ETV Bharat / state

খয়রাশোলে পঞ্চায়েত অফিস লক্ষ্য করে বোমা, দুই তৃণমূল নেতাসহ গ্রেপ্তার 9 - Khoyrasol gram panchayat

খয়রাশোল পঞ্চায়েত অফিস লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় 24 ঘণ্টার মধ্যে পদক্ষেপ করল পুলিশ ৷ অভিযুক্ত দুই তৃণমূল নেতাসহ মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলাও রুজু করা হয়েছে ৷

খয়রাশোল
খয়রাশোল
author img

By

Published : Sep 5, 2020, 6:11 PM IST

খয়রাশোল, 5 সেপ্টেম্বর : পঞ্চায়েত কার্যালয়ে বোমাবাজির অভিযোগে দুই তৃণমূল নেতাসহ মোট 9 জনকে গ্রেপ্তার করল পুলিশ । খয়রাশোলের বাবুইজোড় পঞ্চায়েতের দখলকে কেন্দ্র করে গতকাল দুপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে, চলে গুলি-বোমাবাজি । তারপরই আজ এলাকার ওই দুই গোষ্ঠীর নেতাকে গ্রেপ্তার করে পুলিশ ৷ উভয়েই সিউড়ির পৃথক দু'টি স্কুলের শিক্ষক ৷ অভিযুক্তদের নাম উজ্জ্বল হক কাদেরি, অপরজন আবদুর রহমান ৷

খয়রাশোলের বাবুইজোড় এলাকার বিস্তীর্ণ অঞ্চলে বেআইনি কয়লার একাধিক খাদান রয়েছে । সেইসব খাদানের রাশ কার হাতে থাকবে তা নিয়ে সংঘর্ষের সূত্রপাত ৷ তবে ওই এলাকার বিস্তীর্ণ খাদান হাতে রাখতে হলে দখল নিতে হবে স্থানীয় পঞ্চায়েতের ৷ সেই ভাবনা থেকেই গতকাল বাবুইজোড় পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে দুই তৃণমূল নেতা উজ্জ্বল হক কাদেরি ও আবদুর রহমানের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে বলে অভিযোগ ৷ পঞ্চায়েত ভবন লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলেও অভিযোগ ওঠে ৷ বোমার দাগে কালো হয়ে যায় পঞ্চায়েত অফিস। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ৷

গ্রেপ্তার দুই তৃণমূল নেতা সহ মোট 9 জন

আরও পড়ুন :খয়রাশোলে বোমাবাজি-গুলি, তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের অভিযোগ

এরপর আজ সকাল থেকে ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মোট 9 জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তাদের মধ্যে রয়েছেন ওই দুই তৃণমূল নেতা ৷ তাঁদের বিরুদ্ধে বোমাবাজি, অস্ত্র মজুত ও ব্যবহার, মাদক কারবারের মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।

খয়রাশোল, 5 সেপ্টেম্বর : পঞ্চায়েত কার্যালয়ে বোমাবাজির অভিযোগে দুই তৃণমূল নেতাসহ মোট 9 জনকে গ্রেপ্তার করল পুলিশ । খয়রাশোলের বাবুইজোড় পঞ্চায়েতের দখলকে কেন্দ্র করে গতকাল দুপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে, চলে গুলি-বোমাবাজি । তারপরই আজ এলাকার ওই দুই গোষ্ঠীর নেতাকে গ্রেপ্তার করে পুলিশ ৷ উভয়েই সিউড়ির পৃথক দু'টি স্কুলের শিক্ষক ৷ অভিযুক্তদের নাম উজ্জ্বল হক কাদেরি, অপরজন আবদুর রহমান ৷

খয়রাশোলের বাবুইজোড় এলাকার বিস্তীর্ণ অঞ্চলে বেআইনি কয়লার একাধিক খাদান রয়েছে । সেইসব খাদানের রাশ কার হাতে থাকবে তা নিয়ে সংঘর্ষের সূত্রপাত ৷ তবে ওই এলাকার বিস্তীর্ণ খাদান হাতে রাখতে হলে দখল নিতে হবে স্থানীয় পঞ্চায়েতের ৷ সেই ভাবনা থেকেই গতকাল বাবুইজোড় পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে দুই তৃণমূল নেতা উজ্জ্বল হক কাদেরি ও আবদুর রহমানের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে বলে অভিযোগ ৷ পঞ্চায়েত ভবন লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলেও অভিযোগ ওঠে ৷ বোমার দাগে কালো হয়ে যায় পঞ্চায়েত অফিস। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ৷

গ্রেপ্তার দুই তৃণমূল নেতা সহ মোট 9 জন

আরও পড়ুন :খয়রাশোলে বোমাবাজি-গুলি, তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের অভিযোগ

এরপর আজ সকাল থেকে ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মোট 9 জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তাদের মধ্যে রয়েছেন ওই দুই তৃণমূল নেতা ৷ তাঁদের বিরুদ্ধে বোমাবাজি, অস্ত্র মজুত ও ব্যবহার, মাদক কারবারের মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.