ETV Bharat / state

কাচের রবীন্দ্র ভাস্কর্য গড়ে নজির বিশ্বভারতীর অধ্যাপকের

ভাস্কর্যটি তৈরি হয়েছে 200 পিস বিদেশি কাচ দিয়ে । প্রতিটি কাচ চার ফুট লম্বা ও 12 মিলিমিটার মোটা । এই কাচগুলি বিশ্বভারতীর কলাভবনে বিজ্ঞান সম্মত উপায়ে গলিয়ে পরে তা ফের ঠান্ডা করে তৈরি করা হয়েছে ভাস্কর্যটি ।

Rabindranath tagore
কাচের রবীন্দ্র ভাস্কর্য
author img

By

Published : Jan 23, 2020, 9:29 PM IST

বোলপুর, 23 জানুয়ারি : কাচ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহৎ ভাস্কর্য নির্মাণ করে নজির গড়লেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনের অধ্যাপক শিশির সাহানা । বোলপুরের শিবপুরে গীতবিতান আবাসনে প্রতিষ্ঠা করা হয়েছে এই ভাস্কর্যকে ৷ কাচের তৈরি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যটির উচ্চতা সাড়ে 13 ফুট । শিশিরবাবুর ধারণা, এটি ভারতের প্রথম কাচ দিয়ে নির্মিত রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য ৷

ব্রোঞ্জ, কাঠ, তামা, পিতল, অ্যালুমিনিয়াম, লোহা, মাটি, পাথর, সিমেন্ট প্রভৃতি দিয়ে নির্মিত হয়েছে রবীন্দ্রনাথের ভাস্কর্য । কিন্তু, কাচ দিয়ে রবীন্দ্র ভাস্কর্য? অসম্ভবকে সম্ভব করেছেন বিশ্বভারতীর কলাভবনের অধ্যাপক শিশির সাহানা । তাঁর নেতৃত্বে 6 জন শিল্পী তৈরি করেন এই ভাস্কর্য ৷ সাড়ে 13 ফুট লম্বা ও সাড়ে ছয় ফুট চওড়া । প্রায় এক বছর এক মাস ধরে তৈরি করা হয়েছে এই ভাস্কর্য৷ প্রায় 500 থেকে 600 কেজি ওজন এই ভাস্কর্যের ।

কাচ গলিয়ে পরে কাচ কুলিং পদ্ধতিতে ঠান্ডা করে তৈরি করা হয়েছে ভাস্কর্যটি

এই ভাস্কর্য তৈরি হয়েছে 200 পিস বিদেশি কাচ দিয়ে । প্রতিটি কাচ চার ফুট লম্বা ও 12 মিলিমিটার মোটা । এই কাচগুলি বিশ্বভারতীর কলাভবনে বিজ্ঞান সম্মত উপায়ে গলিয়ে পরে তা ফের ঠান্ডা করে তৈরি করা হয়েছে ভাস্কর্যটি । ভাস্কর্যের গায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রকৃতি বাঁচানো বিষয়ক লেখনিগুলি ফুটিয়ে তোলা হয়েছে । ভাস্কর্যটিকে দূর থেকে দেখলে মনে হয় যেন মোমের তৈরি রবীন্দ্রনাথের একটি পুতুল দাঁড় করিয়ে রাখা হয়েছে । খোলা আকাশের নিচে কাচের ভাস্কর্যটি যাতে নষ্ট না হয় তারজন প্রথমে কাচগুলি গলিয়ে পরে কাচ কুলিং পদ্ধতিতে ঠান্ডা করে তৈরি করা হয়েছে ভাস্কর্যটি ।

কলাভবনের অধ্যাপক শিশিরবাবু বলেন , "হিডকো-র চেয়ারম্যান দেবাশিস সেনের অনুরোধে আমি এই ভাস্কর্যটি বানাই । কাচ দিয়ে রবীন্দ্রনাথের ভাস্কর্য আগে তৈরি হয়েছে বলে আমার জানা নেই ।"

বোলপুর, 23 জানুয়ারি : কাচ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহৎ ভাস্কর্য নির্মাণ করে নজির গড়লেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনের অধ্যাপক শিশির সাহানা । বোলপুরের শিবপুরে গীতবিতান আবাসনে প্রতিষ্ঠা করা হয়েছে এই ভাস্কর্যকে ৷ কাচের তৈরি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যটির উচ্চতা সাড়ে 13 ফুট । শিশিরবাবুর ধারণা, এটি ভারতের প্রথম কাচ দিয়ে নির্মিত রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য ৷

ব্রোঞ্জ, কাঠ, তামা, পিতল, অ্যালুমিনিয়াম, লোহা, মাটি, পাথর, সিমেন্ট প্রভৃতি দিয়ে নির্মিত হয়েছে রবীন্দ্রনাথের ভাস্কর্য । কিন্তু, কাচ দিয়ে রবীন্দ্র ভাস্কর্য? অসম্ভবকে সম্ভব করেছেন বিশ্বভারতীর কলাভবনের অধ্যাপক শিশির সাহানা । তাঁর নেতৃত্বে 6 জন শিল্পী তৈরি করেন এই ভাস্কর্য ৷ সাড়ে 13 ফুট লম্বা ও সাড়ে ছয় ফুট চওড়া । প্রায় এক বছর এক মাস ধরে তৈরি করা হয়েছে এই ভাস্কর্য৷ প্রায় 500 থেকে 600 কেজি ওজন এই ভাস্কর্যের ।

কাচ গলিয়ে পরে কাচ কুলিং পদ্ধতিতে ঠান্ডা করে তৈরি করা হয়েছে ভাস্কর্যটি

এই ভাস্কর্য তৈরি হয়েছে 200 পিস বিদেশি কাচ দিয়ে । প্রতিটি কাচ চার ফুট লম্বা ও 12 মিলিমিটার মোটা । এই কাচগুলি বিশ্বভারতীর কলাভবনে বিজ্ঞান সম্মত উপায়ে গলিয়ে পরে তা ফের ঠান্ডা করে তৈরি করা হয়েছে ভাস্কর্যটি । ভাস্কর্যের গায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রকৃতি বাঁচানো বিষয়ক লেখনিগুলি ফুটিয়ে তোলা হয়েছে । ভাস্কর্যটিকে দূর থেকে দেখলে মনে হয় যেন মোমের তৈরি রবীন্দ্রনাথের একটি পুতুল দাঁড় করিয়ে রাখা হয়েছে । খোলা আকাশের নিচে কাচের ভাস্কর্যটি যাতে নষ্ট না হয় তারজন প্রথমে কাচগুলি গলিয়ে পরে কাচ কুলিং পদ্ধতিতে ঠান্ডা করে তৈরি করা হয়েছে ভাস্কর্যটি ।

কলাভবনের অধ্যাপক শিশিরবাবু বলেন , "হিডকো-র চেয়ারম্যান দেবাশিস সেনের অনুরোধে আমি এই ভাস্কর্যটি বানাই । কাচ দিয়ে রবীন্দ্রনাথের ভাস্কর্য আগে তৈরি হয়েছে বলে আমার জানা নেই ।"

Intro:বোলপুর, ২২ জানুয়ারিঃ কাঁচ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহৎ ভাস্কর্য নির্মাণ করে নজির গড়লেন বিশ্বভারতী কলাভবনের অধ্যাপক শিশির সাহানা। বোলপুরের শিবপুরে গীতবিতান আবাসনে সাড়ে ১৩ ফুট উচ্চতার রবীন্দ্র ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। অনুমান এটি ভারতের প্রথম কাঁচ দিয়ে নির্মিত রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যBody:বোলপুর, ২২ জানুয়ারিঃ কাঁচ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহৎ ভাস্কর্য নির্মাণ করে নজির গড়লেন বিশ্বভারতী কলাভবনের অধ্যাপক শিশির সাহানা। বোলপুরের শিবপুরে গীতবিতান আবাসনে সাড়ে ১৩ ফুট উচ্চতার রবীন্দ্র ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। অনুমান এটি ভারতের প্রথম কাঁচ দিয়ে নির্মিত রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য।

ব্রোঞ্জ, কাঠ, তামা, পিতল, এলুমিনিয়াম, লোহা, মাটি, পাথর, সিমেন্ট প্রভৃতি দিয়ে বহু রবীন্দ্রনাথের ভাস্কর্য নির্মাণ হয়েছে। কিন্তু, কাঁচ দিয়ে রবীন্দ্র ভাস্কর্য? অসম্ভব কে সম্ভব করেছেন বিশ্বভারতীর কলাভবনের অধ্যাপক শিশির সাহানা। তাঁর নেতৃত্বে ৬ জন শিল্পী ১ বছর ১ মাস ধরে সাড়ে ১৩ ফুট উচ্চতার ও সাড়ে ৬ ফুট চওড়া রবীন্দ্রনাথের ভাস্কর্য নির্মাণ করেছেন। প্রায় ২০০ পিস বিদেশি কাঁচ দিয়ে তৈরি এটি। প্রতিটি কাঁচ ৪ ফুট লম্বা ও ১২ মিলিমিটার মোটা। এই কাঁচ গুলি বিশ্বভারতীর কলাভবনে বিজ্ঞান সম্মত উপায়ে গলিয়ে পরে তা ফের ঠাণ্ডা করে তৈরি করা হয়েছে। প্রায় ৫০০ থেকে ৬০০ কেজি ওজনের এই ভাস্কর্যটি। ভাস্কর্যের ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রকৃতি বাঁচানোর বিষয়ক লেখনি গুলি ফুটিয়ে তোলা হয়েছে। দূর থেকে দেখে মনে হচ্ছে মোমের একটি পুতুল দাঁড়িয়ে আছে। খোলা আকাশের নীচে কাঁচের এক ভাস্কর্যটি যাতে নষ্ট না হয় তারজন্যই প্রথমে কাঁচ গলিয়ে পরে কাঁচ কুলিং পদ্ধতিতে ঠাণ্ডা করে তৈরি করা হয়েছে ভাস্কর্যটি।
কলাভবনের অধ্যাপক শিশিরবাবু বলেন, "হিডকো-র চেয়ারম্যান দেবাশিষ সেনের অনুরোধ আমি এই ভাস্কর্যটি বানাই। কাঁচ দিয়ে ভাস্কর্য আগে তৈরি হয়েছে বলে আমার জানা নেই।"Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.