ETV Bharat / state

নেই জল-বিদ্যুৎ,কাটেনি সুনামির আতঙ্ক! জাপান থেকে ইটিভি ভারতকে জানালেন বাঙালি অধ্যাপক - জাপানে বাঙালি অধ্যাপক

Earthquake in Japan: শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত জাপান ৷ পরিবার নিয়ে সেখানে রয়েছেন বাঙালি অধ্যাপক ৷ এই মুহূর্তে কী পরিস্থিতি জাপানের ? ভিডিয়ো কলে ইটিভি ভারতের প্রতিনিধি অভিষেক দত্ত রায়কে জানালেন সুদীপ্ত দাস ৷

Earthquake in Japan
জাপান থেকে ইটিভি ভারতকে জানালেন অধ্যাপক সুদীপ্ত দাস
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 7:35 PM IST

Updated : Jan 3, 2024, 9:41 AM IST

জাপান থেকে ইটিভি ভারতকে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতির কথা জানালেন অধ্যাপক সুদীপ্ত দাস

বোলপুর, 2 জানুয়ারি: বছরের শুরুতেই তীব্র ভূমিকম্পে কেঁপেছে উত্তর-মধ্য জাপান ৷ তারপর থেকে প্রায় 80 বার আফটার শক হয়েছে ৷ পশ্চিম উপকূলীয় অঞ্চলে জারি হয়েছে সুনামি সতর্কতা ৷ আর এই আতঙ্কের মুহূর্তে জাপানে সপরিবারে রয়েছেন বিশ্বভারতীর জাপানি বিভাগের এক বাঙালি অধ্যাপক ৷ কেমন ছিল সেই মুহূর্ত, বর্তমানে কী অবস্থায় রয়েছে জাপান ? টোকিয়ো থেকে ভিডিয়ো কলে ইটিভি ভারতকে সবিস্তারে সেই পরিস্থিতির বর্ণনা দিলেন অধ্যাপক ডঃ সুদীপ্ত দাস ৷ বোলপুরের বাসিন্দা হলেও এই মুহূর্তে স্ত্রী ও সদ্যোজাত সন্তানকে নিয়ে গবেষণার জন্য জাপানে রয়েছেন তিনি ৷

নতুন বছরের প্রথম দিনেই রিখটার স্কেলে 7.6 মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর-মধ্য জাপানের বিস্তীর্ণ অঞ্চল ৷ আর তারপরেই সুনামি সতর্কতা জারি করেছে সে দেশের সরকার । বিশেষ করে দেশের পশ্চিম উপকূলীয় অঞ্চলে জারি হয়েছে সুনামির সতর্কবার্তা ৷ উপকূল এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে ৷ এখনও পর্যন্ত জাপানের এই ভূমিকম্পে প্রায় 40 জনের মৃত্যু হয়েছে ৷ বহু মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি ৷ ভেঙে গিয়েছে বাড়িঘর ৷ এই মুহূর্তে বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ ও জল সংযোগ বিচ্ছিন্ন ৷

Japan Earthquake
জাপানের ভারতীয় দূতাবাসের হেল্পলাইন নম্বর

টোকিয়ো থেকে ভিডিয়ো কলের মাধ্যমে ইটিভি ভারতকে অধ্যাপক সুদীপ্তবাবু জানান, তাঁরা সুস্থ আছেন ৷ কিন্তু জাপানের উপকূলীয় অঞ্চলের অবস্থা খুবই খারাপ ৷ এই মুহূর্তে জাপানের 33 হাজার বাড়িতে বিদ্যুৎ নেই, জল নেই । 5 হাজারেরও বেশি মানুষকে সরিয়ে আনা হয়েছে । জাপানের স্থানীয় সময় বিকেল 4টে 30 মিনিট নাগাদ তোইয়ামা ও মিয়াজাকিতে নতুন করে সুনামির সতর্কতা জারি করা হয়েছে । প্রায় 80 সেন্টিমিটার পর্যন্ত জলোচ্ছ্বাস উঠছে এখনও । এছাড়াও ইশিকাওয়া দ্বীপের ওয়াজিমা শহরে আগুনও লেগে গিয়েছিল এই ভূমিকম্পের জেরে ।

সুদীপ্তবাবুর কথায়, "এখনও মানুষের মধ্যে আতঙ্ক কাটেনি ৷ পরিবার নিয়ে আমিও আতঙ্কে আছি । তবে ভারতীয় দূতাবাস আমাদের হেল্পলাইন নম্বর দিয়েছে । কোনওরকম সমস্যা হলে তাদের জানাতে বলেছে ৷ জাপান সরকারও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে ৷ বছরের প্রথম দিনে কিছুক্ষণ পরপরই কেঁপে ওঠে মাটি । এদিন প্রায় 80বার মৃদু ভূমিকম্প হয়েছে । সকলেই আমাদের খোঁজ নিচ্ছেন ৷"

তবে নতুন বছরের ছুটির কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় প্রাণহানি কম হয় বলে জানাচ্ছেন সুদীপ্তবাবু । জাপানে ভূমিকম্প নতুন নয় । মাঝে মাঝেই মৃদু থেকে তীব্র কম্পনে কেঁপে ওঠে এই দেশ । 2011 সালে মার্চ মাসে একইভাবে কেঁপে ওঠে জাপান । সেই কম্পনের তীব্রতা ছিল 9.2 । সেই সময় সুনামি হয়েছিল বলেই জাপান সরকারের তরফে জানানো হয় । মৃত্যু হয় অন্তত 18 হাজার মানুষের । 2024 সালের শুরুতে সেই আতঙ্কই ফিরে এল । প্রাণহানির কম হলেও, ক্ষতিগ্রস্ত জাপান ।

আরও পড়ুন :

1 জাপানে তীব্র ভূমিকম্প, পশ্চিম উপকূলে জারি সুনামি সতর্কতা; 5 মিটার পর্যন্ত জলচ্ছ্বাসের সম্ভাবনা

2 জাপানের ভূমিকম্পে প্রাণ গেল কমপক্ষে 30 জনের, ধীরে ধীরে কমছে সুনামির ভয়

3 ভূমিকম্প বিধ্বস্ত জাপান থেকে দেশে ফিরলেন জুনিয়র এনটিআর

জাপান থেকে ইটিভি ভারতকে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতির কথা জানালেন অধ্যাপক সুদীপ্ত দাস

বোলপুর, 2 জানুয়ারি: বছরের শুরুতেই তীব্র ভূমিকম্পে কেঁপেছে উত্তর-মধ্য জাপান ৷ তারপর থেকে প্রায় 80 বার আফটার শক হয়েছে ৷ পশ্চিম উপকূলীয় অঞ্চলে জারি হয়েছে সুনামি সতর্কতা ৷ আর এই আতঙ্কের মুহূর্তে জাপানে সপরিবারে রয়েছেন বিশ্বভারতীর জাপানি বিভাগের এক বাঙালি অধ্যাপক ৷ কেমন ছিল সেই মুহূর্ত, বর্তমানে কী অবস্থায় রয়েছে জাপান ? টোকিয়ো থেকে ভিডিয়ো কলে ইটিভি ভারতকে সবিস্তারে সেই পরিস্থিতির বর্ণনা দিলেন অধ্যাপক ডঃ সুদীপ্ত দাস ৷ বোলপুরের বাসিন্দা হলেও এই মুহূর্তে স্ত্রী ও সদ্যোজাত সন্তানকে নিয়ে গবেষণার জন্য জাপানে রয়েছেন তিনি ৷

নতুন বছরের প্রথম দিনেই রিখটার স্কেলে 7.6 মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর-মধ্য জাপানের বিস্তীর্ণ অঞ্চল ৷ আর তারপরেই সুনামি সতর্কতা জারি করেছে সে দেশের সরকার । বিশেষ করে দেশের পশ্চিম উপকূলীয় অঞ্চলে জারি হয়েছে সুনামির সতর্কবার্তা ৷ উপকূল এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে ৷ এখনও পর্যন্ত জাপানের এই ভূমিকম্পে প্রায় 40 জনের মৃত্যু হয়েছে ৷ বহু মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি ৷ ভেঙে গিয়েছে বাড়িঘর ৷ এই মুহূর্তে বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ ও জল সংযোগ বিচ্ছিন্ন ৷

Japan Earthquake
জাপানের ভারতীয় দূতাবাসের হেল্পলাইন নম্বর

টোকিয়ো থেকে ভিডিয়ো কলের মাধ্যমে ইটিভি ভারতকে অধ্যাপক সুদীপ্তবাবু জানান, তাঁরা সুস্থ আছেন ৷ কিন্তু জাপানের উপকূলীয় অঞ্চলের অবস্থা খুবই খারাপ ৷ এই মুহূর্তে জাপানের 33 হাজার বাড়িতে বিদ্যুৎ নেই, জল নেই । 5 হাজারেরও বেশি মানুষকে সরিয়ে আনা হয়েছে । জাপানের স্থানীয় সময় বিকেল 4টে 30 মিনিট নাগাদ তোইয়ামা ও মিয়াজাকিতে নতুন করে সুনামির সতর্কতা জারি করা হয়েছে । প্রায় 80 সেন্টিমিটার পর্যন্ত জলোচ্ছ্বাস উঠছে এখনও । এছাড়াও ইশিকাওয়া দ্বীপের ওয়াজিমা শহরে আগুনও লেগে গিয়েছিল এই ভূমিকম্পের জেরে ।

সুদীপ্তবাবুর কথায়, "এখনও মানুষের মধ্যে আতঙ্ক কাটেনি ৷ পরিবার নিয়ে আমিও আতঙ্কে আছি । তবে ভারতীয় দূতাবাস আমাদের হেল্পলাইন নম্বর দিয়েছে । কোনওরকম সমস্যা হলে তাদের জানাতে বলেছে ৷ জাপান সরকারও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে ৷ বছরের প্রথম দিনে কিছুক্ষণ পরপরই কেঁপে ওঠে মাটি । এদিন প্রায় 80বার মৃদু ভূমিকম্প হয়েছে । সকলেই আমাদের খোঁজ নিচ্ছেন ৷"

তবে নতুন বছরের ছুটির কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় প্রাণহানি কম হয় বলে জানাচ্ছেন সুদীপ্তবাবু । জাপানে ভূমিকম্প নতুন নয় । মাঝে মাঝেই মৃদু থেকে তীব্র কম্পনে কেঁপে ওঠে এই দেশ । 2011 সালে মার্চ মাসে একইভাবে কেঁপে ওঠে জাপান । সেই কম্পনের তীব্রতা ছিল 9.2 । সেই সময় সুনামি হয়েছিল বলেই জাপান সরকারের তরফে জানানো হয় । মৃত্যু হয় অন্তত 18 হাজার মানুষের । 2024 সালের শুরুতে সেই আতঙ্কই ফিরে এল । প্রাণহানির কম হলেও, ক্ষতিগ্রস্ত জাপান ।

আরও পড়ুন :

1 জাপানে তীব্র ভূমিকম্প, পশ্চিম উপকূলে জারি সুনামি সতর্কতা; 5 মিটার পর্যন্ত জলচ্ছ্বাসের সম্ভাবনা

2 জাপানের ভূমিকম্পে প্রাণ গেল কমপক্ষে 30 জনের, ধীরে ধীরে কমছে সুনামির ভয়

3 ভূমিকম্প বিধ্বস্ত জাপান থেকে দেশে ফিরলেন জুনিয়র এনটিআর

Last Updated : Jan 3, 2024, 9:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.