ETV Bharat / state

Visva Bharati on Aliah Incident : আলিয়ার মতো বিশ্বভারতীর ক্ষেত্রে রাজ্য পুলিশ সক্রিয় নয়, অভিযোগ কর্তৃপক্ষের - Latest News on Aliah University

আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে হেনস্থার ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে এক ছাত্রনেতাকে ৷ এই ঘটনা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ তাদের দাবি, আলিয়ার মতো বিশ্বভারতীর ক্ষেত্রে রাজ্য পুলিশ সক্রিয় নয় (Visva Bharati Raises Question on Role of Bengal Police over Student Agitation) ৷

visva-bharati-raises-question-on-role-of-bengal-police-over-student-agitation
Visva Bharati on Aliah Incident : আলিয়ার মতো বিশ্বভারতীর ক্ষেত্রে রাজ্য পুলিশ সক্রিয় নয়, অভিযোগ কর্তৃপক্ষের
author img

By

Published : Apr 4, 2022, 3:13 PM IST

শান্তিনিকেতন, 4 এপ্রিল : ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva Bharati Raises Question on Role of Bengal Police over Student Agitation) ৷ কেন্দ্রীয় এই বিশ্ববিদ্যালয়ের তরফে তুলে ধরা হয়েছে আলিয়া বিশ্ববিদ্যায়ের উদাহরণ ৷ বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, আলিয়ার ক্ষেত্রে তড়িঘড়ি ব্যবস্থা নিলেও তাদের ক্ষেত্রে অভিযোগ করা সত্ত্বেও পুলিশ-প্রশাসন নীরব থাকে ৷

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রেক্ষিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনই অভিযোগ করল বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva Bharati Issues a Press Release on Aliah University Incident) । পাশাপাশি আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিগ্রহের ঘটনায় রাজ্য সরকারের পদক্ষেপ প্রসঙ্গেও সাধুবাদ জানানো হয় বিজ্ঞপ্তিতে ৷ একইভাবে, বিশ্বভারতীর ছাত্র আন্দোলনের ক্ষেত্রে পুলিশকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানায় বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অশালীন ভাষায় হুমকি দেওয়ায় গ্রেফতার হয় বহিষ্কৃত তৃণমূল ছাত্র নেতা গিয়াসউদ্দিন মণ্ডল ৷ এই ঘটনার পরই একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় । এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকাকে সাধুবাদ জানানো হয় বিজ্ঞপ্তিতে ৷ পাশাপাশি বিশ্বভারতীর ক্ষেত্রে অভিযোগ পেয়েও পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নেয় না, এমনও অভিযোগ তোলা হয় ৷

visva bharati raises question on role of bengal police over student agitation
আলিয়া বিশ্ববিদ্যায়ের ঘটনার জেরে বিশ্বভারতীর বিজ্ঞপ্তি

প্রসঙ্গত, 26 দিন ছাত্র ধরে ছাত্র আন্দোলন চলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Student Agitation at Visva Bharati University) ৷ দফায় দফায় ঘেরাও করা হয় কর্মসচিব-সহ আধিকারিকদের ৷ আন্দোলন চলাকালীন পদত্যাগ করেন কর্মসচিব-সহ তিন আধিকারিক । এই ঘটনা উল্লেখ করে বিশ্বভারতী কর্তৃপক্ষ অভিযোগ করে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় থাকে ৷ পরবর্তীতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বভারতীর ক্ষেত্রেও রাজ্য সরকার যাতে সক্রিয় ভূমিকা নেয় সেই আর্জি জানানো হয় বিজ্ঞপ্তিতে ।

এই প্রসঙ্গে বিশ্বভারতীর তৃণমূল ছাত্র সংগঠনের নেত্রী মীনাক্ষী ভট্টাচার্য বলেন, "আলিয়ার ঘটনা নিন্দনীয় । কিন্তু বিশ্বভারতীতে ভদ্রস্থ ছাত্র আন্দোলন হয় গান গেয়ে ৷ এখানে আমাদের দাবি রাখা হয় মাত্র ৷ গুরুর সমান অধ্যাপক-অধ্যাপিকাদের পায়ে ধরে আমরা অনুরোধ করি । বন্দি করে অশালীন ভাষা বলি না ।"

এসএফআই-এর নেতা সোমনাথ সৌ বলেন, "উপাচার্য মিথ্যা অভিযোগ বরাবরই করে থাকেন ৷ আমরা এখানে খুবই শান্তিপূর্ণ আন্দোলন করে থাকি । আর পুলিশ ও আদালতের নির্দেশ যতবার এসেছে, আমরা সহযোগিতা করেছি ৷ তাই এই ধরনের অভিযোগ করে কোনও লাভ হবে না ।"

আরও পড়ুন : Student Agitation at Visva-Bharati : হস্টেল খোলা-সহ 3 দফা দাবিতে ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী

শান্তিনিকেতন, 4 এপ্রিল : ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva Bharati Raises Question on Role of Bengal Police over Student Agitation) ৷ কেন্দ্রীয় এই বিশ্ববিদ্যালয়ের তরফে তুলে ধরা হয়েছে আলিয়া বিশ্ববিদ্যায়ের উদাহরণ ৷ বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, আলিয়ার ক্ষেত্রে তড়িঘড়ি ব্যবস্থা নিলেও তাদের ক্ষেত্রে অভিযোগ করা সত্ত্বেও পুলিশ-প্রশাসন নীরব থাকে ৷

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রেক্ষিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনই অভিযোগ করল বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva Bharati Issues a Press Release on Aliah University Incident) । পাশাপাশি আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিগ্রহের ঘটনায় রাজ্য সরকারের পদক্ষেপ প্রসঙ্গেও সাধুবাদ জানানো হয় বিজ্ঞপ্তিতে ৷ একইভাবে, বিশ্বভারতীর ছাত্র আন্দোলনের ক্ষেত্রে পুলিশকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানায় বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অশালীন ভাষায় হুমকি দেওয়ায় গ্রেফতার হয় বহিষ্কৃত তৃণমূল ছাত্র নেতা গিয়াসউদ্দিন মণ্ডল ৷ এই ঘটনার পরই একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় । এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকাকে সাধুবাদ জানানো হয় বিজ্ঞপ্তিতে ৷ পাশাপাশি বিশ্বভারতীর ক্ষেত্রে অভিযোগ পেয়েও পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নেয় না, এমনও অভিযোগ তোলা হয় ৷

visva bharati raises question on role of bengal police over student agitation
আলিয়া বিশ্ববিদ্যায়ের ঘটনার জেরে বিশ্বভারতীর বিজ্ঞপ্তি

প্রসঙ্গত, 26 দিন ছাত্র ধরে ছাত্র আন্দোলন চলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Student Agitation at Visva Bharati University) ৷ দফায় দফায় ঘেরাও করা হয় কর্মসচিব-সহ আধিকারিকদের ৷ আন্দোলন চলাকালীন পদত্যাগ করেন কর্মসচিব-সহ তিন আধিকারিক । এই ঘটনা উল্লেখ করে বিশ্বভারতী কর্তৃপক্ষ অভিযোগ করে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় থাকে ৷ পরবর্তীতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বভারতীর ক্ষেত্রেও রাজ্য সরকার যাতে সক্রিয় ভূমিকা নেয় সেই আর্জি জানানো হয় বিজ্ঞপ্তিতে ।

এই প্রসঙ্গে বিশ্বভারতীর তৃণমূল ছাত্র সংগঠনের নেত্রী মীনাক্ষী ভট্টাচার্য বলেন, "আলিয়ার ঘটনা নিন্দনীয় । কিন্তু বিশ্বভারতীতে ভদ্রস্থ ছাত্র আন্দোলন হয় গান গেয়ে ৷ এখানে আমাদের দাবি রাখা হয় মাত্র ৷ গুরুর সমান অধ্যাপক-অধ্যাপিকাদের পায়ে ধরে আমরা অনুরোধ করি । বন্দি করে অশালীন ভাষা বলি না ।"

এসএফআই-এর নেতা সোমনাথ সৌ বলেন, "উপাচার্য মিথ্যা অভিযোগ বরাবরই করে থাকেন ৷ আমরা এখানে খুবই শান্তিপূর্ণ আন্দোলন করে থাকি । আর পুলিশ ও আদালতের নির্দেশ যতবার এসেছে, আমরা সহযোগিতা করেছি ৷ তাই এই ধরনের অভিযোগ করে কোনও লাভ হবে না ।"

আরও পড়ুন : Student Agitation at Visva-Bharati : হস্টেল খোলা-সহ 3 দফা দাবিতে ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.