ETV Bharat / state

রবীন্দ্রনাথের প্রিয় শ্যামলী গৃহের দ্বারোদঘাটনে বিশ্বভারতী আসছেন উপরাষ্ট্রপতি

author img

By

Published : Aug 11, 2019, 5:15 AM IST

16 অগাস্ট বিশ্বভারতী আসছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু । শ্যামলী গৃহের দ্বারোদঘাটন করবেন তিনি ৷ দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় শ্যামলী গৃহের সংস্কারের কাজ চলছিল । আবার এই বাড়িটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে ।

ফাইল ফোটো

বোলপুর, 11 অগাস্ট : শ্যামলী গৃহের দ্বারোদঘাটন অনুষ্ঠানে 16 অগাস্ট বিশ্বভারতী আসছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু । গতকাল তাঁর নিরাপত্তা সহ অন্যান্য ব্যবস্থাপনা নিয়ে বিশেষ নিরাপত্তা আধিকারিক, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে বিশ্বভারতী কর্তৃপক্ষ । দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় শ্যামলী গৃহের সংস্কারের কাজ চলছিল ।

রবীন্দ্রভবনের ভিতরে সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি হয়েছিল এই ‘শ্যামলী গৃহ’ । বীরভূম লালমাটির দেশ । তীব্র দাবদাহ ও জল সংকটে বসবাস করা কষ্টকর হয়ে পড়ত । এই সমস্যা থেকে রক্ষা পেতে রবীন্দ্রনাথ ঠাকুরের মাথায় একটি নতুন ভাবনা আসে । তিনি তৎকালীন প্রখ্যাত শিল্পী রামকিংকর বেইজকে ডেকে বলেন তাঁর পরিকল্পনার কথা । কবিগুরুর কথা মতো মোটা মাটির দেওয়াল দিয়ে তৈরি করা হয় এই ‘শ্যামলী গৃহ’। বাড়ির ছাদটিও মাটির তৈরি । ফলে গ্রীষ্ম কালেও খুব ঠান্ডা থাকত বাড়িটি । একসময় এই বাড়িতে এসে রাত কাটিয়েছেন মহাত্মা গান্ধি ও তাঁর স্ত্রী কস্তুরবা গান্ধি । সংস্কারের অভাবে এই ঐতিহ্যবাহী বাড়িটি ভেঙে পড়তে বসেছিল । আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বাড়িটি সংস্কার করে । আবার এই বাড়িটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে ।

Image
বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের কনফারেন্স হলে চলছে মিটিং

গতকাল বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের কনফারেন্স হলে দীর্ঘক্ষণ বৈঠক চলে । বৈঠকে বিশ্বভারতীর তরফে ছিলেন, ভারপ্রাপ্ত কর্মসচিব সৌগত চট্টোপাধ্যায়, রবীন্দ্রভবনের স্পেশাল অফিসার নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়সহ বিভিন্ন ভবনের অধ্যক্ষ, আধিকারিকরা । জেলা প্রশাসনের তরফে ছিলেন বোলপুরের মহকুমাশাসক অভ্র অধিকারী, মহকুমা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক অরিত্র চক্রবর্তী । পুলিশ প্রশাসনের তরফে ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বীরভূম) সুবিমল পাল, বোলপুর ও শান্তিনিকেতন থানার IC, OC ও CI ৷ এছাড়াও, উপরাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার, দমকল ও স্বাস্থ্যকর্মীরাও ছিলেন ।

বোলপুর, 11 অগাস্ট : শ্যামলী গৃহের দ্বারোদঘাটন অনুষ্ঠানে 16 অগাস্ট বিশ্বভারতী আসছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু । গতকাল তাঁর নিরাপত্তা সহ অন্যান্য ব্যবস্থাপনা নিয়ে বিশেষ নিরাপত্তা আধিকারিক, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে বিশ্বভারতী কর্তৃপক্ষ । দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় শ্যামলী গৃহের সংস্কারের কাজ চলছিল ।

রবীন্দ্রভবনের ভিতরে সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি হয়েছিল এই ‘শ্যামলী গৃহ’ । বীরভূম লালমাটির দেশ । তীব্র দাবদাহ ও জল সংকটে বসবাস করা কষ্টকর হয়ে পড়ত । এই সমস্যা থেকে রক্ষা পেতে রবীন্দ্রনাথ ঠাকুরের মাথায় একটি নতুন ভাবনা আসে । তিনি তৎকালীন প্রখ্যাত শিল্পী রামকিংকর বেইজকে ডেকে বলেন তাঁর পরিকল্পনার কথা । কবিগুরুর কথা মতো মোটা মাটির দেওয়াল দিয়ে তৈরি করা হয় এই ‘শ্যামলী গৃহ’। বাড়ির ছাদটিও মাটির তৈরি । ফলে গ্রীষ্ম কালেও খুব ঠান্ডা থাকত বাড়িটি । একসময় এই বাড়িতে এসে রাত কাটিয়েছেন মহাত্মা গান্ধি ও তাঁর স্ত্রী কস্তুরবা গান্ধি । সংস্কারের অভাবে এই ঐতিহ্যবাহী বাড়িটি ভেঙে পড়তে বসেছিল । আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বাড়িটি সংস্কার করে । আবার এই বাড়িটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে ।

Image
বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের কনফারেন্স হলে চলছে মিটিং

গতকাল বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের কনফারেন্স হলে দীর্ঘক্ষণ বৈঠক চলে । বৈঠকে বিশ্বভারতীর তরফে ছিলেন, ভারপ্রাপ্ত কর্মসচিব সৌগত চট্টোপাধ্যায়, রবীন্দ্রভবনের স্পেশাল অফিসার নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়সহ বিভিন্ন ভবনের অধ্যক্ষ, আধিকারিকরা । জেলা প্রশাসনের তরফে ছিলেন বোলপুরের মহকুমাশাসক অভ্র অধিকারী, মহকুমা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক অরিত্র চক্রবর্তী । পুলিশ প্রশাসনের তরফে ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বীরভূম) সুবিমল পাল, বোলপুর ও শান্তিনিকেতন থানার IC, OC ও CI ৷ এছাড়াও, উপরাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার, দমকল ও স্বাস্থ্যকর্মীরাও ছিলেন ।

Intro:১৬ আগস্ট সংস্কারের পর শ্যামলী গৃহের দ্বারোদঘাটন অনুষ্ঠানে আসছেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। তাঁর নিরাপত্তা সহ অন্যান্য ব্যবস্থাপনা নিয়ে বিশেষ নিরাপত্তা আধিকারিক, জেলা প্রশাসনের সঙ্গে এদিন বৈঠক করেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। Body:শান্তিনিকেতন, ১০ আগস্টঃ ১৬ আগস্ট সংস্কারের পর শ্যামলী গৃহের দ্বারোদঘাটন অনুষ্ঠানে আসছেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। তাঁর নিরাপত্তা সহ অন্যান্য ব্যবস্থাপনা নিয়ে বিশেষ নিরাপত্তা আধিকারিক, জেলা প্রশাসনের সঙ্গে এদিন বৈঠক করেন বিশ্বভারতী কর্তৃপক্ষ।

দীর্ঘ দিন ধরে সংস্কার কাজ চলছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় শ্যামলী গৃহের। বিশ্বভারতীর রবীন্দ্রভবনের ভিতরে রয়েছে এই গৃহটি। এই গৃহের দ্বারোদঘাটন অনুষ্ঠানে যোগ দিতে ১৬ আগস্ট বিশ্বভারতীতে আসছেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। এদিন তাঁর সফরের নিরাপত্তা সহ বিভিন্ন ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক হয়।
বৈঠকে বিশ্বভারতীর তরফে ছিলেন, ভারপ্রাপ্ত কর্মসচিব সৌগত চট্টোপাধ্যায়, রবীন্দ্রভবনের স্পেশাল অফিসার নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন ভবনের অধ্যক্ষ, আধিকারিকেরা। জেলা প্রশাসনের তরফে ছিলেন, বোলপুর মহকুমা শাসক অভ্র অধিকারী, মহকুমা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক অরিত্র চক্রবর্তী। পুলিশ প্রশাসনের তরফে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বীরভূম) সুবিমল পাল, বোলপুর ও শান্তিনিকেতন থানার আই সি, ওসি, সি আই। এছাড়াও, উপরাষ্ট্রপতি নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসারেরা, দমকল ও স্বাস্থ্য কর্মীরা।
বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের কনফারেন্স হলে দীর্ঘক্ষণ বৈঠক চলে।
উনিশ দশকে রবীন্দ্রভবনের ভিতরে তৈরি হয়েছিল সম্পূর্ণ মাটি তৈরি হয়েছিল এই ‘শ্যামলী গৃহ’। বীরভূম লালমাটির দেশ। সেই সময় এখানে জলের খুব সংকট ছিল। তীব্র দাবদাবে বসবাস করা কষ্টকর হয়ে পড়ত। এই সমস্যা থেকে রক্ষ পেতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাথায় একটি নতুন চিন্তা আসে। তিনি তৎকালীন প্রখ্যাত শিল্পী রামকৃঙ্কর বেইজকে ডেকে বলেন সেই পরিকল্পনার কথা। কবিগুরুর কথা মত মোটা মাটির দেওয়াল দিয়ে শিল্পী তৈরি করেন এই ‘শ্যামলী গৃহ’। এই গৃহের ছাদটিও মাটির তৈরি। ফলে গ্রীষ্মের সময়েও খুব ঠান্ডা থাকত বাড়িটি। একদা এই বাড়িতে এসে থেকে গিয়েছেন জাতীর জনক মহাত্মা গান্ধী ও তাঁর স্ত্রী কস্তুরীবা।
সংস্কারের অভাবে এই ঐতিহ্যবাহী বাড়িটি ভেঙে পড়তে বসেছিল। আর্কিও লজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়া বাড়িটি সংস্কার করে। ফের এই বাড়িটি পর্যটকদের দেখার জন্য খুলে দেওয়া হবে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.