শান্তিনিকেতন, 13 ডিসেম্বর: আন্দোলনকারী পড়ুয়াদের লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ খোদ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (VC Bidyut Chakrabarty Hurls Stone at Agitating Students) বিরুদ্ধে ৷ ক্যামেরাবন্দি হল সেই দৃশ্যও ৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল বিশ্ববিদ্যালয় চত্বর ৷ ফের একবার হাতাহাতিতে জড়ালেন আন্দোলনকারী পড়ুয়া এবং নিরাপত্তারক্ষীরা ৷ এদিন সকালে উপাচার্যকে গৃহবন্দি অবস্থা থেকে বের করার সময় আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে একদফা হাতাহাতি হয় নিরাপত্তারক্ষীদের ৷ সেই সময় ধরনামঞ্চে ভাঙচুর ও আন্দোলনকারী পড়ুয়াদের জন্য রান্না করা খাবার ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে উপাচার্যের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের বিরুদ্ধে ৷
তবে, এদিন কেন্দ্রীয় কার্যালয় থেকে উপাচার্য ফেরার সময় ফের একবার বিশ্বভারতী (Visva Bharati University ) চত্বর উত্তপ্ত হয়ে ওঠে ৷ উপাচার্যকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারী পড়ুয়ারা ৷ অভিযোগ উঠেছে সেই সময়ই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তাঁদের লক্ষ্য করে ইট ছুড়ে মারেন ৷ যে ঘটনার নিন্দা করেছে বিভিন্ন মহল ৷ প্রসঙ্গত, প্রায় 21 দিন পর আজ বিপুল সংখ্যায় নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে বাড়ি থেকে বের হতে যান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷
আরও পড়ুন: বিশ্বভারতীর পড়ুয়া ও নিরাপত্তারক্ষীদের মধ্যে হাতাহাতি, 21 দিন পর বাড়ি থেকে বেরলেন উপাচার্য
সেই সময়ই উপাচার্যকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়া শুরু করেন আন্দোলনকারী পড়ুয়ারা ৷ তখনই নিরাপত্তারক্ষীদের সঙ্গে আন্দোলনকারীদের হাতাহাতি হয় ৷ ভাঙচুর করা হয়, আন্দোলনকারীদের ধরনা মঞ্চ ৷ সেখানে আন্দোলনকারীদের জন্য রাখা খাবার নিরাপত্তারক্ষীরা ফেলে দেয় বলে অভিযোগ ওঠে ৷ তবে, কেন্দ্রীয় কার্যালয় থেকে ফেরার পথে উপাচার্যের এমন আচরণে নিন্দার ঝড় উঠেছে ৷ আর সেই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার উত্তেজনা বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পে ৷