ETV Bharat / state

আজ কেষ্টর গড়ে অমিত, এক ঝলকে সফরসূচি

আজ বোলপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । প্রথমেই তিনি বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে দেখা করবেন । তারপর তিনি যাবেন বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে । সেখানের সংগ্রহশালা ঘুরে দেখবেন অমিত শাহ।

author img

By

Published : Dec 20, 2020, 2:02 AM IST

বোলপুরে অমিত শাহ
বোলপুরে অমিত শাহ

বোলপুর, 20 ডিসেম্বর : আজ বীরভূমে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাই বোলপুরে প্রস্তুতি শেষ পর্যায়ে । কীভাবে পদযাত্রা হবে, তা সিআরপিএফ জওয়ানরা গতকালই মহড়া দেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর সভা, তাই সজাগ পুলিশ প্রশাসনও ৷ কেন্দ্রীয় নিরাপত্তা আধিকারিকরাও গতকাল ঘুরে দেখেন বিভিন্ন এলাকা।

আজ বোলপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । প্রথমেই তিনি বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে দেখা করবেন । তারপর তিনি যাবেন বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে । সেখানের সংগ্রহশালা ঘুরে দেখবেন অমিত শাহ। সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেবেন সংগীত ভবনের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে । রবীন্দ্র ভবন সংগ্রহশালা সহ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বাড়িগুলিও ঘুরে দেখবেন তিনি । প্রায় দুই ঘণ্টা বিশ্বভারতীতে কাটাবেন স্বরাষ্ট্রমন্ত্রী । তারপর শান্তিনিকেতনের সুভাষপল্লিতে বাসুদেব দাস বাউলের বাড়ি যাবেন অমিত শাহ । সেখানেই মধ্যাহ্নভোজন সারবেন ।

বোলপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আহার করবেন, তাই বিশেষ ব্যবস্থা বাসুদেবের বাড়িতে ৷ কাঠের উনুনে রান্না হবে ভাত, ডাল, আলু পোস্ত, শাক প্রভৃতি । ইতিমধ্যে বাসুদেবের বাউলের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে । কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । বাউল শিল্পীর বাড়ি সহ আশপাশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন সিআরপিএফের আধিকারিকরা ।
আরও পড়ুন :-ঠোকাঠুকি : "তোলাবাজ ভাইপো হটাও", আক্রমণ শুভেন্দুর ; জবাব কল্যাণের

মধ্যাহ্নভোজন সেরে বোলপুর ডাকবাংলা মাঠে আসবেন অমিত শাহ । এই মাঠ থেকে পদযাত্রা করবেন তিনি । প্রায় দেড় কিলোমিটার শান্তিনিকেতন রোড হয় বোলপুর চৌরাস্তায় শেষ হবে পদযাত্রা । চৌরাস্তার মোড়ে একটি পথসভায় বক্তব্য রাখবেন অমিত শাহ । যে রাস্তা দিয়ে পদযাত্রা হবে সেই রাস্তার দুদিকে বিজেপির দলীয় পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়েছে । লাগানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহর ফ্লেক্স, ব্যানার ।

বোলপুর, 20 ডিসেম্বর : আজ বীরভূমে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাই বোলপুরে প্রস্তুতি শেষ পর্যায়ে । কীভাবে পদযাত্রা হবে, তা সিআরপিএফ জওয়ানরা গতকালই মহড়া দেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর সভা, তাই সজাগ পুলিশ প্রশাসনও ৷ কেন্দ্রীয় নিরাপত্তা আধিকারিকরাও গতকাল ঘুরে দেখেন বিভিন্ন এলাকা।

আজ বোলপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । প্রথমেই তিনি বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে দেখা করবেন । তারপর তিনি যাবেন বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে । সেখানের সংগ্রহশালা ঘুরে দেখবেন অমিত শাহ। সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেবেন সংগীত ভবনের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে । রবীন্দ্র ভবন সংগ্রহশালা সহ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বাড়িগুলিও ঘুরে দেখবেন তিনি । প্রায় দুই ঘণ্টা বিশ্বভারতীতে কাটাবেন স্বরাষ্ট্রমন্ত্রী । তারপর শান্তিনিকেতনের সুভাষপল্লিতে বাসুদেব দাস বাউলের বাড়ি যাবেন অমিত শাহ । সেখানেই মধ্যাহ্নভোজন সারবেন ।

বোলপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আহার করবেন, তাই বিশেষ ব্যবস্থা বাসুদেবের বাড়িতে ৷ কাঠের উনুনে রান্না হবে ভাত, ডাল, আলু পোস্ত, শাক প্রভৃতি । ইতিমধ্যে বাসুদেবের বাউলের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে । কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । বাউল শিল্পীর বাড়ি সহ আশপাশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন সিআরপিএফের আধিকারিকরা ।
আরও পড়ুন :-ঠোকাঠুকি : "তোলাবাজ ভাইপো হটাও", আক্রমণ শুভেন্দুর ; জবাব কল্যাণের

মধ্যাহ্নভোজন সেরে বোলপুর ডাকবাংলা মাঠে আসবেন অমিত শাহ । এই মাঠ থেকে পদযাত্রা করবেন তিনি । প্রায় দেড় কিলোমিটার শান্তিনিকেতন রোড হয় বোলপুর চৌরাস্তায় শেষ হবে পদযাত্রা । চৌরাস্তার মোড়ে একটি পথসভায় বক্তব্য রাখবেন অমিত শাহ । যে রাস্তা দিয়ে পদযাত্রা হবে সেই রাস্তার দুদিকে বিজেপির দলীয় পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়েছে । লাগানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহর ফ্লেক্স, ব্যানার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.