ETV Bharat / state

মল্লারপুর ও লাভপুরে বিস্ফোরণ, সাসপেন্ড 2 পুলিশ অফিসার - police Birbhum Mallarpur Labhpur

মজুত বোমা বিস্ফোরণে উড়ে যায় মল্লারপুর ও লাভপুরের ক্লাব ও আবাসন । ঘটনার জেরে সংশ্লিষ্ট থানার দুই পুলিশ অফিসারকে সাময়িকভাবে সাসপেন্ড করা হল ।

OC টুবাই ভৌমিক
author img

By

Published : Jul 6, 2019, 4:28 PM IST

Updated : Jul 6, 2019, 6:17 PM IST

বীরভূম, 6 জুলাই : বীরভূমের মল্লারপুর ও লাভপুরের বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশ অফিসারকে সাময়িকভাবে সাসপেন্ড করা হল । পাশাপাশি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে ।

মজুত বোমা বিস্ফোরণে উড়ে গিয়েছিল, বীরভূমের মল্লারপুরের মেঘদূত ক্লাবের তিন তলা ঘর । অন্যদিকে পুলিশ ক্যাম্পের পাশেই বিস্ফোরণে উড়ে যায় লাভপুরের দাঁড়কা স্বাস্থ্যকেন্দ্রের আবাসন । এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মনে । পুলিশ ক্যাম্পের পাশে কীভাবে এত বোমা মজুত ছিল, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে ।

মল্লারপুরের ওই এলাকার সংশ্লিষ্ট থানার OC টুবাই ভৌমিককে অপসারণ করা হয়েছিল আগেই । আজ তাঁকে সাসপেন্ড করা হল । একই ভাবে লাভপুর থানার SI পার্থ সাহাকেও সাসপেন্ড করা হয় । তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে । এ বিষয়ে জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, "দুই অফিসারকে সাসপেন্ড করা হয়েছে ।"

বীরভূম, 6 জুলাই : বীরভূমের মল্লারপুর ও লাভপুরের বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশ অফিসারকে সাময়িকভাবে সাসপেন্ড করা হল । পাশাপাশি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে ।

মজুত বোমা বিস্ফোরণে উড়ে গিয়েছিল, বীরভূমের মল্লারপুরের মেঘদূত ক্লাবের তিন তলা ঘর । অন্যদিকে পুলিশ ক্যাম্পের পাশেই বিস্ফোরণে উড়ে যায় লাভপুরের দাঁড়কা স্বাস্থ্যকেন্দ্রের আবাসন । এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মনে । পুলিশ ক্যাম্পের পাশে কীভাবে এত বোমা মজুত ছিল, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে ।

মল্লারপুরের ওই এলাকার সংশ্লিষ্ট থানার OC টুবাই ভৌমিককে অপসারণ করা হয়েছিল আগেই । আজ তাঁকে সাসপেন্ড করা হল । একই ভাবে লাভপুর থানার SI পার্থ সাহাকেও সাসপেন্ড করা হয় । তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে । এ বিষয়ে জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, "দুই অফিসারকে সাসপেন্ড করা হয়েছে ।"

Intro:ইলামবাজার, ৩ জুলাইঃ বালির ঘাট মালিককে তোলা চাওয়ার অভিযোগে ৫ বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল ইলামবাজার থানার পুলিশ। যদিও, ২৫ জুন থেকে বর্ষার জন্য নদী গর্ভ থেকে বালি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। এদিন ধৃত বিজেপি কর্মীদের বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। Body:ইলামবাজারে অজয় নদে একটি বালির ঘাট মালিককে ১০ লক্ষ টাকা তোলা চায় স্থানীয় সন্তোষপুর গ্রামের বিজেপি নেতা কর্মীরা। এই ঘটনায় ইলামবাজার থানায় ১৭ জনের নামে লিখিত অভিযোগ করেন উত্তম দেবনাথ নামে বালির ঘাট মালিক। অভিযোগের ভিত্তিতে পুলিশ ৫ বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ৩৪১, ৩৮৪, ৫০৬ ও ৩৪ আইপিসি ধারায় মামলা রুজু করে পুলিশ। ধৃতদের এদিন বোলপুর মহকুমা আদালতে তোলা হয়।
যদিও, ধৃতদের দাবি বালি বোঝাই গাড়ি যাতাযাতের ফলে নষ্ট হচ্ছে গ্রামের রাস্তা ও চাষ জমি। সেগুলি সংস্কারের জন্য টাকা চাওয়া হয়েছিল।
বর্ষার জন্য ২৫ জুন থেকে নদী গর্ভ থেকে বালি তোলায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। এমনকি, মজুত বালি নিয়ে যাওয়ার চালানও এখনও মেলেনি। তা সত্ত্বেও ইলামবাজার এলাকায় রমরমিয়ে চলছে বেআইনি বালি তোলার কাজ।Conclusion:বর্ষার জন্য ২৫ জুন থেকে নদী গর্ভ থেকে বালি তোলায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। এমনকি, মজুত বালি নিয়ে যাওয়ার চালানও এখনও মেলেনি। তা সত্ত্বেও ইলামবাজার এলাকায় রমরমিয়ে চলছে বেআইনি বালি তোলার কাজ।
Last Updated : Jul 6, 2019, 6:17 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.