানে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে অষ্টমস্থানে রয়েছে, সেখানে কবিগুরুর স্বপ্নের বিশ্বভারতীর এই অধঃপতনে নিন্দার ঝড় সর্বত্র। যত দিন যাচ্ছে রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর শিক্ষার মান তলানিতে যাচ্ছে । গত দেড় বছরে বিশ্বভারতীতে রাজনীতি প্রবেশ করেছে। যা নিছকই ছাত্র রাজনীতি নয়। এছাড়া বিশ্বভারতী কর্তৃপক্ষের একাধিক সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ।

আরও পড়ুন: দেশের সেরা যাদবপুর, 2 নম্বরে কলকাতা বিশ্ববিদ্যালয়; টুইটে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান দিন দিন কমতে থাকায় নিন্দার পাশাপাশি উদ্বিগ্নও শিক্ষামহল ৷ আর বিশ্ববিদ্যালয়ের মান কমার কারণ হিসেবে বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকেই দায়ী করছেন সকলে। সোশাল মিডিয়াতেও যা নিয়ে রীতিমতো নিন্দা চলছে।

98 নম্বরে কবিগুরুর বিশ্বভারতী

এই প্রসঙ্গে ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর বলেন, "রাজনৈতিক উত্তেজনা বেশি, পড়াশোনা কম৷ তাই এই মান অবনমন। এর জন্য কর্তৃপক্ষই দায়ী ৷ এরচেয়ে আক্ষেপের আর কী হতে পারে।" বিশ্বভারতী পড়ুয়া সোমনাথ সৌ ও মীনাক্ষী ভট্টাচার্য বলেন, "একের পর এক অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড ও শো-কজ করে রেখেছে ৷ পড়াশোনা করার পরিবেশ নেই ৷ এরজন্য দায়ী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।"

শান্তিনিকেতন, 15 জুলাই: এনআইআরএফ (National Institutional Ranking Framework) ব়্যাঙ্কিং'য়ে ব্যাপক অধঃপতন রবি ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৷ 2021-এ এনআইআরএফ ব়্যাঙ্কিংয়ে যেখানে 64-তে ছিল, সেখানে শুক্রবার প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে দেশের সেরা একশো বিশ্ববিদ্যালয়ের তালিকায় কোনওক্রমে টিকে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ৷ নামতে নামতে এখন 98 নম্বরে (Visva-Bharati ranked 98th at latest NIRF ranking)।

এদিন এনআইআরএফ প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় চতুর্থ স্থানে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে অষ্টমস্থানে রয়েছে, সেখানে কবিগুরুর স্বপ্নের বিশ্বভারতীর এই অধঃপতনে নিন্দার ঝড় সর্বত্র। যত দিন যাচ্ছে রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর শিক্ষার মান তলানিতে যাচ্ছে । গত দেড় বছরে বিশ্বভারতীতে রাজনীতি প্রবেশ করেছে। যা নিছকই ছাত্র রাজনীতি নয়। এছাড়া বিশ্বভারতী কর্তৃপক্ষের একাধিক সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ।

আরও পড়ুন: দেশের সেরা যাদবপুর, 2 নম্বরে কলকাতা বিশ্ববিদ্যালয়; টুইটে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান দিন দিন কমতে থাকায় নিন্দার পাশাপাশি উদ্বিগ্নও শিক্ষামহল ৷ আর বিশ্ববিদ্যালয়ের মান কমার কারণ হিসেবে বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকেই দায়ী করছেন সকলে। সোশাল মিডিয়াতেও যা নিয়ে রীতিমতো নিন্দা চলছে।

98 নম্বরে কবিগুরুর বিশ্বভারতী

এই প্রসঙ্গে ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর বলেন, "রাজনৈতিক উত্তেজনা বেশি, পড়াশোনা কম৷ তাই এই মান অবনমন। এর জন্য কর্তৃপক্ষই দায়ী ৷ এরচেয়ে আক্ষেপের আর কী হতে পারে।" বিশ্বভারতী পড়ুয়া সোমনাথ সৌ ও মীনাক্ষী ভট্টাচার্য বলেন, "একের পর এক অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড ও শো-কজ করে রেখেছে ৷ পড়াশোনা করার পরিবেশ নেই ৷ এরজন্য দায়ী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।"

Last Updated : Jul 15, 2022, 11:05 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.