ETV Bharat / state

পাইপ-জলের বোতল দিয়ে মাত্র 6 হাজার টাকায় বাইক বানাল বীরভূমের একাদশ শ্রেণির ছাত্র - Student makes bike

Student makes bike: বাড়ির অব্যবহৃত জিনিস থেকে বাইক বানিয়ে চমকে দিয়েছে বীরভূমের একাদশ শ্রেণির ছাত্র রূপম সরকার ৷ তার সঙ্গে কথা বলল ইটিভি ভারত ৷ বাইক বানিয়ে কী বলছে রূপম ?

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 7:14 PM IST

Updated : Jan 7, 2024, 4:32 PM IST

নিজে বাইক তৈরি করে কী বলছে রূপম ?

বোলপুর, 5 জানুয়ারি: জলের বোতল, প্লাস্টিকের পাইপ, পরীক্ষার বোর্ড দিয়ে বাইক বানিয়ে তাক লাগাল বিশ্বভারতীর একাদশ শ্রেণির ছাত্র রূপম সরকার । সেই বাইক রীতিমতো চালিয়েও বেড়াচ্ছে সে ৷ তার বানানো বাইক ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের ৷

বীরভূমের পাড়ুই থানার বাতিকারের বাসিন্দা ইন্দ্রনারায়ণ সরকার । কর্মসূত্রে তিনি বোলপুরের সুরুলে থাকেন ৷ তাঁর ছেলে রূপম সরকার বিশ্বভারতীর শিক্ষাসত্রের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ৷ মা মৌসুমী সরকার গৃহবধূ ।

বাবার পুরনো একটি বাইকের ইঞ্জিনকে কাজে লাগিয়ে একটি বাইক তৈরি করেছে রূপম ৷ বাইক তৈরিতে ব্যবহার করা হয়েছে জলের লাইন করার লোহা ও প্লাস্টিকের পাইপ ৷ জলের বোতল দিয়ে তেলের ট্যাংক, পরীক্ষার হার্ডবোর্ড দিয়ে বাইকের খাঁচা প্রভৃতি বানিয়েছে সে ৷ বাইকটির নাম দিয়েছে 'ভেনম'।

Birbhum Student made a bike
নিজের তৈরি বাইকের সঙ্গে রূপম

রূপম জানায়, এই বাইকটি বানাতে তার দেড় মাস সময় লেগেছে । আর খরচ হয়েছে মাত্র 6 হাজার টাকা ৷ ইতিমধ্যেই তার তৈরি বাইক দেখতে উৎসুক সহপাঠী থেকে শুরু করে প্রতিবেশীরা ৷ ছাত্রের তৈরি এই বাইকের ছবি সোশাল নেটওয়ার্ক সাইট ফেসবুকে পোস্ট করে খুশি বিশ্বভারতীর অধ্যাপকরা ৷

রূপমের মা মৌসুমী সরকারের কথায়, "ছোট থেকেই পড়ে থাকা জিনিসপত্র নিয়ে নাড়াঘাঁটা, কিছু বানানোর চেষ্টা করত ৷ এই বাইক বানানোর সময় মডেল কেমন হবে, স্কেচ করে আমাকে দেখাত । জানতে চাইত ৷ আমি এত বুঝি না, তাও দেখে বলতাম এটা কর, ওটা কর ৷ এখন ওর বাইক দেখে সবাই খুশি । সবাই চাপতে চায় ।"

Bike
রূপমের তৈরি বাইক

রূপম বলে, "ইচ্ছে ছিল একটা বাইক বানাব । সেই মতো বাবার পুরনো বাইকের ইঞ্জিন দিয়ে এটা বানিয়েছি । জলের পাইপ, বোতল, পরীক্ষার বোর্ড দিয়ে বানানো ৷ ভালোই চলছে ৷ সবাই বাইক দেখতে আসে, চাপতে চায় ৷ আমার ইচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ৷"

আরও পড়ুন :

1. 10 টাকার কয়েন জমিয়ে বাইক কিনে তাক লাগালেন লটারি বিক্রেতা

2. স্ক্র্যাপের সাহায্যে ইলেকট্রনিক বাইক বানিয়ে তাক লাগাল শুভ্রজ্যোতি

3. বৃষ্টিতে ভিজবে না জামাকাপড়, নিজে থেকে জ্বলবে আলো; নয়া আবিষ্কার বসিরহাটের দুই পড়ুয়ার

নিজে বাইক তৈরি করে কী বলছে রূপম ?

বোলপুর, 5 জানুয়ারি: জলের বোতল, প্লাস্টিকের পাইপ, পরীক্ষার বোর্ড দিয়ে বাইক বানিয়ে তাক লাগাল বিশ্বভারতীর একাদশ শ্রেণির ছাত্র রূপম সরকার । সেই বাইক রীতিমতো চালিয়েও বেড়াচ্ছে সে ৷ তার বানানো বাইক ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের ৷

বীরভূমের পাড়ুই থানার বাতিকারের বাসিন্দা ইন্দ্রনারায়ণ সরকার । কর্মসূত্রে তিনি বোলপুরের সুরুলে থাকেন ৷ তাঁর ছেলে রূপম সরকার বিশ্বভারতীর শিক্ষাসত্রের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ৷ মা মৌসুমী সরকার গৃহবধূ ।

বাবার পুরনো একটি বাইকের ইঞ্জিনকে কাজে লাগিয়ে একটি বাইক তৈরি করেছে রূপম ৷ বাইক তৈরিতে ব্যবহার করা হয়েছে জলের লাইন করার লোহা ও প্লাস্টিকের পাইপ ৷ জলের বোতল দিয়ে তেলের ট্যাংক, পরীক্ষার হার্ডবোর্ড দিয়ে বাইকের খাঁচা প্রভৃতি বানিয়েছে সে ৷ বাইকটির নাম দিয়েছে 'ভেনম'।

Birbhum Student made a bike
নিজের তৈরি বাইকের সঙ্গে রূপম

রূপম জানায়, এই বাইকটি বানাতে তার দেড় মাস সময় লেগেছে । আর খরচ হয়েছে মাত্র 6 হাজার টাকা ৷ ইতিমধ্যেই তার তৈরি বাইক দেখতে উৎসুক সহপাঠী থেকে শুরু করে প্রতিবেশীরা ৷ ছাত্রের তৈরি এই বাইকের ছবি সোশাল নেটওয়ার্ক সাইট ফেসবুকে পোস্ট করে খুশি বিশ্বভারতীর অধ্যাপকরা ৷

রূপমের মা মৌসুমী সরকারের কথায়, "ছোট থেকেই পড়ে থাকা জিনিসপত্র নিয়ে নাড়াঘাঁটা, কিছু বানানোর চেষ্টা করত ৷ এই বাইক বানানোর সময় মডেল কেমন হবে, স্কেচ করে আমাকে দেখাত । জানতে চাইত ৷ আমি এত বুঝি না, তাও দেখে বলতাম এটা কর, ওটা কর ৷ এখন ওর বাইক দেখে সবাই খুশি । সবাই চাপতে চায় ।"

Bike
রূপমের তৈরি বাইক

রূপম বলে, "ইচ্ছে ছিল একটা বাইক বানাব । সেই মতো বাবার পুরনো বাইকের ইঞ্জিন দিয়ে এটা বানিয়েছি । জলের পাইপ, বোতল, পরীক্ষার বোর্ড দিয়ে বানানো ৷ ভালোই চলছে ৷ সবাই বাইক দেখতে আসে, চাপতে চায় ৷ আমার ইচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ৷"

আরও পড়ুন :

1. 10 টাকার কয়েন জমিয়ে বাইক কিনে তাক লাগালেন লটারি বিক্রেতা

2. স্ক্র্যাপের সাহায্যে ইলেকট্রনিক বাইক বানিয়ে তাক লাগাল শুভ্রজ্যোতি

3. বৃষ্টিতে ভিজবে না জামাকাপড়, নিজে থেকে জ্বলবে আলো; নয়া আবিষ্কার বসিরহাটের দুই পড়ুয়ার

Last Updated : Jan 7, 2024, 4:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.