ETV Bharat / state

Rampurhat Body Recovered : রামপুরহাটে অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার - রামপুরহাটে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার

রামপুরহাটের বগটুই গ্রামের পাশে সানঘাটাপাড়া এলাকায় এক অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার (Rampurhat Body Recovered) ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Rampurhat News
রামপুরহাটে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার
author img

By

Published : May 22, 2022, 11:05 AM IST

রামপুরহাট, 22 মে : পরিত্যক্ত অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য় ছড়াল ৷ ঘটনাটি ঘটেছে রামপুরহাটের বগটুই গ্রামের পাশে সানঘাটাপাড়া এলাকায় (Rampurhat Body Recovered) ৷

রবিবার সকালে রামপুরহাটের সানঘতাপাড়া এলাকায় রানিগঞ্জ-মোড়গ্রাম 60 নম্বর জাতীয় সড়কের ধারে মৃতদেহটি দেখতে পান পথচলতি মানুষ । তাঁরা পুলিশে খবর দিলে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ।

আরও পড়ুন : রাতভর নিখোঁজ যুবকের দেহ মিলল পুকুরপাড়ে, অভিযোগ খুনের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের পরিচয় এখনও জানা যায়নি । মৃত যুবকের বয়স আনুমানিক 30 বছর । পরনে ছিল হলুদ রঙের ফুলহাতা জামা ও নিল রঙের জিনিস । কোমরের কালো বেল্ট বকলেস থেকে ছেঁড়া ছিল । নাক ও মুখে কালো রক্তের দাগ । মৃতদেহটি উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । খুন নাকি পথ দুর্ঘটনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ ।

রামপুরহাট, 22 মে : পরিত্যক্ত অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য় ছড়াল ৷ ঘটনাটি ঘটেছে রামপুরহাটের বগটুই গ্রামের পাশে সানঘাটাপাড়া এলাকায় (Rampurhat Body Recovered) ৷

রবিবার সকালে রামপুরহাটের সানঘতাপাড়া এলাকায় রানিগঞ্জ-মোড়গ্রাম 60 নম্বর জাতীয় সড়কের ধারে মৃতদেহটি দেখতে পান পথচলতি মানুষ । তাঁরা পুলিশে খবর দিলে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ।

আরও পড়ুন : রাতভর নিখোঁজ যুবকের দেহ মিলল পুকুরপাড়ে, অভিযোগ খুনের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের পরিচয় এখনও জানা যায়নি । মৃত যুবকের বয়স আনুমানিক 30 বছর । পরনে ছিল হলুদ রঙের ফুলহাতা জামা ও নিল রঙের জিনিস । কোমরের কালো বেল্ট বকলেস থেকে ছেঁড়া ছিল । নাক ও মুখে কালো রক্তের দাগ । মৃতদেহটি উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । খুন নাকি পথ দুর্ঘটনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.