ETV Bharat / state

পুকুর থেকে ভেসে উঠল দেহ - drowning in water

বেলডাঙাল এলাকার পুকুরে ভেসে উঠল মৃতদেহ। মৃতের নাম সন্দীপ লাহা (৩২)। ময়নাতদন্তের জন্য মৃতদেহ বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

deadbody recovered
author img

By

Published : Feb 13, 2019, 9:03 PM IST

ইলামবাজার, ১৩ ফেব্রুয়ারি : বেলডাঙাল এলাকার পুকুরে ভেসে উঠল মৃতদেহ। মৃতের নাম সন্দীপ লাহা (৩২)। ইলামবাজার থানার বেলডাঙাল এলাকার ঘটনা।

বেলডাঙাল গ্রামের বাসিন্দা সন্দীপ লাহা গতকাল সরস্বতী প্রতিমা নিরঞ্জনের পর বাড়ি ফিরে আসেন। তারপর আবার কাউকে কিছু না বলেই বেলা ১২টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান। আর বাড়ি ফেরেননি। তারপর বাড়ির লোকজন এবং স্থানীয় বাসিন্দারা খোঁজখবর করতে
শুরু করেন।

আজ ভোররাতে স্থানীয়রা গ্রামের এক পুকুরে একটি মৃতদেহ ভেসে উঠতে দেখে। স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে। সন্দীপের পরিবারের লোকজন মৃতদেহ শনাক্ত করেন। খবর পেয়ে ঘটনাস্থানে আসে ইলামবাজার থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ইলামবাজার, ১৩ ফেব্রুয়ারি : বেলডাঙাল এলাকার পুকুরে ভেসে উঠল মৃতদেহ। মৃতের নাম সন্দীপ লাহা (৩২)। ইলামবাজার থানার বেলডাঙাল এলাকার ঘটনা।

বেলডাঙাল গ্রামের বাসিন্দা সন্দীপ লাহা গতকাল সরস্বতী প্রতিমা নিরঞ্জনের পর বাড়ি ফিরে আসেন। তারপর আবার কাউকে কিছু না বলেই বেলা ১২টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান। আর বাড়ি ফেরেননি। তারপর বাড়ির লোকজন এবং স্থানীয় বাসিন্দারা খোঁজখবর করতে
শুরু করেন।

আজ ভোররাতে স্থানীয়রা গ্রামের এক পুকুরে একটি মৃতদেহ ভেসে উঠতে দেখে। স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে। সন্দীপের পরিবারের লোকজন মৃতদেহ শনাক্ত করেন। খবর পেয়ে ঘটনাস্থানে আসে ইলামবাজার থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Lucknow (Uttar Pradesh), Feb 13 (ANI): Fire broke out in a furniture godown in Lalbagh, Lucknow today. Fire tenders were rushed to the spot. Details are still awaited.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.