শান্তিনিকেতন, 19 অগাস্ট : তাদের মতামত না নিয়ে বৈঠকের স্থান ও সময় ঠিক করা হয়েছে । এই অভিযোগে আজ জেলা প্রশাসনের ডাকা বৈঠকে উপস্থিত ছিল না বিশ্বভারতী কর্তৃপক্ষ । জেলা প্রশাসনের বৈঠক শুরুর দেড় ঘণ্টা পর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে একথা জানান বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার ।
পৌষমেলার মাঠ পাঁচিল দিয়ে ঘেরাকে কেন্দ্র করে যে জটিলতা চলছিল তা এখনও অব্যাহত । বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে পাঁচিল বিতর্কের সমাধান করতে জেলাশাসককে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । সেইমতো আজ বোলপুর মহকুমা শাসকের দপ্তরে একটি বৈঠক ডাকা হয় । জেলাশাসকের তত্ত্বাবধানে জেলা পুলিশ সুপার, প্রশাসনিক আধিকারিক, আশ্রমিক, পড়ুয়া, প্রাক্তনীদের নিয়ে শুরু হয় বৈঠক । কিন্তু, বৈঠকে গরহাজির ছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । বৈঠক শুরুর প্রায় দেড় ঘণ্টা পর একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ উপস্থিত না থাকার কারণ জানিয়ে দেয় ।
বিশ্বভারতী কর্তৃপক্ষের বক্তব্য, বৈঠক বিশ্বভারতী ক্যাম্পাসে হবে ও কারা আমন্ত্রিত থাকবেন সেটা তাদের সঙ্গে আলোচনা করে ঠিক করতে হবে জেলা প্রশাসনকে । এই বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়েছে, খুব অল্প সময়ের নোটিশে এই বৈঠক ডাকা হয়েছে । আধিকারিক, অধ্যাপকদের মতামত নিয়েই এই সিদ্ধান্ত বলে দাবি কর্তৃপক্ষের ।